মুম্বই, 1 এপ্রিল: চলতি আইপিএলে 14তম ম্যাচটা একটু আলাদা দেখলেন ক্রিকেটপ্রেমীরা ৷ ঘরের মাঠে মুম্বইয়ের মতো শক্তিশালী দল রাজস্থানের বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাল নিয়মিত ব্যবধানে ৷ টপ থেকে মিডল সেখান থেকে মুম্বই ব্যাটিংয়ের লোয়ার অর্ডারও পিঙ্ক ব্রিগেডের বোলারদের কাছে ধোপে টিকল না ৷ 125-এই দৌড় শেষ মুম্বই ইন্ডিয়ান্স ৷
ওপেনার ঈশান কিষাণ থেকে রোহিত শর্মা, তিলক বর্মা, এমনকী অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না ক্রিজে ৷ 21 বলে হার্দিকের 34 রানই মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বেশি রান ৷ অন্যদিকে, সঞ্জুর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত একেবারে সঠিক ৷ তাঁর বাহিনীর ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহালের বলের ঘায়েলে 125 রানে আটকে গেল মুম্বই ৷ সোমবার ওয়াংখেড়েতে সঞ্জু টসে জিতে ব্যাট করতে পাঠান হার্দিকদের ৷ ওপেনিংয়ে নেমে ঈশান আউট হন 16 রানে ৷ শূন্যতে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে দাগ-আউটে ফেরান কিউই বোলার ট্রেন্ট বোল্ট ৷
-
Innings Break ‼️
— IndianPremierLeague (@IPL) April 1, 2024
An impressive bowling and fielding performance restricts #MI to 125/9👌👌
Will #RR be the second away team to win this season? 🤔
Scorecard ▶️ https://t.co/XL2RWMFLbE #TATAIPL | #MIvRR pic.twitter.com/g61btpmOPy
পরবর্তীতে নামন ধিরকেও আউট করেন বোল্ট ৷ ফের ডেওয়াল্ড ব্রেভিসকেও প্যাভিলিয়নমুখী করান 'দ্য বোল্ট'৷ এই দুই ব্যাটারও এদিন খাতা খুলতে পারেননি ৷ পরে তিলক বর্মা 32 রান ও হার্দিক পান্ডিয়া 34 রান করেন ৷ 22 রান দিয়ে মুম্বইয়ের তিনটি উইকেট নেন বোল্ট ৷ অন্যদিকে, মুম্বইকে 125 রানে বেঁধে ফেলার কৃতিত্বটা শুধু যে বোল্টকে দেওয়া যায় তা না ৷ পিঙ্ক জার্সিধারী যুজবেন্দ্র চাহালও এদিন তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া ও জেরাল্ড কোয়েৎজি'র উইকেট নেন ৷ সবথেকে গুরুত্বপূর্ণ মাত্র 11 রান দিয়ে বিপক্ষ দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকেই (যাঁরা রান পাচ্ছিলেন) ফেরান যুজবেন্দ্রই ৷ রাজস্থানের নান্দ্রে বার্গারও এদিন 32 রান দিয়ে 2টি উইকেট নেন ও একটি উইকেট নেন আবেশ খান ৷
আরও পড়ুন: