কল্যাণী, 11 অগস্ট: জিতলেই সুযোগ ছিল প্রথম চারে ঢুকে পড়ার ৷ কিন্তু রবিবাসরীয় কল্যাণীতে কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে 2-1 গোলে হেরে বসল মোহনবাগান সুপার জায়ান্ট। জর্জের হয়ে জোড়া গোল অমিত এক্কার। পেনাল্টি থেকে মোহনবাগানের একমাত্র গোল সেরটোর। এই হারের ফলে সবুজ-মেরুন ব্রিগেডের সুপার সিক্সে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে গেল বৈকি। অন্যদিকে সুযোগ বেঁচে রইল জর্জ টেলিগ্রাফের সামনে।
গত দু'ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর মনে হয়েছিল মোহনবাগান বুঝি কল্যাণীতে জর্জ টেলিগ্রাফকে ধরাশায়ী করবে। কিন্তু এদিন শুরু থেকেই ব্রিগেড রবিবার প্রথম থেকেই ব্যাকফুটে। প্রথম 20 মিনিট প্রতিপক্ষের প্রেসিং ফুটবলের সামনে দাঁড়াতেই পারেননি সালাউদ্দিন, ফারদিন আলি মোল্লা, টাইসন সিংরা ৷ 29 মিনিটে পেনাল্টি থেকে বাগানের এগিয়ে যাওয়া ছিল খেলার গতির বিরুদ্ধে। গোলের ধাক্কা সরিয়ে ম্যাচে ফিরতে সময় লাগে জর্জের। এই সময় বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে সবুজ-মেরুন। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি কার্ডোজার ছেলেরা ৷
বিরতির পর শুরু থেকেই প্রতি-আক্রমণে মোহনবাগান রক্ষণকে অস্বস্তিতে ফেলতে থাকে জর্জ। এই সময় সুমিত রাঠি, রাজ বাসফোর, আমনদীপরা একের পর এক ভুল করতে থাকেন। ফলে জর্জ টেলিগ্রাফের কাজটা সহজ হয়ে যায়। অসাধারণ পারফরম্যান্স মেলে ধরেন অমিত এক্কা। 54 এবং 57 মিনিটে তাঁর জোড়া গোলের ধাক্কাতেই ডোবে পালতোলা নৌকা। যা বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ সবুজ-মেরুন ফুটবলাররা। বরং জর্জ টেলিগ্রাফ ব্যবধান বাড়ানোর জায়গায় চলে গিয়েছিল। কিন্তু শেষমেশ 1-2 গোলে হেরে মাঠ ছাড়তে হয় বাগানকে ৷
Lessons to take back home. #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/UZo9r6kNRa
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 11, 2024
এই হারের ফলে মোহনবাগান 8 ম্য়াচ খেলে 12 পয়েন্টে আটকে রইল। কোচ কার্ডোজা জানালেন, ফুটবলারদের বোঝাপড়ার অভাবেই এই হার। একইসঙ্গে তিনি নিশ্চিত দল ভুলত্রুটি শুধরে ঘুরে দাঁড়াবে এবং শেষ ছয়ে জায়গা করে নেবে।