কলকাতা, 3 অক্টোবর: মনে হয়েছিল চোটটা সামান্য। কিন্ত বাস্তবে দেখা গেল শঙ্কা রয়েছে যথেষ্ট। তাই মনবীর সিংকে নিয়ে সাবধানী মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে মিনি ডার্বির 48 ঘণ্টা আগে সতর্ক সবুজ-মেরুন এবং তাঁদের কোচ হোসে মোলিনা। শনিবার মহমেডান স্পোর্টিং ম্যাচ সব অর্থেই ময়দানের দুই প্রধানের কাছে মর্যাদার লড়াই। শেষ ম্যাচে প্রথম জয় তুলে নেওয়ার পর সাদা-কালো শিবির সবুজ-মেরুনকে টেক্কা দিতে মরিয়া। আন্দ্রে চের্নিশভ ম্যাচ বাই ম্য়াচ ধরে এগোনোর কথা বলছেন। পাশাপাশি ভয়ডরহীন ফুটবলে ভর দিয়ে আইএসএলের প্রথম সুযোগেই ছাপ বদ্ধপরিকর রুশ কোচ ৷
এরই মধ্যে নতুন বিদেশির চলে আসার খবর বাগান ম্য়াচের আগে মহমেডান স্পোর্টিংকে বাড়তি অক্সিজেন জোগাবে নিশ্চিতভাবে। প্রতিপক্ষের এই কড়া মনোভাবের আঁচ পেয়ে মোহনবাগান সুপার জায়ান্ট সতর্ক। চোট পাওয়া মনবীর সিং বৃহস্পতিবার অনুশীলন করেননি। আশার আলো ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজের ফিট হয়ে ওঠা। ফলে রক্ষণের ভঙ্গুর দশায় প্রলেপ পড়বে বলে মনে করা হচ্ছে। তবে টম আলড্রেডের মাথার চোট এখনও সারেনি। যদিও তাঁর না-খেলতে পারার কথাও শোনা যায়নি। বৃহস্পতিতে বাগানের প্র্যাকটিসে ছিলেন না সাহাল আব্দুল সামাদও। তবে আশিক কুরিয়ান পুরো দমে অনুশীলন করছেন।
Full steam ahead of our clash vs the neighbours! 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/xZs9qgaw6p
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 3, 2024
সবমিলিয়ে মিনি ডার্বিতে নামার আগে বেশ খানিকটা চোট-আঘাত সমস্যা সবুজ-মেরুন সাজঘরে রয়েছে। তা সত্ত্বেও দ্রুত নিজেদের মধ্যে পাস খেলে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার ছক সাজাচ্ছেন হোসে মোলিনা। তবে তাঁর চিন্তায় মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে বোঝাপড়ার অভাব। কারণ ফ্রাঙ্কা, রেমসাঙ্গা, অ্যালেক্সিস, মাকান ছোটেদের দৌড় গত তিন ম্যাচের প্রতিপক্ষদের যথেষ্ট ভুগিয়েছে। সেই কারণে গ্রেগ, ম্যাকলারেন, পেত্রাতোস, কামিংসদের মধ্যে বোঝাপড়ায় জোর দিতে চাইছেন স্প্য়ানিশ কোচ।
Hardwork continues as we get closer to the Derby day! ⚫⚪#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteArmy 🤍🖤 #IndianFootball ⚽ #MSCinISL #ISL pic.twitter.com/SPm0qVLqtg
— Mohammedan SC (@MohammedanSC) October 3, 2024
অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর মহমেডান স্পোর্টিং। পুরো দল মিনি ডার্বিতে চমক দিতে মরিয়া। তাদের উৎসাহ দিতে কর্তারাও মাঠে উপস্থিত। সব মিলিয়ে আইএসএলের প্রথম মিনি ডার্বি ঘিরে উত্তাপ চড়ে গিয়েছে।