ETV Bharat / sports

তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়নকে কোচ করে আনলেন নীরজ - NEERAJ CHOPRA NEW COACH

গত মাসে বর্ষীয়ান মার্কো বার্তোনিৎজ অব্যাহতি নিয়েছিলেন নীরজ চোপড়ার কোচ হিসেবে ৷ মাস ঘুরতে না-ঘুরতে চেক প্রজাতন্ত্রের কিংবদন্তিকে কোচ করে আনলেন তিনি ৷

NEERAJ CHOPRA
নীরজ চোপড়া (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 9, 2024, 5:20 PM IST

নয়াদিল্লি, 9 নভেম্বর: গতমাসের শুরুর দিকে জার্মান কোচ ক্লস বার্তোনিৎজের সঙ্গে পাঁচবছরের সম্পর্কে দাড়ি টেনেছিলেন ৷ নতুন বছরে নয়া কোচের সঙ্গে শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন নীরজ চোপড়া ৷ মাস ঘুরতে না-ঘুরতেই কিংবদন্তিকে কোচ করে আনলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার ৷ 'দ্য গ্রেটেস্ট শো আর্থে' তিনবারের সোনাজয়ী চেক প্রজাতন্ত্রের জ্যান জেলেজনি'কে শনিবার নতুন কোচ হিসেবে ঘোষণা করলেন নীরজ ৷ কেবল অলিম্পিক্স চ্য়াম্পিয়ন কিংবা বিশ্বরেকর্ডের অধিকারী নন, জেলেজনি দীর্ঘদিন ধরে নীরজের আইকনও বটে ৷

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের কোচ হিসেবে চেক কিংবদন্তির বেতন অবশ্য বহন করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের 'টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম' ৷ জেলেজনিকে নয়া কোচ হিসেবে ঘোষণায় প্য়ারিস অলিম্পিক্সে রুপোজয়ী বলেন, "আমি ছোটবেলা থেকেই ওনার (জেলেজনি) নির্ভুল টেকনিকের অনুরাগী ৷ ওনার বর্শা ছোড়ার প্রচুর ভিডিয়ো আমি দেখেছি ৷ উনি এই খেলায় বহুবছর ধরে শীর্ষস্থান দখল করে রেখেছেন ৷ সুতরাং, এই বিষয়ে তাঁর জ্ঞানের তুলনা হয় না ৷ তাছাড়া আমাদের দু'জনের থ্রোয়ের ধরন অনেকটা এক ৷ সুতরাং, জ্য়ানকে পাশে পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের ৷ আমি চাইব কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ৷ আমার আর তর সইছে না ৷"

অন্যদিকে, দেশের বাইরে কোচিং কেরিয়ারের শুরুতে নীরজের মত অ্যাথলিটকে প্রশিক্ষণের সুযোগ পেয়ে আপ্লুত জেলেজনি ৷ 1996 সালে 98.48 মিটার বর্শা ছুড়ে বিশ্বরেকর্ড জুড়ে রয়েছে যাঁর নামের সঙ্গে ৷ জেলেজনি নীরজে কোচ হওয়া প্রসঙ্গে বলেন, "অনেক বছর আগে কেরিয়ারের শুরুতেই আমি নীরজের প্রতিভা চিনেছিলাম ৷ আমার মনে হয়েছিল সেরা ফলাফল এনে দিতে পারে ও ৷ আমি এও জানিয়েছিলাম চেক প্রজাতন্ত্রে বাইরে এবার কোচিং শুরু করব এবং আমার প্রথম পছন্দ নীরজ ৷ অনেকেই প্রশিক্ষণের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু আমার এই সিদ্ধান্তগ্রহণের অর্থ হল নীরজকে দলে পেয়ে আমি সম্মানিত ৷"

দক্ষিণ আফ্রিকায় উইন্টার ক্যাম্পের মধ্যে দিয়ে আগামীতে একে অপরের সঙ্গে আরও ভালো করে পরিচিত হবেন নাীরজ ও জেলেজনি ৷ ক্লস বার্তোনিৎজের অধীনে 2021 টোকিয়োয় নীরজ যখন সোনা জিতেছিলেন তখন রুপোজয়ী জাকুব ভাদলেচ এবং ব্রোঞ্জজয়ী ভিতেজস্ল্যাভ ভেসেলির কোচের পদে ছিলেন জেলেজনি ৷ উল্লেখ্য, বয়সজনিত কারণে পরিবারের সঙ্গে থাকতে চেয়ে গত মাসে নীরজের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন 76 বছরের জার্মান কোচ বার্তোনিৎজ ৷ সম্প্রতি জার্মান কোচের অবসরে আবেগঘন পোস্টও করেন নীরজ ৷

