ETV Bharat / sports

নাদিমও ছেলের মতো, ওর সাফল্যেও খুশি; নীরজের মা’র মন্তব্যে উচ্ছ্বসিত শোয়েব আখতার - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 9, 2024, 3:01 PM IST

Updated : Aug 9, 2024, 3:12 PM IST

Paris Olympics 2024 Javelin Throw: পাক প্রতিদ্বন্দ্বী আরশাদ নাদিমের কাছে হেরে সোনা হাতছাড়া হয়েছে নীরজ চোপড়ার ৷ দ্বিতীয় সোনা ঘরে তুলতে না-পারলেও ইতিহাস গড়েছেন ‘সোনার ছেলে’ ৷

Paris Olympics 2024
নীরজের মা’র মন্তব্যে উচ্ছ্বসিত শোয়েব আখতার (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 9 অগস্ট: ‘ব্যর্থ’ নীরজ চোপড়া ৷ টোকিয়োর সোনাজয়ীকে ফের পোডিয়ামের শীর্ষে দেখতে চেয়ে বুক বেঁধেছিল ভারত ৷ পোডিয়াম ফিনিশ করলেও এবার সোনা আনতে পারেননি নীরজ ৷ প্রেমের শহরে বর্শায় রুপো গেঁথেছেন ‘সোনার ছেলে’ । সোনা জিতেছেন নীরজের ‘বন্ধু’ পাকিস্তানের আরশাদ নাদিম ৷ দু’জনের সাফল্যেই উচ্ছ্বাসে ভাসছেন সরোজ দেবী ৷

নীরজের মা বলেন, ‘‘ছেলের সাফল্যে গর্বিত ৷ পাশাপাশি আনন্দ দিচ্ছে আরশাদ নাদিমের সোনাজয়ও ৷ ও তো আমাদেরই সন্তান ৷’’ পাকিস্তানের নাদিম এদিন নীরজকে শুধু হারাননি, যে 90 মিটার ছোঁয়া নীরজের ‘স্বপ্ন’, তা’ও টপতে গিয়েছে ৷ একবার নয়, প্যারিসের ফাইনালে দু’বার 90 মিটার টপকেছেন ওয়াঘাপারের জ্যাভলার ৷

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নীরজের মা বলেন, ‘‘নাদিমও ভালো, ও ভালো খেলে ৷ আমার কাছে নীরজ ও নাদিমের মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আমরা সোনা ও রূপো, দুইই পেয়েছি ৷ ও তো আমাদেরই সন্তান ৷’’ প্রসঙ্গত, ট্র্যাকে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে অত্যন্ত মধুর নীরজ-নাদিমের সম্পর্ক ৷ বৃহস্পতি রাতেও নীরজের মুখে শোনা গিয়েছিল সোনাজয়ী নাদিমের প্রশংসা ৷

নীরজের মা’র এই মন্তব্যেই খুশি শোয়েব আখতার ৷ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘সোনাজয়ীও আমাদের সন্তান ৷ একজন মা’ই একথা বলতে পারেন ৷ ওনাকে অভিনন্দন ৷’’

জ্যাভলিন থ্রো ফাইনালে রূপো জিতেও অবশ্য ইতিহাস গড়েছেন নীরজ । 26 বছর বয়সী ভারতীয় অ্যাথলিট টানা দ্বিতীয় অলিম্পিকে পদক জিতেছেন ৷ তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ট্র্যাক এবং ফিল্ডে দু’টি আলাদা পদক জিতেছেন ৷

নয়াদিল্লি, 9 অগস্ট: ‘ব্যর্থ’ নীরজ চোপড়া ৷ টোকিয়োর সোনাজয়ীকে ফের পোডিয়ামের শীর্ষে দেখতে চেয়ে বুক বেঁধেছিল ভারত ৷ পোডিয়াম ফিনিশ করলেও এবার সোনা আনতে পারেননি নীরজ ৷ প্রেমের শহরে বর্শায় রুপো গেঁথেছেন ‘সোনার ছেলে’ । সোনা জিতেছেন নীরজের ‘বন্ধু’ পাকিস্তানের আরশাদ নাদিম ৷ দু’জনের সাফল্যেই উচ্ছ্বাসে ভাসছেন সরোজ দেবী ৷

নীরজের মা বলেন, ‘‘ছেলের সাফল্যে গর্বিত ৷ পাশাপাশি আনন্দ দিচ্ছে আরশাদ নাদিমের সোনাজয়ও ৷ ও তো আমাদেরই সন্তান ৷’’ পাকিস্তানের নাদিম এদিন নীরজকে শুধু হারাননি, যে 90 মিটার ছোঁয়া নীরজের ‘স্বপ্ন’, তা’ও টপতে গিয়েছে ৷ একবার নয়, প্যারিসের ফাইনালে দু’বার 90 মিটার টপকেছেন ওয়াঘাপারের জ্যাভলার ৷

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নীরজের মা বলেন, ‘‘নাদিমও ভালো, ও ভালো খেলে ৷ আমার কাছে নীরজ ও নাদিমের মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আমরা সোনা ও রূপো, দুইই পেয়েছি ৷ ও তো আমাদেরই সন্তান ৷’’ প্রসঙ্গত, ট্র্যাকে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে অত্যন্ত মধুর নীরজ-নাদিমের সম্পর্ক ৷ বৃহস্পতি রাতেও নীরজের মুখে শোনা গিয়েছিল সোনাজয়ী নাদিমের প্রশংসা ৷

নীরজের মা’র এই মন্তব্যেই খুশি শোয়েব আখতার ৷ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘সোনাজয়ীও আমাদের সন্তান ৷ একজন মা’ই একথা বলতে পারেন ৷ ওনাকে অভিনন্দন ৷’’

জ্যাভলিন থ্রো ফাইনালে রূপো জিতেও অবশ্য ইতিহাস গড়েছেন নীরজ । 26 বছর বয়সী ভারতীয় অ্যাথলিট টানা দ্বিতীয় অলিম্পিকে পদক জিতেছেন ৷ তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ট্র্যাক এবং ফিল্ডে দু’টি আলাদা পদক জিতেছেন ৷

Last Updated : Aug 9, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.