ETV Bharat / sports

সাবালেঙ্কার দৌড় থামিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিজ - AUSTRALIAN OPEN 2025

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নয়া চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ ৷ প্রথম গ্র্যান্ড স্ল্যাম এল মার্কিনীর ঝুলিতে ৷

MADISON KEYS
খেতাব হাতে ম্যাডিসন কিজ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 25, 2025, 4:29 PM IST

Updated : Jan 25, 2025, 5:04 PM IST

মেলবোর্ন, 25 জানুয়ারি: মার্টিনা হিঙ্গিসের নজির ছোঁয়া হল না আরিনা সাবালেঙ্কার ৷ বেলারুশ কন্য়াকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নয়া রানি ম্যাডিসন কিজ ৷ শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে গত দু'বারের চ্যাম্পিয়নকে 6-3, 2-6, 7-5 সেটে হারালেন কিজ ৷ সেইসঙ্গে প্রথম গ্র্য়ান্ড স্ল্যামের স্বাদ পেলেন মার্কিনী ৷

গত দু'বছরের পর এবারেও ফাইনালে পৌঁছে হিঙ্গিসের টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নজির ছোঁয়ার হাতছানি ছিল সাবালেঙ্কার সামনে ৷ 1997-99 শেষবার এই কীর্তি গড়েছিলেন হিঙ্গিস ৷ কিন্তু দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে সাবালেঙ্কাকে সেই নজির থেকে বঞ্চিত করলেন কিজ ৷ দু'ঘণ্টার সামান্য বেশি সময়ের তুল্যমূল্য লড়াইয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনের তাজ বস কিজের মাথায় ৷ এদিন শুরু থেকেই সর্বশক্তি প্রয়োগ করেন কিজ ৷ প্রথম থেকে কিছুই যেন ঠিকঠাক হচ্ছিল না বিশ্বের পয়লা নম্বর সাবালেঙ্কার ৷

ARYNA SABALENKA
এভাবেই বারবার হতাশা ব্যক্ত করলেন সাবালেঙ্কা (AP Photo)

আর সেই সুযোগকে কাজে লাগিয়েই প্রথম সেটে সহজ জয় তুলে নেন ম্য়াডিসন কিজ ৷ যিনি বিশ্বের দু'নম্বর ইগা শিয়নটেককে পরাস্ত করেছিলেন শেষ চারের লড়াইয়ে ৷ এদিন প্রথম সেটের ফলাফল কিজের পক্ষে 6-3 ৷ তবে দ্বিতীয় সেটে প্রত্যাঘাত ছুড়ে দেন সাবালেঙ্কা ৷ প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড় করিয়ে 6-2 ব্যবধানে দ্বিতীয় সেট নিজের নামে করেন বেলারুশের প্লেয়ার ৷ এরপর টানটান তৃতীয় তথা নির্ণায়ক সেটের অপেক্ষায় ছিলেন রড লেভার এরিনার দর্শক ৷

তাঁদের নিরাশ করেননি দুই ফাইনালিস্ট ৷ কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েননি তৃতীয় সেটে ৷ তবে কাউকে জিততেই হত, আর তাই শেষবেলায় সাবালেঙ্কাকে ছাপিয়ে গেলেন কিজ ৷ পাঁচটি ডাবল ফল্ট, 33টি আনফোর্সড এরর করে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম থেকে এদিন পিছু হটলেন সাবালেঙ্কা ৷ অন্যদিকে তৃতীয় সেটে 3-4 ব্যবধানে পিছিয়ে থেকেও বাজিমাত করে গেলেন প্রতিযোগিতার 19তম বাছাই ৷ 2015 ফ্লাভিয়া পেনেত্তার পর সবচেয়ে বেশি বয়সে (সার্বিকভাবে চতুর্থ) গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন মার্কিন-কন্য়া ৷ দশ বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনে 33 বছর বয়সে খেতাব জিতেছিলেন ইতালির পেনেত্তার ৷ কিজ জিতলেন 29 বছর বয়সে ৷

আরও পড়ুন:

মেলবোর্ন, 25 জানুয়ারি: মার্টিনা হিঙ্গিসের নজির ছোঁয়া হল না আরিনা সাবালেঙ্কার ৷ বেলারুশ কন্য়াকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নয়া রানি ম্যাডিসন কিজ ৷ শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে গত দু'বারের চ্যাম্পিয়নকে 6-3, 2-6, 7-5 সেটে হারালেন কিজ ৷ সেইসঙ্গে প্রথম গ্র্য়ান্ড স্ল্যামের স্বাদ পেলেন মার্কিনী ৷

গত দু'বছরের পর এবারেও ফাইনালে পৌঁছে হিঙ্গিসের টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নজির ছোঁয়ার হাতছানি ছিল সাবালেঙ্কার সামনে ৷ 1997-99 শেষবার এই কীর্তি গড়েছিলেন হিঙ্গিস ৷ কিন্তু দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে সাবালেঙ্কাকে সেই নজির থেকে বঞ্চিত করলেন কিজ ৷ দু'ঘণ্টার সামান্য বেশি সময়ের তুল্যমূল্য লড়াইয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনের তাজ বস কিজের মাথায় ৷ এদিন শুরু থেকেই সর্বশক্তি প্রয়োগ করেন কিজ ৷ প্রথম থেকে কিছুই যেন ঠিকঠাক হচ্ছিল না বিশ্বের পয়লা নম্বর সাবালেঙ্কার ৷

ARYNA SABALENKA
এভাবেই বারবার হতাশা ব্যক্ত করলেন সাবালেঙ্কা (AP Photo)

আর সেই সুযোগকে কাজে লাগিয়েই প্রথম সেটে সহজ জয় তুলে নেন ম্য়াডিসন কিজ ৷ যিনি বিশ্বের দু'নম্বর ইগা শিয়নটেককে পরাস্ত করেছিলেন শেষ চারের লড়াইয়ে ৷ এদিন প্রথম সেটের ফলাফল কিজের পক্ষে 6-3 ৷ তবে দ্বিতীয় সেটে প্রত্যাঘাত ছুড়ে দেন সাবালেঙ্কা ৷ প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড় করিয়ে 6-2 ব্যবধানে দ্বিতীয় সেট নিজের নামে করেন বেলারুশের প্লেয়ার ৷ এরপর টানটান তৃতীয় তথা নির্ণায়ক সেটের অপেক্ষায় ছিলেন রড লেভার এরিনার দর্শক ৷

তাঁদের নিরাশ করেননি দুই ফাইনালিস্ট ৷ কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েননি তৃতীয় সেটে ৷ তবে কাউকে জিততেই হত, আর তাই শেষবেলায় সাবালেঙ্কাকে ছাপিয়ে গেলেন কিজ ৷ পাঁচটি ডাবল ফল্ট, 33টি আনফোর্সড এরর করে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম থেকে এদিন পিছু হটলেন সাবালেঙ্কা ৷ অন্যদিকে তৃতীয় সেটে 3-4 ব্যবধানে পিছিয়ে থেকেও বাজিমাত করে গেলেন প্রতিযোগিতার 19তম বাছাই ৷ 2015 ফ্লাভিয়া পেনেত্তার পর সবচেয়ে বেশি বয়সে (সার্বিকভাবে চতুর্থ) গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন মার্কিন-কন্য়া ৷ দশ বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনে 33 বছর বয়সে খেতাব জিতেছিলেন ইতালির পেনেত্তার ৷ কিজ জিতলেন 29 বছর বয়সে ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 25, 2025, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.