ETV Bharat / sports

নেই টিভি সম্প্রচার, দেখাবে না জিও সিনেমাও; বুধে মোহনবাগানের এসিএল-2 ম্যাচ দেখবেন কোথায়? - MOHUN BAGAN IN ACL 2 ACTION - MOHUN BAGAN IN ACL 2 ACTION

MOHUN BAGAN VS RAVSHAN KULOB: আইএসএলের মত জিও সিনেমা অ্যাপে সম্প্রচার হবে না মোহবাগানের এসিএল-2 ম্যাচ ৷ দেখাবে না হটস্টার কিংবা সোনি লিভ অ্যাপেও ৷ এদিকে নেই টিভি সম্প্রচারও ৷ তবু রভশন ক্লাবের বিরুদ্ধে ম্য়াচের লাইভ স্ট্রিমিং সহজেই উপভোগ করতে পারবেন সবুজ-মেরুন জনতা ৷ কীভাবে জানুন ৷

mohun bagan super giant
মোহনবাগানের আইএসএল ম্যাচের একটি দৃশ্য (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 17, 2024, 12:18 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: আইএসএলের মাঝেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-2'তে বুধবার অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ মহাদেশীয় প্রতিযোগিতায় অপেক্ষাকৃত কঠিন গ্রুপেই পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ আগামিকাল ঘরের মাঠে প্রথম লেগে তাজিকিস্তানের রভশন ক্লাবের মুখোমুখি হবে হোসে মোলিনা ব্রিগেড ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবার সন্ধেয় অনুষ্ঠিত হবে ম্য়াচ ৷ টেলিভিশন সম্প্রচার না-থাকলেও ম্যাচে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন অনুরাগীরা ৷

সবুজ-মেরুনের গ্রুপে আর কারা: নয়া ফরম্যাটে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2'তে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা 32 ৷ গ্রুপে এ-তে মোহনবাগানের প্রতিপক্ষ তাজিকিস্তানের রভশন ক্লাব ছাড়া বাকি দুই ক্লাব হল কাতারের আল-ওয়াকরাহ স্পোর্টস ক্লাব এবং আজারবাইজানের ট্র্য়াক্টর এফসি ৷ হোম-অ্যাওয়ে ভিত্তিতে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রুপ পর্বে 6টি ম্যাচ খেলবে মোহনবাগান ৷ শীর্ষস্থানে থাকা দু'টি ক্লাব পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে ৷

কীভাবে এসিএল-2'তে যোগ্যতা অর্জন সবুজ-মেরুনের: গতবছর ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জয়ের সুবাদে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান ৷ অন্যদিকে সবুজ-মেরুনের প্রতিপক্ষ রভশন ক্লাব 2023 তাজিকিস্তান হায়ার লিগে রানার্স হওয়ার দরুণ জায়গা করে নিয়েছে এই মহাদেশীয় প্রতিযোগিতায় ৷

মহাদেশীয় প্রতিযোগিতায় ভারতের অন্য ক্লাব: সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ ছিল এসিএল-2 খেলার ৷ কিন্তু যোগ্যতা অর্জন পর্বে তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসিরের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করে তাঁরা ৷ যদিও চলতি মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করবে লাল-হলুদ ৷

কখন শুরু মোহনবাগানের ম্যাচ: বুধবার সন্ধে সাড়ে 7টায় শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম রভশন ক্লাবের দ্বৈরথ ৷

কোথায় দেখাবে ম্যাচ: সবুজ-মেরুন জনতা প্রিয় ক্লাবের ম্যাচ দেখতে পাবেন 'ফ্যানকোড' অ্যাপ এবং ওয়েবসাইটে ৷ ভারতে এই ম্যাচের টেলিভিশন সম্প্রচারের কোনও ব্যবস্থা নেই ৷

কলকাতা, 17 সেপ্টেম্বর: আইএসএলের মাঝেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-2'তে বুধবার অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ মহাদেশীয় প্রতিযোগিতায় অপেক্ষাকৃত কঠিন গ্রুপেই পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ আগামিকাল ঘরের মাঠে প্রথম লেগে তাজিকিস্তানের রভশন ক্লাবের মুখোমুখি হবে হোসে মোলিনা ব্রিগেড ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবার সন্ধেয় অনুষ্ঠিত হবে ম্য়াচ ৷ টেলিভিশন সম্প্রচার না-থাকলেও ম্যাচে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন অনুরাগীরা ৷

সবুজ-মেরুনের গ্রুপে আর কারা: নয়া ফরম্যাটে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2'তে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা 32 ৷ গ্রুপে এ-তে মোহনবাগানের প্রতিপক্ষ তাজিকিস্তানের রভশন ক্লাব ছাড়া বাকি দুই ক্লাব হল কাতারের আল-ওয়াকরাহ স্পোর্টস ক্লাব এবং আজারবাইজানের ট্র্য়াক্টর এফসি ৷ হোম-অ্যাওয়ে ভিত্তিতে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রুপ পর্বে 6টি ম্যাচ খেলবে মোহনবাগান ৷ শীর্ষস্থানে থাকা দু'টি ক্লাব পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে ৷

কীভাবে এসিএল-2'তে যোগ্যতা অর্জন সবুজ-মেরুনের: গতবছর ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জয়ের সুবাদে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান ৷ অন্যদিকে সবুজ-মেরুনের প্রতিপক্ষ রভশন ক্লাব 2023 তাজিকিস্তান হায়ার লিগে রানার্স হওয়ার দরুণ জায়গা করে নিয়েছে এই মহাদেশীয় প্রতিযোগিতায় ৷

মহাদেশীয় প্রতিযোগিতায় ভারতের অন্য ক্লাব: সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ ছিল এসিএল-2 খেলার ৷ কিন্তু যোগ্যতা অর্জন পর্বে তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসিরের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করে তাঁরা ৷ যদিও চলতি মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করবে লাল-হলুদ ৷

কখন শুরু মোহনবাগানের ম্যাচ: বুধবার সন্ধে সাড়ে 7টায় শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম রভশন ক্লাবের দ্বৈরথ ৷

কোথায় দেখাবে ম্যাচ: সবুজ-মেরুন জনতা প্রিয় ক্লাবের ম্যাচ দেখতে পাবেন 'ফ্যানকোড' অ্যাপ এবং ওয়েবসাইটে ৷ ভারতে এই ম্যাচের টেলিভিশন সম্প্রচারের কোনও ব্যবস্থা নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.