ETV Bharat / sports

‘ডু অর ডাই’ ম্যাচে দুরন্ত বাগান, 4 গোলে এগিয়ে সবুজ-মেরুন - ISL 2024 - ISL 2024

Indian Super League 2023-24: মুম্বইয়ের ঘাড়ে নিশ্বাস ফেলতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টকে জিততেই হবে । সেই অর্থে আজ দ্রিমিত্রি পেত্রাতোসদের কাছে সেমিফাইনাল । গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে সবুজ-মেরুন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 7:57 PM IST

Updated : Apr 11, 2024, 8:57 PM IST

বেঙ্গালুরু, 11 এপ্রিল: মুম্বই সিটি এফসির জয়ে চাপে মোহনবাগান সুপার জায়ান্ট । আইএসএল লিগ শিল্ড জয়ে টিকে থাকতে বেঙ্গালুরু এফসিকে হারাতেই হবে । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 21 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি সবার ওপরে । 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাগান । ‘ডু অর ডাই’ ম্যাচে শুরুতেই এগিয়ে মোহনবাগান ৷ 17 মিনিটের মাথায় দুরন্ত ভলিতে গোল হেক্টর ইউস্তের ৷ 39 মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করতে ব্যর্থ বেঙ্গালুরু এফসি ৷ সোজাসুজি বারে গিয়ে লাগল সুনীল ছেত্রীর স্পটকিক ৷ ফলে হাফটাইমে এগিয়ে মোহনবাগান ৷

গুরুত্বপূর্ণ ম্যাচে চোট-আঘাত এবং অসুস্থতার সমস্যা রয়েছে । কার্ড সমস্যায় দীপক টাঙরি নেই । কবে ডাগ-আউটে ফিরবেন আন্তোনিও লোপেজ হাবাস, তা কেউ হলফ করে বলতে পারছেন না । সূত্রের খবর, নিউমোনিয়া হয়েছে বাগান কোচের । চেন্নাই ম্যাচে তাঁর অনুপস্থিতি মালুম হয়েছে ।পঞ্জাব এফসির বিরুদ্ধে জিতলেও পরিচিত দাপট দেখা যায়নি । ফলে কান্তিরাভায় বাগানের কাজটা খানিক কঠিন ।

ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ডের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছে মুম্বই । এক ম্যাচ বেশি খেলে বাগানের সঙ্গে পাঁচ পয়েন্টের পার্থক্য । ফলে শেষ দু’ম্যাচে ছ’পয়েন্ট না পেলে লিগ শিল্ড অধরাই থাকবে ৷ 2014-15 মরশুমে এই কান্তিরাভা থেকেই আই লিগ জিতে ফিরেছিল বাগান ৷ পিছিয়ে পড়েও বেলো রজ্জাকের গোলে ভারতসেরা হয়েছিল জাতীয় ক্লাব ৷ সেখানেই দশম আইএসএল লিগ শিল্ড ঘরে তুলতে প্রাথমিক কাজটা সেরে ফেলতে মরিয়া গঙ্গাপাড়ের ক্লাব ৷

আরও পড়ুন:

  1. বাগানের ম্যাচের ঘণ্টাখানেক আগেই আইএসএল ফাইনালের দিন ঘোষণা
  2. সুপার কাপের ঝাঁঝ উধাও, ইস্টবেঙ্গলের লজ্জা বাড়াল ‘সফলতম’ আইএসএল

বেঙ্গালুরু, 11 এপ্রিল: মুম্বই সিটি এফসির জয়ে চাপে মোহনবাগান সুপার জায়ান্ট । আইএসএল লিগ শিল্ড জয়ে টিকে থাকতে বেঙ্গালুরু এফসিকে হারাতেই হবে । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 21 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি সবার ওপরে । 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাগান । ‘ডু অর ডাই’ ম্যাচে শুরুতেই এগিয়ে মোহনবাগান ৷ 17 মিনিটের মাথায় দুরন্ত ভলিতে গোল হেক্টর ইউস্তের ৷ 39 মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করতে ব্যর্থ বেঙ্গালুরু এফসি ৷ সোজাসুজি বারে গিয়ে লাগল সুনীল ছেত্রীর স্পটকিক ৷ ফলে হাফটাইমে এগিয়ে মোহনবাগান ৷

গুরুত্বপূর্ণ ম্যাচে চোট-আঘাত এবং অসুস্থতার সমস্যা রয়েছে । কার্ড সমস্যায় দীপক টাঙরি নেই । কবে ডাগ-আউটে ফিরবেন আন্তোনিও লোপেজ হাবাস, তা কেউ হলফ করে বলতে পারছেন না । সূত্রের খবর, নিউমোনিয়া হয়েছে বাগান কোচের । চেন্নাই ম্যাচে তাঁর অনুপস্থিতি মালুম হয়েছে ।পঞ্জাব এফসির বিরুদ্ধে জিতলেও পরিচিত দাপট দেখা যায়নি । ফলে কান্তিরাভায় বাগানের কাজটা খানিক কঠিন ।

ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ডের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছে মুম্বই । এক ম্যাচ বেশি খেলে বাগানের সঙ্গে পাঁচ পয়েন্টের পার্থক্য । ফলে শেষ দু’ম্যাচে ছ’পয়েন্ট না পেলে লিগ শিল্ড অধরাই থাকবে ৷ 2014-15 মরশুমে এই কান্তিরাভা থেকেই আই লিগ জিতে ফিরেছিল বাগান ৷ পিছিয়ে পড়েও বেলো রজ্জাকের গোলে ভারতসেরা হয়েছিল জাতীয় ক্লাব ৷ সেখানেই দশম আইএসএল লিগ শিল্ড ঘরে তুলতে প্রাথমিক কাজটা সেরে ফেলতে মরিয়া গঙ্গাপাড়ের ক্লাব ৷

আরও পড়ুন:

  1. বাগানের ম্যাচের ঘণ্টাখানেক আগেই আইএসএল ফাইনালের দিন ঘোষণা
  2. সুপার কাপের ঝাঁঝ উধাও, ইস্টবেঙ্গলের লজ্জা বাড়াল ‘সফলতম’ আইএসএল
Last Updated : Apr 11, 2024, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.