ETV Bharat / sports

আরও জমাট হল মাঝমাঠ, দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে মাদিহ তালাল - Madih Talal joins East Bengal - MADIH TALAL JOINS EAST BENGAL

East Bengal signs Madih Talal: গত চারবছরের তুলনায় সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷ হিজাজি, ক্রেসপো, ক্লেইটন, দিয়ামান্তাকোসের পর পঞ্চম বিদেশি হিসেবে যোগ দিলেন মাদিহ তালাল ৷ তিনি আসায় আরও জমাট হল লাল-হলুদের মাঝমাঠ ৷

Madih Talal joins East Bengal
মাদিহ তালাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 3:22 PM IST

কলকাতা, 27 জুন: দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ডেভিড লালহ্লানসাঙ্গার সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল । হিজাজি মাহের, সউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছে । এবার জল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম বিদেশি হিসেবে পঞ্জাব এফসি-র আক্রমণাত্মক মিডফিল্ডার মাদিহ তালাল দু’বছরের চুক্তিতে লাল-হলুদে যোগ দিলেন। 2025-26 মরশুম পর্যন্ত তিনি লাল-হলুদে খেলবেন। গত আইএসএলে অ্যাসিস্টের তালিকায় শীর্ষে ছিলেন ফরাসি মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর একটি গোল রয়েছে। তিনি দলে আসায় লাল-হলুদের মাঝমাঠ আরও জমাট হওয়ার পাশাপাশি শক্তিশালী হল আক্রমণভাগও।

কোনও সন্দেহ নেই গত চারবছরের তুলনায় ইস্টবেঙ্গলের দল এখন সবচেয়ে বৈচিত্রপূর্ণ ৷ দিয়ামান্তাকোস, ক্লেইটন, ডেভিড, মহেশ নাওরেম সিং, নন্দকুমার সেকর, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং সিকে আমনের উপস্থিতিতে লাল-হলুদ আক্রমণভাগে এখন তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল ।

কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, ‘‘নিজের প্রথম আইএসএল মরশুমে যে ক’জন ফুটবলাররা প্রভাব ফেলেছেন, তাঁদের মধ্যে তালাল উপরের দিকে থাকবেন। তাঁর মেধা দলের আক্রমণভাগকে সমৃদ্ধ করবে ৷ সবথেকে বেশি অ্যাসিস্ট করার পাশাপাশি একাধিক গোলও করেছে। ওর কাছে অন্য আইএসএল ক্লাবের প্রস্তাব থাকলেও ও ইস্টবেঙ্গল ক্লাবকে বেছে নিয়েছে ৷ তালাল জানে এই নতুন ক্লাব কতটা গুরুত্বপূর্ণ ।’’
Madih Talal signs for East Bengal
দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে মাদিহ তালাল (ইস্টবেঙ্গল ক্লাব)

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত তালালও। ফরাসি ফুটবলার বলেন, ‘‘ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলর অবদান প্রচুর ৷ আমি সম্মানিত যে আমি এই ঐতিহ্যবাহী ক্লাবের অংশ হতে পেরেছি। নতুন সতীর্থ এবং দারুণ সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি ।’’

গত বছর অগস্টে ভারতীয় ফুটবলে পা রাখেন তালাল। পঞ্জাব এফসি-র হয়ে প্রতিটা আইএসএল ম্যাচেই মাঠে নেমেছেন ৷ সুপার কাপে খেলেছেন তিনটি ম্যাচে। মাঠে ছিলেন মোট 1910 মিনিট খেলেন 26 বছর বয়সি মিডফিল্ড জেনারেলের অ্যাসিস্টের সংখ্যা 10টি । গত মরশুমে 42টি ড্রিবল করেছেন, গোলের সুযোগ তৈরি করেছেন 57 বার । বলের ওপর নিয়ন্ত্রণ, গতি এবং ড্রিবলের ক্ষমতা তাঁকে ফোকাসে নিয়ে এসেছে । ভারতে আসার আগে মাদিহ তালাল ইউরোপের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন । ফ্রান্স, স্পেন ও গ্রিসে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

কলকাতা, 27 জুন: দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ডেভিড লালহ্লানসাঙ্গার সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল । হিজাজি মাহের, সউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছে । এবার জল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম বিদেশি হিসেবে পঞ্জাব এফসি-র আক্রমণাত্মক মিডফিল্ডার মাদিহ তালাল দু’বছরের চুক্তিতে লাল-হলুদে যোগ দিলেন। 2025-26 মরশুম পর্যন্ত তিনি লাল-হলুদে খেলবেন। গত আইএসএলে অ্যাসিস্টের তালিকায় শীর্ষে ছিলেন ফরাসি মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর একটি গোল রয়েছে। তিনি দলে আসায় লাল-হলুদের মাঝমাঠ আরও জমাট হওয়ার পাশাপাশি শক্তিশালী হল আক্রমণভাগও।

কোনও সন্দেহ নেই গত চারবছরের তুলনায় ইস্টবেঙ্গলের দল এখন সবচেয়ে বৈচিত্রপূর্ণ ৷ দিয়ামান্তাকোস, ক্লেইটন, ডেভিড, মহেশ নাওরেম সিং, নন্দকুমার সেকর, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং সিকে আমনের উপস্থিতিতে লাল-হলুদ আক্রমণভাগে এখন তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল ।

কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, ‘‘নিজের প্রথম আইএসএল মরশুমে যে ক’জন ফুটবলাররা প্রভাব ফেলেছেন, তাঁদের মধ্যে তালাল উপরের দিকে থাকবেন। তাঁর মেধা দলের আক্রমণভাগকে সমৃদ্ধ করবে ৷ সবথেকে বেশি অ্যাসিস্ট করার পাশাপাশি একাধিক গোলও করেছে। ওর কাছে অন্য আইএসএল ক্লাবের প্রস্তাব থাকলেও ও ইস্টবেঙ্গল ক্লাবকে বেছে নিয়েছে ৷ তালাল জানে এই নতুন ক্লাব কতটা গুরুত্বপূর্ণ ।’’
Madih Talal signs for East Bengal
দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে মাদিহ তালাল (ইস্টবেঙ্গল ক্লাব)

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত তালালও। ফরাসি ফুটবলার বলেন, ‘‘ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলর অবদান প্রচুর ৷ আমি সম্মানিত যে আমি এই ঐতিহ্যবাহী ক্লাবের অংশ হতে পেরেছি। নতুন সতীর্থ এবং দারুণ সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি ।’’

গত বছর অগস্টে ভারতীয় ফুটবলে পা রাখেন তালাল। পঞ্জাব এফসি-র হয়ে প্রতিটা আইএসএল ম্যাচেই মাঠে নেমেছেন ৷ সুপার কাপে খেলেছেন তিনটি ম্যাচে। মাঠে ছিলেন মোট 1910 মিনিট খেলেন 26 বছর বয়সি মিডফিল্ড জেনারেলের অ্যাসিস্টের সংখ্যা 10টি । গত মরশুমে 42টি ড্রিবল করেছেন, গোলের সুযোগ তৈরি করেছেন 57 বার । বলের ওপর নিয়ন্ত্রণ, গতি এবং ড্রিবলের ক্ষমতা তাঁকে ফোকাসে নিয়ে এসেছে । ভারতে আসার আগে মাদিহ তালাল ইউরোপের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন । ফ্রান্স, স্পেন ও গ্রিসে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.