ETV Bharat / sports

হতাশ করলেন দীপিকারা, ডাচদের কাছে হেরে কোয়ার্টারে বিদায় মহিলা তিরন্দাজ দলের - PARIS OLYMPICS 2024

INDIAN WOMEN ARCHERY TEAM KNOCKED OUT: নিরাশ করলেন ভারতের মহিলা তিরন্দাজরা ৷ কোয়ার্টার ফাইনালে ডাচদের কাছে পদকের স্বপ্নে ইতি টানলেন দীপিকা কুমারী, ভজন কৌর, অঙ্কিতা ভকতরা ৷ একপেশে জয়ে সেমিতে নেদারল্যান্ডস ৷

BHAJAN KAUR
ভজন কৌর (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 7:51 PM IST

Updated : Jul 28, 2024, 7:57 PM IST

প্যারিস, 28 জুলাই: ব়্যাংকিং ইভেন্টের পর চতুর্থস্থানে শেষ করে সরাসরি কোয়ার্টারের যোগ্যতা অর্জন করে নিয়েছিল মহিলা তিরন্দাজ দল ৷ মনে করা হয়েছিল আগল ভেঙে হয়তো সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবেন দীপিকা কুমারী, ভজন কৌর, অঙ্কিতা ভকতরা ৷ কিন্তু কোথায় কী? হতাশ করে রবিবার তিরন্দাজির দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বসলেন তাঁরা ৷ কোনওরকম প্রতিরোধই গড়তে পারলেন না ভারতের তিন তিরন্দাজ ৷ একপেশে ম্যাচে 6-0 ব্যবধানে জিতে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে নেয় ডাচ'রা ৷

কোয়ার্টার ফাইনালে ভারত এদিন হারে 52-51, 54-49 এবং 53-48 ব্যবধানে ৷ শেষ আটের লড়াইয়ে এদিন সবচেয়ে বেশি হতাশ করেন ব্যক্তিগত ব়্যাংকিং ইভেন্টে 11তম স্থানে শেষ করা অঙ্কিতা ভকত ৷ অন্যদিকে ব্যক্তিগত রিকার্ভ ব়্যাংকিংয়ে হতাশ করলেও কোয়ার্টারে সবচেয়ে ভালো পারফরম্যান্স মেলে ধরেন ভজন কৌর ৷

নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ভারতীয় তিরন্দাজির পারফরম্যান্স:

  • ভজন: 10 9 10 9 10 8 | 56
  • দীপিকা: 7 9 8 6 8 10 | 48
  • অঙ্কিতা: 7 9 10 6 4 8 | 44

দীপিকা কুমারীর জঘন্য পারফরম্যান্স: অঙ্কিতা ভকতের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে এদিন চূড়ান্ত হতাশ করলেন সবচেয়ে অভিজ্ঞ দীপিকা কুমারী ৷ ছ'বারের মধ্যে কেবল একটি ক্ষেত্রে বুলস আই হিট করতে সমর্থ হন তিনি ৷ অথচ পদক জয়ের ক্ষেত্রে তাঁর থেকেই সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল ভারতীয়দের ৷

এবার নজর পুরুষ দলের দিকে: দলগত ইভেন্টে মহিলা তিরন্দাজরা হতাশ করায় এবার নজর পুরুষ দলের দিকে ৷ ব়্যাংকিং ইভেন্টের পর তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে সরাসরি কোয়ার্টারে জায়গা করে নিয়েছে দেশের পুরুষ তিরন্দাজরাও ৷ আগামিকাল শেষ আটের লড়াইয়ে নামবেন তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদব ৷

প্যারিস, 28 জুলাই: ব়্যাংকিং ইভেন্টের পর চতুর্থস্থানে শেষ করে সরাসরি কোয়ার্টারের যোগ্যতা অর্জন করে নিয়েছিল মহিলা তিরন্দাজ দল ৷ মনে করা হয়েছিল আগল ভেঙে হয়তো সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবেন দীপিকা কুমারী, ভজন কৌর, অঙ্কিতা ভকতরা ৷ কিন্তু কোথায় কী? হতাশ করে রবিবার তিরন্দাজির দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বসলেন তাঁরা ৷ কোনওরকম প্রতিরোধই গড়তে পারলেন না ভারতের তিন তিরন্দাজ ৷ একপেশে ম্যাচে 6-0 ব্যবধানে জিতে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে নেয় ডাচ'রা ৷

কোয়ার্টার ফাইনালে ভারত এদিন হারে 52-51, 54-49 এবং 53-48 ব্যবধানে ৷ শেষ আটের লড়াইয়ে এদিন সবচেয়ে বেশি হতাশ করেন ব্যক্তিগত ব়্যাংকিং ইভেন্টে 11তম স্থানে শেষ করা অঙ্কিতা ভকত ৷ অন্যদিকে ব্যক্তিগত রিকার্ভ ব়্যাংকিংয়ে হতাশ করলেও কোয়ার্টারে সবচেয়ে ভালো পারফরম্যান্স মেলে ধরেন ভজন কৌর ৷

নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ভারতীয় তিরন্দাজির পারফরম্যান্স:

  • ভজন: 10 9 10 9 10 8 | 56
  • দীপিকা: 7 9 8 6 8 10 | 48
  • অঙ্কিতা: 7 9 10 6 4 8 | 44

দীপিকা কুমারীর জঘন্য পারফরম্যান্স: অঙ্কিতা ভকতের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে এদিন চূড়ান্ত হতাশ করলেন সবচেয়ে অভিজ্ঞ দীপিকা কুমারী ৷ ছ'বারের মধ্যে কেবল একটি ক্ষেত্রে বুলস আই হিট করতে সমর্থ হন তিনি ৷ অথচ পদক জয়ের ক্ষেত্রে তাঁর থেকেই সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল ভারতীয়দের ৷

এবার নজর পুরুষ দলের দিকে: দলগত ইভেন্টে মহিলা তিরন্দাজরা হতাশ করায় এবার নজর পুরুষ দলের দিকে ৷ ব়্যাংকিং ইভেন্টের পর তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে সরাসরি কোয়ার্টারে জায়গা করে নিয়েছে দেশের পুরুষ তিরন্দাজরাও ৷ আগামিকাল শেষ আটের লড়াইয়ে নামবেন তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবারা এবং প্রবীণ যাদব ৷

Last Updated : Jul 28, 2024, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.