ETV Bharat / sports

স্ট্রেট গেমে জয়, পদকের 'লক্ষ্য়ে' প্যারিসে দারুণ শুরু সেনের - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 8:55 PM IST

Updated : Jul 27, 2024, 9:03 PM IST

Lakshya Sen Wins First Match: স্ট্রেট গেমে গুয়াতেমালার কেভিন কর্ডনকে হারিয়ে অভিষেক অলিম্পিক্সে দারুণ শুরু করলেন লক্ষ্য সেন ৷ দ্বিতীয় গেমে 16-20 ব্যবধানে পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন করলেন ভারতীয় শাটলার ৷

lakshya sen
লক্ষ্য সেন (AP Photo)

প্যারিস, 27 জুলাই: তিন বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, একবছর বাদে কমনওয়েলথ গেমসে সোনা, একই বছরে এশিয়াডে রুপো ৷ গত কয়েকবছর ধরে লাগাতার সাফল্যে ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয় হয়ে উঠেছেন তিনি ৷ বছর বাইশের লক্ষ্য সেনের থেকে চলতি অলিম্পিক্সেও তাই পদকের প্রত্য়াশা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের ৷ আর পদকজয়কে পাখির চোখ করে প্য়ারিসে শুরুটা দারুণ করলেন লক্ষ্য ৷ স্ট্রেট গেমে তিনি হারালেন গুয়াতেমালার কেভিন কর্ডনকে ৷ যিনি গত অলিম্পিক্সে শেষ চার পর্যন্ত পৌঁছেছিলেন ৷

গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে এদিন লক্ষ্য জিতলেন 21-8, 22-20 ব্যবধানে ৷ প্রথম গেম একপেশে ভাবে জিতে নিলেও দ্বিতীয় গেমে এদিন বেশ বেগ পেতে হয় ভারতীয় শাটলারকে ৷ কিন্তু দ্বিতীয় গেমে পিছিয়ে থেকে বাজিমাত করে যান লক্ষ্য ৷ দ্বিতীয় গেমে একসময় এদিন 16-20 ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি ৷ কিন্তু হিমশীতল মানসিকতার পরিচিয় দিয়ে গেম এবং সেইসঙ্গে ম্যাচ নিজের নামে করে নেন তিনি ৷

প্রথম গেমের বিরতিতে এদিন 11-2 ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য ৷ সেই ব্যবধান ঘুচিয়ে ম্যাচে ফেরা সম্ভব হয়নি লক্ষ্যর প্রতিদ্বন্দ্বীর ৷ 21-8 ব্যবধানে প্রথম গেম সহজেই পকেটে পুরে নেন ভারতীয় শাটলার ৷ তবে দ্বিতীয় সেটে দারুণ কামব্যাক করেন 37 বছরের গুয়াতেমালার শাটলার ৷ দ্বিতীয় সেটের বিরতিতে 11-6 ব্যবধানে এগিয়ে ছিলেন কর্ডন ৷ লক্ষ্যকে 16 পয়েন্টে দাঁড় করিয়ে এক সময় দ্বিতীয় গেম জয়ের হ্যান্ডশেকিং দূরত্বে পৌঁছে যান তিনি ৷

কিন্তু নাছোড় ছিলেন লক্ষ্য ৷ পিছিয়ে পড়ে দ্বিতীয় গেমে টানা ছ'পয়েন্ট কুড়িয়ে নিয়ে 22-20 ব্যবধানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে নেন তিনি ৷ আগামী 29 জুলাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের জুলিয়েন ক্য়ারাগির মুখোমুখি হবেন বিশ্ব ব়্যাংকিংয়ে 18 নম্বর লক্ষ্য ৷ রবিবার সিঙ্গলসের প্রথম ম্যাচে নামবেন দেশের আরেক শাটলার এইচএস প্রণয় ৷

প্যারিস, 27 জুলাই: তিন বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, একবছর বাদে কমনওয়েলথ গেমসে সোনা, একই বছরে এশিয়াডে রুপো ৷ গত কয়েকবছর ধরে লাগাতার সাফল্যে ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয় হয়ে উঠেছেন তিনি ৷ বছর বাইশের লক্ষ্য সেনের থেকে চলতি অলিম্পিক্সেও তাই পদকের প্রত্য়াশা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের ৷ আর পদকজয়কে পাখির চোখ করে প্য়ারিসে শুরুটা দারুণ করলেন লক্ষ্য ৷ স্ট্রেট গেমে তিনি হারালেন গুয়াতেমালার কেভিন কর্ডনকে ৷ যিনি গত অলিম্পিক্সে শেষ চার পর্যন্ত পৌঁছেছিলেন ৷

গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে এদিন লক্ষ্য জিতলেন 21-8, 22-20 ব্যবধানে ৷ প্রথম গেম একপেশে ভাবে জিতে নিলেও দ্বিতীয় গেমে এদিন বেশ বেগ পেতে হয় ভারতীয় শাটলারকে ৷ কিন্তু দ্বিতীয় গেমে পিছিয়ে থেকে বাজিমাত করে যান লক্ষ্য ৷ দ্বিতীয় গেমে একসময় এদিন 16-20 ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি ৷ কিন্তু হিমশীতল মানসিকতার পরিচিয় দিয়ে গেম এবং সেইসঙ্গে ম্যাচ নিজের নামে করে নেন তিনি ৷

প্রথম গেমের বিরতিতে এদিন 11-2 ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য ৷ সেই ব্যবধান ঘুচিয়ে ম্যাচে ফেরা সম্ভব হয়নি লক্ষ্যর প্রতিদ্বন্দ্বীর ৷ 21-8 ব্যবধানে প্রথম গেম সহজেই পকেটে পুরে নেন ভারতীয় শাটলার ৷ তবে দ্বিতীয় সেটে দারুণ কামব্যাক করেন 37 বছরের গুয়াতেমালার শাটলার ৷ দ্বিতীয় সেটের বিরতিতে 11-6 ব্যবধানে এগিয়ে ছিলেন কর্ডন ৷ লক্ষ্যকে 16 পয়েন্টে দাঁড় করিয়ে এক সময় দ্বিতীয় গেম জয়ের হ্যান্ডশেকিং দূরত্বে পৌঁছে যান তিনি ৷

কিন্তু নাছোড় ছিলেন লক্ষ্য ৷ পিছিয়ে পড়ে দ্বিতীয় গেমে টানা ছ'পয়েন্ট কুড়িয়ে নিয়ে 22-20 ব্যবধানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে নেন তিনি ৷ আগামী 29 জুলাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের জুলিয়েন ক্য়ারাগির মুখোমুখি হবেন বিশ্ব ব়্যাংকিংয়ে 18 নম্বর লক্ষ্য ৷ রবিবার সিঙ্গলসের প্রথম ম্যাচে নামবেন দেশের আরেক শাটলার এইচএস প্রণয় ৷

Last Updated : Jul 27, 2024, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.