হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: মেজর লিগ সকারে আর মন নেই ৷ তাই ইন্টার মিয়ামি ছেড়ে পুরনো ক্লাবে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি ৷ আগামী বছর ডিসেম্বরে ডেভিড বেকহ্য়াম মালিকানাধীন ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্তাইন মহাতারকার ৷ তারপর আর চুক্তি পুনর্নবীকরন নয়, ফ্রি ফুটবলার হিসেবে ছোটবেলার ক্লাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি ৷ এমনটাই দাবি এক স্প্য়ানিশ সংবাদমাধ্যমের ৷
স্প্যানিশ সংবাদমাধ্যম এল ন্য়াশিওনালের তরফে প্রকাশিত খবরে জানানো হয়েছে, মেসি 2025 সালের ডিসেম্বরের পর ইন্টার মিয়ামি ছেড়ে বেরিয়ে আসতে বদ্ধপরিকর ৷ ফ্রি-ট্রান্সফারেই তিনিই অন্য ক্লাবে যাবেন বলে জানিয়েছে স্প্য়ানিশ সংবাদমাধ্যমটি ৷ ইন্টার মিয়ামি ছেড়ে গ্রহের অন্যতম সেরা ফুটবলার তাঁর ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরতে চান বলেও জানানো হয়েছে সেই রিপোর্টে ৷
GAME 🔛 🐐✨ pic.twitter.com/jffn9tnpx2
— Inter Miami CF (@InterMiamiCF) September 21, 2024
আর্জেন্তিনার নিউওয়েলস ওল্ড বয়েজে ছেলেবেলায় পাঁচ বছর কাটিয়েছেন লিও ৷ আগেও ছোটবেলার ক্লাবে পুনরায় ফিরে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন বছর সাঁইত্রিশের ফুটবলার ৷ স্প্যানিশ সংবাদমাধ্যমের রিপোর্টের পর জোরালো হল সেই সম্ভাবনা ৷ 2016 সালে এক স্প্যানিশ ম্য়াগাজিনকেই এই ইচ্ছের কথা জানিয়েছিলেন মেসি ৷
2022 কাতারের মাটিতে বিশ্বকাপ জয়ের পর গতবছর ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে অনুরাগীদের হতবাক করেছিলেন লিওনেল মেসি ৷ 2023 সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে আড়াই বছরের চুক্তিতে মেজর লিগ সকারের ক্লাবে নাম লিখিয়েছিলেন 'এলএম টেন' ৷ ইতিমধ্যে ইন্টার মিয়ামির হয়ে সবধরনের প্রতিযোগিতায় 32 ম্যাচ খেলেছেন 27টি গোল করে ফেলেছেন আর্জেন্তাইন ৷ চোট সারিয়ে দিনকয়েক আগে জেরার্ডো মার্টিনোর দলে প্রত্যাবর্তন করেছেন তিনি ৷ 30 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের (ইস্টার্ন কনফারেন্স) শীর্ষে মেসির ক্লাব ৷