নয়াদিল্লি, 7 অগস্ট: প্যারিস অলিম্পিক্সে দেশকে জোড়া পদক দিয়ে দেশে ফিরলেন মনু ভাকের ৷ নয়াদিল্লি বিমানবন্দরে এদিন গ্র্যান্ড ওয়েলকামে ঘরে ফেরেন ঝজ্জরের শুটার ৷ তবে 10 অগস্ট শনিবার আবারও প্যারিসের উদ্দেশে রওনা দেবেন মনু ৷ কারণ, প্যারিসে সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা থাকবে মনুর হাতেই ৷ রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরে আপ্লুত মনু ৷ দেশের মানুষ তাঁকে এতটা সমর্থন করায় খুশি তিনি ৷
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে অবতরণ করে মনুর বিমান ৷ শুটারের সঙ্গে এদিন দেশে ফেরেন তাঁর কোচ যশপাল রানাও ৷ সংবাদসংস্থা এএনআই'কে মনু বলেন, "দুর্দান্ত অনুভূতি হচ্ছে যেভাবে আমাকে স্বাগত জানানো হল ৷ দেশের মানুষ এভাবে আমাকে সমর্থন করছেন দেখে আনন্দ হচ্ছে ৷ আমি জোড়া পদকের সঙ্গে ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করার অনুপ্রেরণা নিয়ে ফিরেছি ৷ তবে ইভেন্টের সময় কেবল গেমেই ফোকাস করেছি, পদকে নয় ৷ লম্বা সময় ধরে আমি কোনও ভারতীয় খাবার খেতে পারিনি, তাই দিল্লিতে নেমেই আলু পরোটা খেয়েছি ৷"
টোকিয়োয় যোগ্যতা অর্জনের মাঝে পিস্তল বিকল হয়ে যাওয়ার ফিরেছিলেন খালি হাতে ৷ তিন বছর পর বদলে গিয়েছে ছবিটা ৷ এবার জোড়া পদকে উজ্জ্বল 22 বছরের মনু ৷ প্যারিসে ভারতের পদকের খাতা খোলে মনুর হাত ধরেই ৷ 10 মিটার এয়ার পিস্তলে দেশকে প্রথমে ব্রোঞ্জ এনে দেন তিনি ৷ শুটারের দ্বিতীয় পদক আসে টিম ইভেন্টে ৷ মনু এবং সরবজোৎ সিং 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ফের ব্রোঞ্জ দেন ভারতকে ৷
মনু ভাকেরের কাছে ছিল তৃতীয় পদক জয়েরও হাতছানি ৷ কিন্তু 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে চারে শেষ করে অল্পের জন্য পোডিয়াম ফিনিশ করতে পারেননি ৷ তবে ইভেন্টের পরই আগামী অলিম্পিক্সে 25 মিটার পিস্তল ইভেন্ট থেকে পদক নিয়ে আসার আশ্বাস দিয়েছিলেন মনু ৷ উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদকজয়ের নজির গড়েছেন মনু ৷ (ANI Input)