ETV Bharat / sports

জকোভিচের মাথায় জলের বোতলের আঘাত, অনুরাগীদের বার্তা টেনিস তারকার - Novak Djokovic - NOVAK DJOKOVIC

Novak Djokovic: গত শুক্রবার ইতালিয়ান ওপেনে মাথায় অ্যালুমিনিয়ামের জলের বোতল পড়ে চোট পেয়েছিলেন নোভাক জকোভিচ ৷ যে ঘটনায় তাঁর চোট নিয়ে চিন্তা ছিল ৷ তবে, টেনিস তারকা জানিয়েছেন তিনি সুস্থ আছেন ৷

ETV BHARAT
নোভাক জকোভিচ ইতালিয়ান ওপেনে মাথায় লাগা চোট গুরুতর নয় ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 1:25 PM IST

রোম, 11 মে: সুস্থ আছেন নোভাক জকোভিচ ৷ আগামী রবিবার তিনি ইতালিয়ান ওপেনের রাউন্ড-32 খেলতে নামছেন ৷ এমনটাই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা ৷ উল্লেখ্য, শুক্রবার রাউন্ড-64 এর ম্যাচ জিতে অনুরাগীদের অটোগ্রাফ দেওয়ার সময় নোভাকের মাথায় একটি ধাতব জলের বোতল পড়ে যায় ৷ যে ঘটনায় মাথায় আঘাত লেগে ফুলে যায় ৷ তবে, চোট গুরুতর নয় বলেই জানাচ্ছেন বিশ্বের একনম্বর টেনিস তারকা ৷ সেই সঙ্গে তাঁর শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানিয়েছেন জকোভিচ ৷

শুক্রবার ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ফরাসি প্রতিপক্ষ কোরেনতিন মৌতেতকে 6-3, 6-1 স্ট্রেট সেটে দাপটের সঙ্গে হারান নোভাক জকোভিচ ৷ ম্যাচের পর গ্যালারিতে উপস্থিত দর্শকদের অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি ৷ সেই সময় এক অনুরাগী গ্যালারির রেলিং থেকে ঝুঁকে নোভাকের হাতে নোটবুক দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য ৷ সেই সময় ওই অনুরাগীর ব্যাকপ্যাক থেকে একটি ধাতব জলের বোতল নোভাকের মাথায় গিয়ে পড়ে ৷ জল ভর্তি থাকায় আঘাত বেশ জোরেই লাগে নোভাকের ৷

মাথায় আঘাত লাগার পড়েই মাটিতে বসে পড়েন সার্বিয়ান সুপারস্টার ৷ কোর্টে উপস্থিত নিরাপত্তারক্ষী এবং নোভাকের মেডিক্যাল টিম, তাঁকে লকাররুমে নিয়ে যায় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর নোভাককে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, নোভাকের মাথায় ফুলে গিয়েছে ৷ তবে, স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ৷ নোভাক তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেছেন ৷

নোভাক জকোভিচ লিখেছেন, "ধন্যবাদ আপনাদের চিন্তা এবং খোঁজখবর নেওয়ার জন্য ৷ এটা একটা দুর্ঘটনা ছিল ৷ আমি ভালো আছি ৷ হোটেলের রুমে মাথায় আইসপ্যাক দিয়ে বসে আছি ৷ রবিবার সকলের সঙ্গে দেখা হচ্ছে ৷" তবে, শুক্রবার ঘটনার পর আয়োজকদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছিল ৷ সেখানে বলা হয়, "ম্যাচ শেষে সেন্ট্রাল কোর্ট ছাড়ার আগে সবাইকে অটোগ্রাফ দিচ্ছিলেন নোভাক জকোভিচ ৷ সেই সময় একটি জলের বোতল তাঁর মাথা লাগে ৷ তাঁকে সবরকম মেডিক্যাল পরিষেবা দেওয়া হয়েছে এবং তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই ৷"

আরও পড়ুন:

  1. 'ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই', প্যারিস অলিম্পিক্সই লক্ষ্য দোহায় দ্বিতীয় নীরজের
  2. ফেডেক্সের আরও একটি রেকর্ড ভেঙে সবার উপরে নোভাক
  3. 123 নম্বর বিশ্ব ব়্যাংকিংয়ের কাছে হেরে পারিবাস ওপেন থেকে বিদায় নোভাকের

রোম, 11 মে: সুস্থ আছেন নোভাক জকোভিচ ৷ আগামী রবিবার তিনি ইতালিয়ান ওপেনের রাউন্ড-32 খেলতে নামছেন ৷ এমনটাই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা ৷ উল্লেখ্য, শুক্রবার রাউন্ড-64 এর ম্যাচ জিতে অনুরাগীদের অটোগ্রাফ দেওয়ার সময় নোভাকের মাথায় একটি ধাতব জলের বোতল পড়ে যায় ৷ যে ঘটনায় মাথায় আঘাত লেগে ফুলে যায় ৷ তবে, চোট গুরুতর নয় বলেই জানাচ্ছেন বিশ্বের একনম্বর টেনিস তারকা ৷ সেই সঙ্গে তাঁর শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানিয়েছেন জকোভিচ ৷

শুক্রবার ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ফরাসি প্রতিপক্ষ কোরেনতিন মৌতেতকে 6-3, 6-1 স্ট্রেট সেটে দাপটের সঙ্গে হারান নোভাক জকোভিচ ৷ ম্যাচের পর গ্যালারিতে উপস্থিত দর্শকদের অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি ৷ সেই সময় এক অনুরাগী গ্যালারির রেলিং থেকে ঝুঁকে নোভাকের হাতে নোটবুক দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য ৷ সেই সময় ওই অনুরাগীর ব্যাকপ্যাক থেকে একটি ধাতব জলের বোতল নোভাকের মাথায় গিয়ে পড়ে ৷ জল ভর্তি থাকায় আঘাত বেশ জোরেই লাগে নোভাকের ৷

মাথায় আঘাত লাগার পড়েই মাটিতে বসে পড়েন সার্বিয়ান সুপারস্টার ৷ কোর্টে উপস্থিত নিরাপত্তারক্ষী এবং নোভাকের মেডিক্যাল টিম, তাঁকে লকাররুমে নিয়ে যায় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর নোভাককে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, নোভাকের মাথায় ফুলে গিয়েছে ৷ তবে, স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ৷ নোভাক তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেছেন ৷

নোভাক জকোভিচ লিখেছেন, "ধন্যবাদ আপনাদের চিন্তা এবং খোঁজখবর নেওয়ার জন্য ৷ এটা একটা দুর্ঘটনা ছিল ৷ আমি ভালো আছি ৷ হোটেলের রুমে মাথায় আইসপ্যাক দিয়ে বসে আছি ৷ রবিবার সকলের সঙ্গে দেখা হচ্ছে ৷" তবে, শুক্রবার ঘটনার পর আয়োজকদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছিল ৷ সেখানে বলা হয়, "ম্যাচ শেষে সেন্ট্রাল কোর্ট ছাড়ার আগে সবাইকে অটোগ্রাফ দিচ্ছিলেন নোভাক জকোভিচ ৷ সেই সময় একটি জলের বোতল তাঁর মাথা লাগে ৷ তাঁকে সবরকম মেডিক্যাল পরিষেবা দেওয়া হয়েছে এবং তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই ৷"

আরও পড়ুন:

  1. 'ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই', প্যারিস অলিম্পিক্সই লক্ষ্য দোহায় দ্বিতীয় নীরজের
  2. ফেডেক্সের আরও একটি রেকর্ড ভেঙে সবার উপরে নোভাক
  3. 123 নম্বর বিশ্ব ব়্যাংকিংয়ের কাছে হেরে পারিবাস ওপেন থেকে বিদায় নোভাকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.