ETV Bharat / sports

সৃজার জয়ের দিনে অবাক হার শরথের, শুরুতেই বিদায় অভিজ্ঞ প্যাডলারের - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

SHARAT KAMAL BOWS OUT: রাউন্ড অফ 64-এ হেরে অলিম্পিক্সের শুরুতেই বিদায় শরথ কমলের ৷ তবে অভিজ্ঞ প্যাডলারের অবাক হারের দিনে পরবর্তী রাউন্ডে পৌঁছলেন সৃজা আকুলা ৷ তিনি স্ট্রেট গেমে জিতলেন সুইডিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৷

sharath kamal
শরথ কমল (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 6:02 PM IST

প্যারিস, 28 জুলাই: শুটিংয়ে মনু ভাকেরের পদক জয়ে প্যারিস গেমসের তৃতীয়দিনটা স্মরণীয় হয়ে থাকবে ভারতের জন্য ৷ কিন্তু ভারতের প্রথম পদক জয়ের দিনেই বড় ধাক্কাটা এল টেবল টেনিসে ৷ মহিলা সিঙ্গলসে সৃজা আকুলা জয় দিয়ে শুরু করলেও প্রথম ম্যাচেই হেরে বসলেন অভিজ্ঞ প্যাডলার শরথ কমল ৷ সেইসঙ্গে সিঙ্গলস থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল তাঁর ৷

কমনওয়েলথ গেমসে সাতটি সোনার মালিক শরথ এদিন স্লোভেনিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন 12-10, 9-11, 6-11, 7-11, 11-8, 10-12 ব্যবধানে ৷ সবমিলিয়ে 49 মিনিটে লড়াইয়ে স্লোভেনিয়ার কজুল ডেনির কাছে 4-2 সেটে হারলেন তিনি ৷ যদিও প্রথম গেম জিতে শুরুটা ভালোই হয়েছিল চলতি অলিম্পিক্সে দেশের পতাকা বাহকের ৷ সেয়ানে সেয়ানে টক্করের পর 12-10 ব্যবধানে প্রথম গেম জেতেন 42 বছরের প্যাডলার ৷ কিন্তু দ্বিতীয় গেমে প্রত্যাঘাত ছুঁড়ে দেন তাঁর স্লোভেনিয়ার প্রতিদ্বন্দ্বী ৷

টানা তিন গেম নিজের নামে করে নিয়ে শরথকে ব্যাকফুটে ঠেলে দেন ডেনি ৷ তবে 1-3 সেটে পিছিয়ে পড়েও পঞ্চম গেম ফের জিতে ম্যাচে ফেরেন ভারতীয় প্যাডলার ৷ টানা তিন গেম হারের পর চতুর্থ গেমে 11-8 ব্যবধানে জয় তুলে নেন শরথ ৷ মনে করা হচ্ছিল পাল্টা আঘাত ছুড়ে দেবেন তিনি ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ ষষ্ঠ গেম রুদ্ধশ্বাস পর্যায়ে নিয়ে গেলেও শেষ হাসি হাসতে ব্যর্থ হন ভারতীয় তারকা ৷ 12-10 ব্যবধানে ষষ্ঠ গেম জয়ের সঙ্গে সঙ্গে ম্য়াচও পকেটে পুরে নেন তিনি ৷

তবে শরথ কমল হারলেও মহিলা সিঙ্গলসের প্রথম ম্যাচে সহজ জয় পেলেন ভারতের সৃজা আকুলা ৷ সুইডেনের কালবার্গ ক্রিস্টিনাকে 4-0 সেটে হারালেন সৃজা ৷ তাঁর সামনে এদিন দাঁড়াতেই পারেননি সুইডিশ প্রতিদ্বন্দ্বী ৷ একপেশে ম্যাচে ভারতীয় প্যাডলারের পক্ষে ম্য়াচের ফল 11-4, 11-9, 11-7, 11-8 ৷

প্যারিস, 28 জুলাই: শুটিংয়ে মনু ভাকেরের পদক জয়ে প্যারিস গেমসের তৃতীয়দিনটা স্মরণীয় হয়ে থাকবে ভারতের জন্য ৷ কিন্তু ভারতের প্রথম পদক জয়ের দিনেই বড় ধাক্কাটা এল টেবল টেনিসে ৷ মহিলা সিঙ্গলসে সৃজা আকুলা জয় দিয়ে শুরু করলেও প্রথম ম্যাচেই হেরে বসলেন অভিজ্ঞ প্যাডলার শরথ কমল ৷ সেইসঙ্গে সিঙ্গলস থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল তাঁর ৷

কমনওয়েলথ গেমসে সাতটি সোনার মালিক শরথ এদিন স্লোভেনিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন 12-10, 9-11, 6-11, 7-11, 11-8, 10-12 ব্যবধানে ৷ সবমিলিয়ে 49 মিনিটে লড়াইয়ে স্লোভেনিয়ার কজুল ডেনির কাছে 4-2 সেটে হারলেন তিনি ৷ যদিও প্রথম গেম জিতে শুরুটা ভালোই হয়েছিল চলতি অলিম্পিক্সে দেশের পতাকা বাহকের ৷ সেয়ানে সেয়ানে টক্করের পর 12-10 ব্যবধানে প্রথম গেম জেতেন 42 বছরের প্যাডলার ৷ কিন্তু দ্বিতীয় গেমে প্রত্যাঘাত ছুঁড়ে দেন তাঁর স্লোভেনিয়ার প্রতিদ্বন্দ্বী ৷

টানা তিন গেম নিজের নামে করে নিয়ে শরথকে ব্যাকফুটে ঠেলে দেন ডেনি ৷ তবে 1-3 সেটে পিছিয়ে পড়েও পঞ্চম গেম ফের জিতে ম্যাচে ফেরেন ভারতীয় প্যাডলার ৷ টানা তিন গেম হারের পর চতুর্থ গেমে 11-8 ব্যবধানে জয় তুলে নেন শরথ ৷ মনে করা হচ্ছিল পাল্টা আঘাত ছুড়ে দেবেন তিনি ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ ষষ্ঠ গেম রুদ্ধশ্বাস পর্যায়ে নিয়ে গেলেও শেষ হাসি হাসতে ব্যর্থ হন ভারতীয় তারকা ৷ 12-10 ব্যবধানে ষষ্ঠ গেম জয়ের সঙ্গে সঙ্গে ম্য়াচও পকেটে পুরে নেন তিনি ৷

তবে শরথ কমল হারলেও মহিলা সিঙ্গলসের প্রথম ম্যাচে সহজ জয় পেলেন ভারতের সৃজা আকুলা ৷ সুইডেনের কালবার্গ ক্রিস্টিনাকে 4-0 সেটে হারালেন সৃজা ৷ তাঁর সামনে এদিন দাঁড়াতেই পারেননি সুইডিশ প্রতিদ্বন্দ্বী ৷ একপেশে ম্যাচে ভারতীয় প্যাডলারের পক্ষে ম্য়াচের ফল 11-4, 11-9, 11-7, 11-8 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.