ETV Bharat / sports

জিতেও তৃপ্ত নন মোলিনা, লিগ শিল্ডের ভাবনা শুরু বাগানে - ISL 2024 25

পিছিয়ে পড়েও থ্রিলার জয় ৷ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে নয়া ভাবনা শুরু বাগানে ৷ যদিও কেরালা ম্যাচে দলের খেলায় খুশি নন মোলিনা ৷

MBSG vs KBFC
গোলমুখী শট দিমিত্রি পেত্রাতোসের (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

কলকাতা, 15 ডিসেম্বর: স্বপ্নেও যা ভাবতে পারেনি সবুজ-মেরুন জনতা, শনিবারের যুবভারতীতে ঠিক সেটাই করে দেখিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ গতকাল ম্যাচের সংযুক্তি সময়ে ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজের দূরপাল্লার ভলি কেরালা ব্লাস্টার্সের জালে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে সবুজ-মেরুন ৷ আর 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে ব্লাস্টার্স 'বধে'র পরেই টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের ভাবনা ঢুকে পড়েছে বাগান শিবিরে ৷

দ্বিতীয়স্থানে বেঙ্গালুরু এফসি'র এক ম্যাচ বেশি খেলে দু'পয়েন্ট কম ৷ এমতাবস্থায় শিবিরে শিল্ড জয়ের ভাবনা ঢুকে পড়াটাই স্বাভাবিক ৷ চলতি আইএসএলে সবুজ-মেরুনের খেলায় যে দাপট, তা ক্রমেই দুঃস্বপ্ন হয়ে উঠেছে অন্য়ান্য দলগুলোর কাছে ৷ শনিবারও যুবভারতীতে এগিয়ে গিয়ে ম্যাচ হাতছাড়া করেছে ব্লাস্টার্স ব্রিগেড ৷ এদিন ঘরের মাঠে থ্রিলার জয়ের আনন্দে বড় ঘোষণাও করে ফেলেছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ হায়দরাবাদের বিরুদ্ধে বাগানের পরবর্তী হোম ম্যাচের টিকিট নিখরচায় সমর্থকদের দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ তবে কোচ হোসে মোলিনার লক্ষ্য পরবর্তী গোয়া ম্যাচ ৷

শনিবার জয়ের পর হোসে মোলিনা জানালেন, সামনে এখন গোয়া ম্যাচ; তাই এই ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবছি না। নোয়া সাদোয়িদের বিরুদ্ধে শেষ মিনিটে আলবার্তোর গোলের ঘোরে ছিলেন বাগান কোচও ৷ বিস্মিত মোলিনা বলেন, "আলবার্তো সবাইকে চমকে দিয়েছে। দারুন ফিনিশ করেছে ও। ওর জন্য এবং দলের জন্য আমি খুশি। তবে বেশি খুশি দলের লড়াকু মনোভাব দেখে। আমাদের সৌভাগ্য যে আমরা আজ জিততে পেরেছি ৷"

তবে দলের খেলায় খুশি নন মোলিনা ৷ বাগান কোচ বলেন, "ম্যাচের ফলে আমি খুশি। কিন্তু আমরা আজ ভালো খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে ৷" আর যাঁর গোলে জয় এসেছে সেই আলবার্তো বলছেন, "শুরুতে আমার খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ, আমি কাউকে জানতাম না। তাদের খেলার ধরন অজানা ছিল। এখন সবাই সবাইকে চিনি। একটা পরিবারের মত হয়ে উঠেছি। দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"

আরও পড়ুন:

কলকাতা, 15 ডিসেম্বর: স্বপ্নেও যা ভাবতে পারেনি সবুজ-মেরুন জনতা, শনিবারের যুবভারতীতে ঠিক সেটাই করে দেখিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ গতকাল ম্যাচের সংযুক্তি সময়ে ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজের দূরপাল্লার ভলি কেরালা ব্লাস্টার্সের জালে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে সবুজ-মেরুন ৷ আর 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে ব্লাস্টার্স 'বধে'র পরেই টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের ভাবনা ঢুকে পড়েছে বাগান শিবিরে ৷

দ্বিতীয়স্থানে বেঙ্গালুরু এফসি'র এক ম্যাচ বেশি খেলে দু'পয়েন্ট কম ৷ এমতাবস্থায় শিবিরে শিল্ড জয়ের ভাবনা ঢুকে পড়াটাই স্বাভাবিক ৷ চলতি আইএসএলে সবুজ-মেরুনের খেলায় যে দাপট, তা ক্রমেই দুঃস্বপ্ন হয়ে উঠেছে অন্য়ান্য দলগুলোর কাছে ৷ শনিবারও যুবভারতীতে এগিয়ে গিয়ে ম্যাচ হাতছাড়া করেছে ব্লাস্টার্স ব্রিগেড ৷ এদিন ঘরের মাঠে থ্রিলার জয়ের আনন্দে বড় ঘোষণাও করে ফেলেছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ হায়দরাবাদের বিরুদ্ধে বাগানের পরবর্তী হোম ম্যাচের টিকিট নিখরচায় সমর্থকদের দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ তবে কোচ হোসে মোলিনার লক্ষ্য পরবর্তী গোয়া ম্যাচ ৷

শনিবার জয়ের পর হোসে মোলিনা জানালেন, সামনে এখন গোয়া ম্যাচ; তাই এই ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবছি না। নোয়া সাদোয়িদের বিরুদ্ধে শেষ মিনিটে আলবার্তোর গোলের ঘোরে ছিলেন বাগান কোচও ৷ বিস্মিত মোলিনা বলেন, "আলবার্তো সবাইকে চমকে দিয়েছে। দারুন ফিনিশ করেছে ও। ওর জন্য এবং দলের জন্য আমি খুশি। তবে বেশি খুশি দলের লড়াকু মনোভাব দেখে। আমাদের সৌভাগ্য যে আমরা আজ জিততে পেরেছি ৷"

তবে দলের খেলায় খুশি নন মোলিনা ৷ বাগান কোচ বলেন, "ম্যাচের ফলে আমি খুশি। কিন্তু আমরা আজ ভালো খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে ৷" আর যাঁর গোলে জয় এসেছে সেই আলবার্তো বলছেন, "শুরুতে আমার খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ, আমি কাউকে জানতাম না। তাদের খেলার ধরন অজানা ছিল। এখন সবাই সবাইকে চিনি। একটা পরিবারের মত হয়ে উঠেছি। দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.