মুম্বই, 11 এপ্রিল: ব্যর্থ বিরাট কোহলি ৷ বিশ্বের এই মুহূর্তের সেরা ব্যাটার ও সেরা বোলারের দ্বৈরথে শেষ হাসি হাসলেন জসপ্রীত বুমরা ৷ ম্যাচের তৃতীয় ওভারেই রানমেশিনকে তুলে নেন বুমবুম ৷ কোহলি-ডু’প্লেসি-সহ পাঁচ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন রোহিতদের তুরুপের তাস ৷ ভেতরে ঢুকে আসা বলে ঈশান কিষাণের হাতে ক্যাচ তুলে বাইশ গজ ছাড়েন বিরাট ৷ ব্যক্তিগত 8 রানে মাঠ ছাড়েন উইল জ্যাকসও ৷ সেখান থেকে খেলাটা ধরেন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ও রজত পাতিদার ৷
ইন্দো-প্রোটিয়া জুটিতে ম্যাচে ফেরে বেঙ্গালুরু ৷ ডু’প্লেসি-পাতিদারের 82 রানের জুটিতে রান তুলল আরসিবি ৷ ফ্যাফ ডু’প্লেসি ফেরেন 40 বলে 61 করে ৷ রজত পাতিদার খেলেন 26 বলে 50 রানের ইনিংস খেলে ৷ দুই ব্যাটার ফিরলে দীনেশ কার্তিকের ক্যামিও দু‘শোর কাছাকাছি পৌঁছে দেয় বেঙ্গালুরুকে ৷ 23 বলে 53 রানে অপরাজিত বিরাটদের স্টাম্পার-ব্যাটার ৷
যদিও ডু’প্লেসি-পাতিদার-কার্তিকের দিনেও ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল ৷ আইপিএলে এখনও খুলে খেলতে পারেননি বিশ্বজয়ী অজি অল-রাউন্ডার ৷ খাতা না-খুলেই ক্রিজ ছাড়েন মহিপাল লোমরোর ও ভিস্যাক বিজয় কুমারও ৷ 8 বলে 9 রান করে ফেরেন সৌরভ চৌহান ৷ বুমরার পাঁচ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন শ্রেয়স গোপাল, জেরাল্ড কটজে ও আকাশ মাধওয়াল ৷
চলতি টুর্নামেন্টে 6 ম্যাচ শেষে কোহলির রানসংখ্যা 319 ৷ স্ট্রাইক রেট 141.77 ৷ দিনকয়েক আগেও কোহলিকে বিশ্বকাপে দলে রাখার বিরোধীতা করেছিলেন বোর্ডের একাংশ ৷ বোর্ডের ওই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা ৷ আইপিএলের শুরুটা দারুণ করে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেও মুম্বইকরের দলের সামনেই হোঁচট খেলেন বিরাট ৷
আরও পড়ুন: