হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: গত বছর পুরো বিশ্বকাপটাই গোড়ালির চোট নিয়ে খেলেছিলেন মহম্মদ শামি ৷ তারপর থেকেই ক্রিকেট থেকে বাইরে রয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় পেস বোলার ৷ সম্প্রতি বিসিসিআই জানিয়েছিল, শামি আইপিএলেও খেলতে পারবেন না ৷ এবার শামির সেই চোট পাওয়া গোড়ালির অস্ত্রোপচার হল ৷ ভারতীয় সময় সোমবার রাতে সফল অস্ত্রোপচারের খবর জানিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার ৷
শামি জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও তাঁর পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে বেশ কিছুটা সময় লাগবে ৷ তিনি লিখেছেন, "সবে মাত্র আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনের সফল অস্ত্রোপচার হয়েছে ! সুস্থ হতে কিছুটা সময় লাগবে ৷ তবে, আবারও নিজের পায়ে উঠে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছি ৷" মহম্মদ শামির অস্ত্রোপচারের খবর বেশ কয়েকমাস ধরেই চলছিল ৷ কিন্তু, কবে সেই অস্ত্রোপচার হবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে ৷
প্রসঙ্গত, আরেক ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায়, লন্ডনের হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল ৷ সেই সময় শামিরও অস্ত্রোপচার হতে পারে বলে জানা গিয়েছিল ৷ কিন্তু, বোর্ডের তরফে সেই সম্ভাবনাকে খারিজ করে দেওয়া হয় ৷ কিন্তু, দীর্ঘ সময় হয়ে গেলেও চোট থেকে সেরে উঠছিলেন না গত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ৷ গত সপ্তাহে ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, চোটের কারণে শামি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলবেন না ৷
এরপরেই ভারতীয় পেসারকে অস্ত্রোপচারের জন্য লন্ডন পাঠায় ভারতীয় বোর্ড ৷ উল্লেখ্য, ডিসেম্বর-জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে প্রাথমিক দলে নাম থাকলেও, এই চোটের কারণেই বাদ পড়েন ৷ এমনকি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজেও খেলতে পারেননি ৷ অবশেষে তাঁর চোটের সফল অস্ত্রোপচার হয়েছে ৷ তবে প্রশ্ন, জুন মাসে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের আগে তিনি ম্যাচ ফিট হতে পারবেন কি ! সেটা সময়ই বলবে ৷
ছবি সূত্র- মহম্মদ শামির এক্স অ্যাকাউন্ট
আরও পড়ুন: