ETV Bharat / sports

রোমানিয়াকে উড়িয়ে দিল ডাচরা, অস্ট্রিয়াকে হারিয়ে শেষ আটে তুরস্ক - EURO Cup 2024 - EURO CUP 2024

Netherlands vs Turkiye in the Quarter-Finals: ডনিয়েল মালেনের জোড়া গোলে দুরন্ত নেদারল্যান্ডস ৷ নজির গড়লেন তুর্কী ডিফেন্ডার মেরিহ ডেমিরালও ৷ ইউরোর শেষ আটে মুখোমুখি দুই দল ৷

Euro 2024
নেদারল্যান্ডস বনাম তুরস্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 7:50 AM IST

মিউনিখ, 3 জুলাই: শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারতে হয়েছিল ৷ পরের ম্যাচে ফর্মে ফিরলেন ভার্জিল ভ্যান ডাইকরা ৷ রোমানিয়াকে 3 গোলে উড়িয়ে ইউরোর শেষ আটে পৌঁছে গেল ‘মেন ইন অরেঞ্জ’ ৷ 2004 ইউরোর পর ফের নক-আউট রাউন্ডে ম্যাচ জিতল ডাচরা ৷ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক ৷

অ্যালিয়াঞ্জ এরিনায় শুরু থেকেই দাপট দেখাচ্ছিল 1988 ইউরোজয়ীরা ৷ বল পজেশনেও রোমানিয়াকে টেক্কা দিল রোনাল্ড কোম্যানের ছেলেরা ৷ 64 শতাংশ বল দখল, তেকাঠি লক্ষ্য করে 23টি শট ৷ রীতিমতো রোমানিয়াকে নাচাল কোডি গাকপোরা ৷ 20 মিনিটে গোল করেন কোডি গাকপো ৷ 83 মিনিট ও অতিরিক্ত সময়ে জোড়া গোল ডনিয়েল মালেনের ৷

ইউরোতে নিজের 3 নম্বর গোল করে ফেললেন কোডি গাকপো ৷ 2022 বিশ্বকাপেও তিনটি গোল করেছিলেন গাকপো ৷ তৃতীয় ডাচ খেলোয়াড় দু’টি মেজর টুর্নামেন্টে 3টি করে গোল করার নজির গড়লেন তিনি ৷ এর আগে জনি রেপ (1974 ও 1978 বিশ্বকাপ) ও ডেনিস বার্গক্যাম্প (1992 ইউরো, 1994 ও 1998 বিশ্বকাপ) এই নজির গড়েছিলেন ৷ অন্যদিকে, শেষবার 2004 ইউরোর নক-আউটে জিতেছিল ডাচরা ৷ টাইব্রেকারে সুইডেনকে হারিয়ছিল রুদ খুলিতের দেশ ৷ যদিও ফিল্ড গোলে শেষবার নক-আউটে নেদারল্যান্ডস জিতেছিল 2000 ইউরোতে ৷ যুগসক্লাভাকিয়াকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছিল অরেঞ্জ আর্মি ৷

Euro 2024
গুনকের সেই অবিশ্বাস্য সেভ (ইটিভি ভারত)

আরেক ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়েছে তুরস্ক ৷ তেকাঠি লক্ষ করে 21টি শট, তেকাঠিতে ছিল 5টি, 61 শতাংশ বল পজেশন, 83 শতাংশ সঠিক পাস ৷ লিপজিগে ভাগ্যের ফেরে হারল অস্ট্রিয়া ৷ যার মূলে তুর্কী ডিফেন্ডার মেরিহ ডেমিরাল ৷ 57 সেকেন্ড অস্ট্রিয়ার জালে বল জড়ালেন ৷ ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল, নক-আউট পর্বে দ্রুততম ৷ 59 মিনিটে ফের এগিয়ে দিলেন দলকে ৷ ফলে দুর্দান্ত খেলা অস্ট্রিয়ার হয়ে মাইকেল গ্রেগরিস 66 মিনিটে গোল শোধ করলেও কাজের কাজ হয়নি ৷

যদিও মেরিহ নয়, তুরস্ককে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিল গোলকিপার মার্ট গুনকের বিশ্বস্ত হাত ৷ 94 মিনিটে অবিশ্বাস্য সেভ করে দলকে জেতালেন ইস্তামবুল বাশাকশেহিরের প্রাক্তনী ৷ 7 জুলাই শেষ আটের লড়াইয়ে অলিম্পিয়াস্ট্যাডিয়ন স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া ৷

মিউনিখ, 3 জুলাই: শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারতে হয়েছিল ৷ পরের ম্যাচে ফর্মে ফিরলেন ভার্জিল ভ্যান ডাইকরা ৷ রোমানিয়াকে 3 গোলে উড়িয়ে ইউরোর শেষ আটে পৌঁছে গেল ‘মেন ইন অরেঞ্জ’ ৷ 2004 ইউরোর পর ফের নক-আউট রাউন্ডে ম্যাচ জিতল ডাচরা ৷ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক ৷

অ্যালিয়াঞ্জ এরিনায় শুরু থেকেই দাপট দেখাচ্ছিল 1988 ইউরোজয়ীরা ৷ বল পজেশনেও রোমানিয়াকে টেক্কা দিল রোনাল্ড কোম্যানের ছেলেরা ৷ 64 শতাংশ বল দখল, তেকাঠি লক্ষ্য করে 23টি শট ৷ রীতিমতো রোমানিয়াকে নাচাল কোডি গাকপোরা ৷ 20 মিনিটে গোল করেন কোডি গাকপো ৷ 83 মিনিট ও অতিরিক্ত সময়ে জোড়া গোল ডনিয়েল মালেনের ৷

ইউরোতে নিজের 3 নম্বর গোল করে ফেললেন কোডি গাকপো ৷ 2022 বিশ্বকাপেও তিনটি গোল করেছিলেন গাকপো ৷ তৃতীয় ডাচ খেলোয়াড় দু’টি মেজর টুর্নামেন্টে 3টি করে গোল করার নজির গড়লেন তিনি ৷ এর আগে জনি রেপ (1974 ও 1978 বিশ্বকাপ) ও ডেনিস বার্গক্যাম্প (1992 ইউরো, 1994 ও 1998 বিশ্বকাপ) এই নজির গড়েছিলেন ৷ অন্যদিকে, শেষবার 2004 ইউরোর নক-আউটে জিতেছিল ডাচরা ৷ টাইব্রেকারে সুইডেনকে হারিয়ছিল রুদ খুলিতের দেশ ৷ যদিও ফিল্ড গোলে শেষবার নক-আউটে নেদারল্যান্ডস জিতেছিল 2000 ইউরোতে ৷ যুগসক্লাভাকিয়াকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছিল অরেঞ্জ আর্মি ৷

Euro 2024
গুনকের সেই অবিশ্বাস্য সেভ (ইটিভি ভারত)

আরেক ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়েছে তুরস্ক ৷ তেকাঠি লক্ষ করে 21টি শট, তেকাঠিতে ছিল 5টি, 61 শতাংশ বল পজেশন, 83 শতাংশ সঠিক পাস ৷ লিপজিগে ভাগ্যের ফেরে হারল অস্ট্রিয়া ৷ যার মূলে তুর্কী ডিফেন্ডার মেরিহ ডেমিরাল ৷ 57 সেকেন্ড অস্ট্রিয়ার জালে বল জড়ালেন ৷ ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল, নক-আউট পর্বে দ্রুততম ৷ 59 মিনিটে ফের এগিয়ে দিলেন দলকে ৷ ফলে দুর্দান্ত খেলা অস্ট্রিয়ার হয়ে মাইকেল গ্রেগরিস 66 মিনিটে গোল শোধ করলেও কাজের কাজ হয়নি ৷

যদিও মেরিহ নয়, তুরস্ককে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিল গোলকিপার মার্ট গুনকের বিশ্বস্ত হাত ৷ 94 মিনিটে অবিশ্বাস্য সেভ করে দলকে জেতালেন ইস্তামবুল বাশাকশেহিরের প্রাক্তনী ৷ 7 জুলাই শেষ আটের লড়াইয়ে অলিম্পিয়াস্ট্যাডিয়ন স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.