রোম, 11 মে: সুস্থ আছেন নোভাক জকোভিচ ৷ আগামী রবিবার তিনি ইতালিয়ান ওপেনের রাউন্ড-32 খেলতে নামছেন ৷ এমনটাই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা ৷ উল্লেখ্য, শুক্রবার রাউন্ড-64 এর ম্যাচ জিতে অনুরাগীদের অটোগ্রাফ দেওয়ার সময় নোভাকের মাথায় একটি ধাতব জলের বোতল পড়ে যায় ৷ যে ঘটনায় মাথায় আঘাত লেগে ফুলে যায় ৷ তবে, চোট গুরুতর নয় বলেই জানাচ্ছেন বিশ্বের একনম্বর টেনিস তারকা ৷ সেই সঙ্গে তাঁর শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানিয়েছেন জকোভিচ ৷
শুক্রবার ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ফরাসি প্রতিপক্ষ কোরেনতিন মৌতেতকে 6-3, 6-1 স্ট্রেট সেটে দাপটের সঙ্গে হারান নোভাক জকোভিচ ৷ ম্যাচের পর গ্যালারিতে উপস্থিত দর্শকদের অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি ৷ সেই সময় এক অনুরাগী গ্যালারির রেলিং থেকে ঝুঁকে নোভাকের হাতে নোটবুক দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য ৷ সেই সময় ওই অনুরাগীর ব্যাকপ্যাক থেকে একটি ধাতব জলের বোতল নোভাকের মাথায় গিয়ে পড়ে ৷ জল ভর্তি থাকায় আঘাত বেশ জোরেই লাগে নোভাকের ৷
মাথায় আঘাত লাগার পড়েই মাটিতে বসে পড়েন সার্বিয়ান সুপারস্টার ৷ কোর্টে উপস্থিত নিরাপত্তারক্ষী এবং নোভাকের মেডিক্যাল টিম, তাঁকে লকাররুমে নিয়ে যায় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর নোভাককে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, নোভাকের মাথায় ফুলে গিয়েছে ৷ তবে, স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ৷ নোভাক তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেছেন ৷
নোভাক জকোভিচ লিখেছেন, "ধন্যবাদ আপনাদের চিন্তা এবং খোঁজখবর নেওয়ার জন্য ৷ এটা একটা দুর্ঘটনা ছিল ৷ আমি ভালো আছি ৷ হোটেলের রুমে মাথায় আইসপ্যাক দিয়ে বসে আছি ৷ রবিবার সকলের সঙ্গে দেখা হচ্ছে ৷" তবে, শুক্রবার ঘটনার পর আয়োজকদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছিল ৷ সেখানে বলা হয়, "ম্যাচ শেষে সেন্ট্রাল কোর্ট ছাড়ার আগে সবাইকে অটোগ্রাফ দিচ্ছিলেন নোভাক জকোভিচ ৷ সেই সময় একটি জলের বোতল তাঁর মাথা লাগে ৷ তাঁকে সবরকম মেডিক্যাল পরিষেবা দেওয়া হয়েছে এবং তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই ৷"
আরও পড়ুন: