ETV Bharat / sports

বুমরার পঞ্চবাণে ব্যর্থ বিরাট, ডু’প্লেসি-পাতিদারের ব্যাটে বড় রান বেঙ্গালুরুর - IPL 2024 - IPL 2024

RCB vs MI in IPL 2024: অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ও রজত পাতিদারের ব্যাটে ম্যাচে ফিরল বেঙ্গালুরু ৷ ইন্দো-প্রোটিয়া জুটির 82 রানের দাপটে স্কোরবোর্ডে 196 রান তুলল আরসিবি ৷ পাঁচ উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 9:34 PM IST

Updated : Apr 11, 2024, 9:53 PM IST

মুম্বই, 11 এপ্রিল: ব্যর্থ বিরাট কোহলি ৷ বিশ্বের এই মুহূর্তের সেরা ব্যাটার ও সেরা বোলারের দ্বৈরথে শেষ হাসি হাসলেন জসপ্রীত বুমরা ৷ ম্যাচের তৃতীয় ওভারেই রানমেশিনকে তুলে নেন বুমবুম ৷ কোহলি-ডু’প্লেসি-সহ পাঁচ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন রোহিতদের তুরুপের তাস ৷ ভেতরে ঢুকে আসা বলে ঈশান কিষাণের হাতে ক্যাচ তুলে বাইশ গজ ছাড়েন বিরাট ৷ ব্যক্তিগত 8 রানে মাঠ ছাড়েন উইল জ্যাকসও ৷ সেখান থেকে খেলাটা ধরেন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ও রজত পাতিদার ৷

ইন্দো-প্রোটিয়া জুটিতে ম্যাচে ফেরে বেঙ্গালুরু ৷ ডু’প্লেসি-পাতিদারের 82 রানের জুটিতে রান তুলল আরসিবি ৷ ফ্যাফ ডু’প্লেসি ফেরেন 40 বলে 61 করে ৷ রজত পাতিদার খেলেন 26 বলে 50 রানের ইনিংস খেলে ৷ দুই ব্যাটার ফিরলে দীনেশ কার্তিকের ক্যামিও দু‘শোর কাছাকাছি পৌঁছে দেয় বেঙ্গালুরুকে ৷ 23 বলে 53 রানে অপরাজিত বিরাটদের স্টাম্পার-ব্যাটার ৷

যদিও ডু’প্লেসি-পাতিদার-কার্তিকের দিনেও ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল ৷ আইপিএলে এখনও খুলে খেলতে পারেননি বিশ্বজয়ী অজি অল-রাউন্ডার ৷ খাতা না-খুলেই ক্রিজ ছাড়েন মহিপাল লোমরোর ও ভিস্যাক বিজয় কুমারও ৷ 8 বলে 9 রান করে ফেরেন সৌরভ চৌহান ৷ বুমরার পাঁচ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন শ্রেয়স গোপাল, জেরাল্ড কটজে ও আকাশ মাধওয়াল ৷

চলতি টুর্নামেন্টে 6 ম্যাচ শেষে কোহলির রানসংখ্যা 319 ৷ স্ট্রাইক রেট 141.77 ৷ দিনকয়েক আগেও কোহলিকে বিশ্বকাপে দলে রাখার বিরোধীতা করেছিলেন বোর্ডের একাংশ ৷ বোর্ডের ওই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা ৷ আইপিএলের শুরুটা দারুণ করে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেও মুম্বইকরের দলের সামনেই হোঁচট খেলেন বিরাট ৷

আরও পড়ুন:

  1. পন্তের প্রত্যাবর্তন, বিশ্বকাপের নীল জার্সিতে ‘নিশ্চিত’ বিরাটও
  2. ঘরের মাঠে পা হড়কালেন সঞ্জুরা, 'লাস্ট বল থ্রিলারে' রাজস্থান জয় গুজরাতের
  3. শেষ ওভারে 26 রান তুলেও হার পঞ্জাবের, তৃতীয় জয়ে উজ্জ্বল কামিন্সের হায়দরাবাদ

মুম্বই, 11 এপ্রিল: ব্যর্থ বিরাট কোহলি ৷ বিশ্বের এই মুহূর্তের সেরা ব্যাটার ও সেরা বোলারের দ্বৈরথে শেষ হাসি হাসলেন জসপ্রীত বুমরা ৷ ম্যাচের তৃতীয় ওভারেই রানমেশিনকে তুলে নেন বুমবুম ৷ কোহলি-ডু’প্লেসি-সহ পাঁচ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন রোহিতদের তুরুপের তাস ৷ ভেতরে ঢুকে আসা বলে ঈশান কিষাণের হাতে ক্যাচ তুলে বাইশ গজ ছাড়েন বিরাট ৷ ব্যক্তিগত 8 রানে মাঠ ছাড়েন উইল জ্যাকসও ৷ সেখান থেকে খেলাটা ধরেন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ও রজত পাতিদার ৷

ইন্দো-প্রোটিয়া জুটিতে ম্যাচে ফেরে বেঙ্গালুরু ৷ ডু’প্লেসি-পাতিদারের 82 রানের জুটিতে রান তুলল আরসিবি ৷ ফ্যাফ ডু’প্লেসি ফেরেন 40 বলে 61 করে ৷ রজত পাতিদার খেলেন 26 বলে 50 রানের ইনিংস খেলে ৷ দুই ব্যাটার ফিরলে দীনেশ কার্তিকের ক্যামিও দু‘শোর কাছাকাছি পৌঁছে দেয় বেঙ্গালুরুকে ৷ 23 বলে 53 রানে অপরাজিত বিরাটদের স্টাম্পার-ব্যাটার ৷

যদিও ডু’প্লেসি-পাতিদার-কার্তিকের দিনেও ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল ৷ আইপিএলে এখনও খুলে খেলতে পারেননি বিশ্বজয়ী অজি অল-রাউন্ডার ৷ খাতা না-খুলেই ক্রিজ ছাড়েন মহিপাল লোমরোর ও ভিস্যাক বিজয় কুমারও ৷ 8 বলে 9 রান করে ফেরেন সৌরভ চৌহান ৷ বুমরার পাঁচ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন শ্রেয়স গোপাল, জেরাল্ড কটজে ও আকাশ মাধওয়াল ৷

চলতি টুর্নামেন্টে 6 ম্যাচ শেষে কোহলির রানসংখ্যা 319 ৷ স্ট্রাইক রেট 141.77 ৷ দিনকয়েক আগেও কোহলিকে বিশ্বকাপে দলে রাখার বিরোধীতা করেছিলেন বোর্ডের একাংশ ৷ বোর্ডের ওই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা ৷ আইপিএলের শুরুটা দারুণ করে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেও মুম্বইকরের দলের সামনেই হোঁচট খেলেন বিরাট ৷

আরও পড়ুন:

  1. পন্তের প্রত্যাবর্তন, বিশ্বকাপের নীল জার্সিতে ‘নিশ্চিত’ বিরাটও
  2. ঘরের মাঠে পা হড়কালেন সঞ্জুরা, 'লাস্ট বল থ্রিলারে' রাজস্থান জয় গুজরাতের
  3. শেষ ওভারে 26 রান তুলেও হার পঞ্জাবের, তৃতীয় জয়ে উজ্জ্বল কামিন্সের হায়দরাবাদ
Last Updated : Apr 11, 2024, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.