বেঙ্গালুরু, 17 অক্টোবর: বৃষ্টির কারণে বুধবার দিনের পুরোটাই ঢাকা ছিল চিন্নাস্বামীর পিচ ৷ এমন পরিস্থিতিতে স্যাঁতসেঁতে বাইশ গজের সুবিধা নিয়ে বিপক্ষ ব্য়াটারদের উপর ছড়ি ঘোরাতে পারতেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু বৃহস্পতিবার চিন্নাস্বামীতে টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই নাক সিঁটকেছিলেন অনেকে ৷ আর ভারত ব্যাটে নামতেই চিন্নাস্বামীর বাইজ গজে আগুন ঝরালেন নিউজিল্যান্ড পেসাররা ৷ ম্যাট হেনরি, উইলিয়াম ও'রুরকেদের দাপটে 46 রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ সেইসঙ্গে ভারতের নামের সঙ্গে জুড়ে গেল একাধিক অবাঞ্ছিত রেকর্ড ৷
1. টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন স্কোরের নজির এদিন গড়ে ফেলল ভারতীয় দল ৷ প্রথম দুই সর্বনিম্ন স্কোর এসেছিল অ্যাডিলেডে (36) 2020 সালে ৷ ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এসেছিল লর্ডসে (42) 1974 সালে ৷
2. দেশের মাটিতে ভারতের তো বটেই, যে কোনও দলেরই টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর এটি ৷
3. এদিন কিউয়ি পেস অ্যাটাকের সামনে ভারতের প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে চারজনই (বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা) ফেরেন শূন্য রানে ৷ ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি ৷
A memorable bowling innings in Bengaluru! Matt Henry leading the charge with his fourth Test five-wicket bag (5-15) and his 100th Test wicket, alongside Will O'Rourke (4-22). Follow play LIVE in NZ on @skysportnz 📺 @SENZ_Radio 📻 LIVE scoring | https://t.co/uFGGD93qpi #INDvNZ pic.twitter.com/02wrrkqqo1
— BLACKCAPS (@BLACKCAPS) October 17, 2024
4. 36 বছরে প্রথমবার টেস্ট ক্রিকেটে কোনও দলের প্রথম আটজন ব্যাটারের পাঁচজন শূন্য রানে ফিরলেন ৷ সবমিলিয়ে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা ৷
5. এশিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে কোনও দলের সর্বনিম্ন স্কোর এটি ৷ এর আগে এশিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানের নজির ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ৷ ফয়জলাবাদ এবং শারজায় যথাক্রমে 1986 সাল ও 2002 সালে 53 রানে গুটিয়ে গিয়েছিল দু'দলের ইনিংস ৷