ETV Bharat / sports

আন্দোলনে প্রাণ হারানো ভাইবোনেদের ঐতিহাসিক জয় উৎসর্গ বাংলাদেশ অধিনায়কের - PAK vs BAN 1st TEST

BANGLADESH REGISTERED HISTORIC WIN OVER PAKISTAN: দেশব্যাপী সম্প্রতি আন্দোলনের জেরে প্রাণ হারানো মানুষদের পাকিস্তানের বিরুদ্ধে জয় উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত ৷ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে শনিবার ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ৷

BANGLADESH REGISTERED HISTORIC WIN
ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 6:22 PM IST

রাওয়ালপিন্ডি, 25 অগস্ট: দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে বাইশ গজে দুরন্ত বাংলাদেশ ক্রিকেটাররা ৷ পাকিস্তানের বিরুদ্ধে শনিবার প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন শাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ৷ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সেই জয় সম্প্রতি দেশজোড়া আন্দোলনে প্রাণ হারানো সকল ভাইবোনেদের উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷

এদিন ম্যাচ জয়ের পর প্রাইজ সেরেমনিতে শান্ত বলেন, "সম্প্রতি দেশজোড়া প্রতিবাদ আন্দোলনে যে সকল মানুষ প্রাণ হারিয়েছেন এই জয় আমরা তাঁদেরকেই উৎসর্গ করছি ৷ একইসঙ্গে সকলের আত্মার শান্তি কামনা করছি ৷" সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং তার জেরে চলতি মাসের শুরুতেও অশান্ত ছিল বাংলাদেশ ৷ ছাত্র আন্দোলনের জেরে শেষমেশ সেদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৷ পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ভারতের পড়শি দেশে ৷ কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনের জেরে 600-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেদেশে ৷

এদিন ঐতিহাসিক জয় সেই সকল মানুষকেই উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক ৷ শুধু তাই নয়, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে বন্য়ার কবলে ৷ রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচ সেরা পুরস্কারের অর্থ বন্য়া দুর্গতদের দান করলেন মুশফিকুর রহিম ৷ স্টাম্পার-ব্য়াটারের 194 রানের সৌজন্যে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 565 রান তোলে বাংলাদেশ ৷ প্রথম ইনিংসে 117 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে 146 রানে অলআউট করে দেন বাংলাদেশ বোলাররা ৷

30 রানের লক্ষ্যমাত্রা কোনও উইকেট না-হারিয়ে এদিন তুলে দেন দুই বাংলাদেশ ওপেনার ৷ এর ফলে প্রথমবার পাকিস্তানকে পাঁচদিনের ম্য়াচে হারানোর নজির গড়ে তারা, তাও আবার পাকিস্তানেরই মাটিতে ৷ আগামী 30 অগস্ট থেকে শুরু সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ৷

রাওয়ালপিন্ডি, 25 অগস্ট: দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে বাইশ গজে দুরন্ত বাংলাদেশ ক্রিকেটাররা ৷ পাকিস্তানের বিরুদ্ধে শনিবার প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন শাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ৷ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সেই জয় সম্প্রতি দেশজোড়া আন্দোলনে প্রাণ হারানো সকল ভাইবোনেদের উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷

এদিন ম্যাচ জয়ের পর প্রাইজ সেরেমনিতে শান্ত বলেন, "সম্প্রতি দেশজোড়া প্রতিবাদ আন্দোলনে যে সকল মানুষ প্রাণ হারিয়েছেন এই জয় আমরা তাঁদেরকেই উৎসর্গ করছি ৷ একইসঙ্গে সকলের আত্মার শান্তি কামনা করছি ৷" সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং তার জেরে চলতি মাসের শুরুতেও অশান্ত ছিল বাংলাদেশ ৷ ছাত্র আন্দোলনের জেরে শেষমেশ সেদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৷ পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ভারতের পড়শি দেশে ৷ কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনের জেরে 600-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেদেশে ৷

এদিন ঐতিহাসিক জয় সেই সকল মানুষকেই উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক ৷ শুধু তাই নয়, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে বন্য়ার কবলে ৷ রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচ সেরা পুরস্কারের অর্থ বন্য়া দুর্গতদের দান করলেন মুশফিকুর রহিম ৷ স্টাম্পার-ব্য়াটারের 194 রানের সৌজন্যে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 565 রান তোলে বাংলাদেশ ৷ প্রথম ইনিংসে 117 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে 146 রানে অলআউট করে দেন বাংলাদেশ বোলাররা ৷

30 রানের লক্ষ্যমাত্রা কোনও উইকেট না-হারিয়ে এদিন তুলে দেন দুই বাংলাদেশ ওপেনার ৷ এর ফলে প্রথমবার পাকিস্তানকে পাঁচদিনের ম্য়াচে হারানোর নজির গড়ে তারা, তাও আবার পাকিস্তানেরই মাটিতে ৷ আগামী 30 অগস্ট থেকে শুরু সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.