নয়াদিল্লি, 9 নভেম্বর: গতমাসের শুরুর দিকে জার্মান কোচ ক্লস বার্তোনিৎজের সঙ্গে পাঁচবছরের সম্পর্কে দাড়ি টেনেছিলেন ৷ নতুন বছরে নয়া কোচের সঙ্গে শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন নীরজ চোপড়া ৷ মাস ঘুরতে না-ঘুরতেই কিংবদন্তিকে কোচ করে আনলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার ৷ 'দ্য গ্রেটেস্ট শো আর্থে' তিনবারের সোনাজয়ী চেক প্রজাতন্ত্রের জ্যান জেলেজনি'কে শনিবার নতুন কোচ হিসেবে ঘোষণা করলেন নীরজ ৷ কেবল অলিম্পিক্স চ্য়াম্পিয়ন কিংবা বিশ্বরেকর্ডের অধিকারী নন, জেলেজনি দীর্ঘদিন ধরে নীরজের আইকনও বটে ৷

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের কোচ হিসেবে চেক কিংবদন্তির বেতন অবশ্য বহন করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের 'টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম' ৷ জেলেজনিকে নয়া কোচ হিসেবে ঘোষণায় প্য়ারিস অলিম্পিক্সে রুপোজয়ী বলেন, "আমি ছোটবেলা থেকেই ওনার (জেলেজনি) নির্ভুল টেকনিকের অনুরাগী ৷ ওনার বর্শা ছোড়ার প্রচুর ভিডিয়ো আমি দেখেছি ৷ উনি এই খেলায় বহুবছর ধরে শীর্ষস্থান দখল করে রেখেছেন ৷ সুতরাং, এই বিষয়ে তাঁর জ্ঞানের তুলনা হয় না ৷ তাছাড়া আমাদের দু'জনের থ্রোয়ের ধরন অনেকটা এক ৷ সুতরাং, জ্য়ানকে পাশে পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের ৷ আমি চাইব কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ৷ আমার আর তর সইছে না ৷"

অন্যদিকে, দেশের বাইরে কোচিং কেরিয়ারের শুরুতে নীরজের মত অ্যাথলিটকে প্রশিক্ষণের সুযোগ পেয়ে আপ্লুত জেলেজনি ৷ 1996 সালে 98.48 মিটার বর্শা ছুড়ে বিশ্বরেকর্ড জুড়ে রয়েছে যাঁর নামের সঙ্গে ৷ জেলেজনি নীরজে কোচ হওয়া প্রসঙ্গে বলেন, "অনেক বছর আগে কেরিয়ারের শুরুতেই আমি নীরজের প্রতিভা চিনেছিলাম ৷ আমার মনে হয়েছিল সেরা ফলাফল এনে দিতে পারে ও ৷ আমি এও জানিয়েছিলাম চেক প্রজাতন্ত্রে বাইরে এবার কোচিং শুরু করব এবং আমার প্রথম পছন্দ নীরজ ৷ অনেকেই প্রশিক্ষণের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু আমার এই সিদ্ধান্তগ্রহণের অর্থ হল নীরজকে দলে পেয়ে আমি সম্মানিত ৷"

দক্ষিণ আফ্রিকায় উইন্টার ক্যাম্পের মধ্যে দিয়ে আগামীতে একে অপরের সঙ্গে আরও ভালো করে পরিচিত হবেন নাীরজ ও জেলেজনি ৷ ক্লস বার্তোনিৎজের অধীনে 2021 টোকিয়োয় নীরজ যখন সোনা জিতেছিলেন তখন রুপোজয়ী জাকুব ভাদলেচ এবং ব্রোঞ্জজয়ী ভিতেজস্ল্যাভ ভেসেলির কোচের পদে ছিলেন জেলেজনি ৷ উল্লেখ্য, বয়সজনিত কারণে পরিবারের সঙ্গে থাকতে চেয়ে গত মাসে নীরজের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন 76 বছরের জার্মান কোচ বার্তোনিৎজ ৷ সম্প্রতি জার্মান কোচের অবসরে আবেগঘন পোস্টও করেন নীরজ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.