ETV Bharat / sports

স্টুয়ার্ট নেই, কেরালা ম্যাচের আগে চাপে মোহনবাগান - MOHUN BAGAN

হাঁটুর চোটে কাবু স্টুয়ার্টকে বাইরে রেখে দল সাজাচ্ছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । প্রথম একাদশে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন ।

Mohun Bagan Super Giant
স্টুয়ার্টকে বাইরে রেখে দল সাজাচ্ছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 14, 2024, 3:02 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: মোহনবাগান ফুটবলাররা প্রস্তুতিতে নামার আগে সাজঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছেন । হঠাৎই বেরিয়ে আসলেন গ্রেগ স্টুয়ার্ট । লোহার বেড়ার এপারে উৎসুক চোখে হাজির সবুজ-মেরুন সমর্থকরা । স্কটিশ মিডফিল্ডারকে দেখেই চিৎকার একটা সই বা একটা সেলফির জন্য। হতাশ করেননি গ্রেগ স্টুয়ার্ট ।

তাঁর বাঁ-পায়ের পাস বা শট বিপক্ষের দুঃস্বপ্ন । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিনিই হতে পারতেন হোসে মোলিনার নিউক্লিয়াস । কিন্তু হাঁটুর চোটে কাবু স্টুয়ার্টকে বাইরে রেখে দল সাজাচ্ছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । আসলে স্টুয়ার্টকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন মোহনবাগান সুপার জায়ান্ট । জয়ের হ‌্যাটট্রিক করে আইএসএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে মোহনবাগান । কিন্তু সুখের সংসারেও খচখচ করছে কাঁটা । গত দু’দিনে প্রায় পুরো সময়টা সাইডলাইনেই কাটিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট । জানা যাচ্ছে, তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি । তাই প্রথম একাদশে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম‌্যাকলারেন ।

Mohun Bagan Super Giant
প্রথম একাদশে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন (ইটিভি ভারত)

রক্ষণে ফিরছেন শুভাশিস বসু এবং আলবার্তো রদ্রিগেজ । তাই দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ান হয়তো শুরু করছেন না । দলে একাধিক বিকল্প । যারা প্রত্যেকেই নিজেদের দিনে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন । দলের মধ্যে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা মোলিনার কাজ কঠিন করলেও তা তিনি উপভোগ করছেন । বাগানের হেডস্যরের কথায়, “আমার দলে প্রতিটি ফুটবলারই যোগ্য । তাই প্রথম একাদশে কারা খেলবেন তা এখনই বলা কঠিন । শেষ মিনিট পর্যন্ত দেখার পরেই বলতে পারব । আমার দলে প্রতিযোগিতা বেশি বলেই আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই ৷” শক্তিশালী ডাগ-আউট । দল জয়ের সরণিতে তরতর করে দৌড়চ্ছে । তারপরেও প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স নিয়ে সতর্ক সবুজ-মেরুন হেডস্যর ।

আরও পড়ুন

কলকাতা, 14 ডিসেম্বর: মোহনবাগান ফুটবলাররা প্রস্তুতিতে নামার আগে সাজঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছেন । হঠাৎই বেরিয়ে আসলেন গ্রেগ স্টুয়ার্ট । লোহার বেড়ার এপারে উৎসুক চোখে হাজির সবুজ-মেরুন সমর্থকরা । স্কটিশ মিডফিল্ডারকে দেখেই চিৎকার একটা সই বা একটা সেলফির জন্য। হতাশ করেননি গ্রেগ স্টুয়ার্ট ।

তাঁর বাঁ-পায়ের পাস বা শট বিপক্ষের দুঃস্বপ্ন । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিনিই হতে পারতেন হোসে মোলিনার নিউক্লিয়াস । কিন্তু হাঁটুর চোটে কাবু স্টুয়ার্টকে বাইরে রেখে দল সাজাচ্ছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । আসলে স্টুয়ার্টকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন মোহনবাগান সুপার জায়ান্ট । জয়ের হ‌্যাটট্রিক করে আইএসএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে মোহনবাগান । কিন্তু সুখের সংসারেও খচখচ করছে কাঁটা । গত দু’দিনে প্রায় পুরো সময়টা সাইডলাইনেই কাটিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট । জানা যাচ্ছে, তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি । তাই প্রথম একাদশে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম‌্যাকলারেন ।

Mohun Bagan Super Giant
প্রথম একাদশে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন (ইটিভি ভারত)

রক্ষণে ফিরছেন শুভাশিস বসু এবং আলবার্তো রদ্রিগেজ । তাই দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ান হয়তো শুরু করছেন না । দলে একাধিক বিকল্প । যারা প্রত্যেকেই নিজেদের দিনে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন । দলের মধ্যে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা মোলিনার কাজ কঠিন করলেও তা তিনি উপভোগ করছেন । বাগানের হেডস্যরের কথায়, “আমার দলে প্রতিটি ফুটবলারই যোগ্য । তাই প্রথম একাদশে কারা খেলবেন তা এখনই বলা কঠিন । শেষ মিনিট পর্যন্ত দেখার পরেই বলতে পারব । আমার দলে প্রতিযোগিতা বেশি বলেই আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই ৷” শক্তিশালী ডাগ-আউট । দল জয়ের সরণিতে তরতর করে দৌড়চ্ছে । তারপরেও প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স নিয়ে সতর্ক সবুজ-মেরুন হেডস্যর ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.