ETV Bharat / sports

মেসির জোড়া গোল, ইতিহাসে দ্বিতীয় ট্রফি জিতল ইন্টার মিয়ামি - Inter Miami Bags Supporters Shield

Lionel Messi in Inter Miami: দুরন্ত লিওনেল মেসি ৷ গোল পেলেন লুইস সুয়ারেজও ৷ দুই বন্ধুর যুগলবন্দিতে ইতিহাসে দ্বিতীয় ট্রফি ঘরে তুলল ইন্টার মিয়ামি ৷ এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতল ডেভিড বেকহ্যামের ক্লাব ৷

Lionel Messi in Inter Miami
মেসির জোড়া গোল (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 10:52 AM IST

ওহিয়ো, 3 অক্টোবর: লিও মেসির জোড়া গোল ৷ বিপক্ষের জালে বল জড়ালেন লুইস সুয়ারেজও ৷ দুই বন্ধুর ম্যাজিকে কলম্বাসকে উড়িয় সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মিয়ামি ৷ গত বছরের লিগস কাপের পর এবার দ্বিতীয় ট্রফি গেল ‘দ্য হেরনস ভাইস সিটি’র ঝুলিতে ৷ মেজর লিগ সকার সাপোর্টার্স শিল্ড জিতল ডেভিড বেকহ্যামের ক্লাব ৷ লিও জিতলেন কেরিয়ারের 46তম ট্রফি ৷

এদিন ওহিয়োর লোয়ার ডট কম ফিল্ডে কার্যত সমানে সমানে দ্বৈরথ চলেছে ৷ যদিও প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত কোনও দলই গোলমুখ খুলতে পারেনি ৷ 44 মিনিটে প্রথম গোল করেন মেসি ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুরন্ত ফ্রি-কিকে দলকে ফের এগিয়ে দেন মেসি ৷ বিশ্বজয়ীর বাঁ-পায়ের বাঁক খাওয়ানো শটের ঠিকানা খুঁজে পাননি কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক স্কালটে ৷

দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্য়েই ব্যবধান কমান কলম্বাসের দিয়েগো রোসি ৷ যদিও তার মিনিট তিনেক পরেই মিয়ামিকে ফের এগিয়ে দেন লুই সুয়ারেজ ৷ মিয়ামি মিডফিল্ডারের ক্রস ধরতে গিয়ে ফস্কান প্যাট্রিক ৷ বেরিয়ে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন সুয়ারেজ ৷ 61 মিনিটে স্পটকিক থেকে কলম্বাস ব্যবধান কমালেও লাভ হয়নি ৷

আরও পড়ুন:

ওহিয়ো, 3 অক্টোবর: লিও মেসির জোড়া গোল ৷ বিপক্ষের জালে বল জড়ালেন লুইস সুয়ারেজও ৷ দুই বন্ধুর ম্যাজিকে কলম্বাসকে উড়িয় সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মিয়ামি ৷ গত বছরের লিগস কাপের পর এবার দ্বিতীয় ট্রফি গেল ‘দ্য হেরনস ভাইস সিটি’র ঝুলিতে ৷ মেজর লিগ সকার সাপোর্টার্স শিল্ড জিতল ডেভিড বেকহ্যামের ক্লাব ৷ লিও জিতলেন কেরিয়ারের 46তম ট্রফি ৷

এদিন ওহিয়োর লোয়ার ডট কম ফিল্ডে কার্যত সমানে সমানে দ্বৈরথ চলেছে ৷ যদিও প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত কোনও দলই গোলমুখ খুলতে পারেনি ৷ 44 মিনিটে প্রথম গোল করেন মেসি ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুরন্ত ফ্রি-কিকে দলকে ফের এগিয়ে দেন মেসি ৷ বিশ্বজয়ীর বাঁ-পায়ের বাঁক খাওয়ানো শটের ঠিকানা খুঁজে পাননি কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক স্কালটে ৷

দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্য়েই ব্যবধান কমান কলম্বাসের দিয়েগো রোসি ৷ যদিও তার মিনিট তিনেক পরেই মিয়ামিকে ফের এগিয়ে দেন লুই সুয়ারেজ ৷ মিয়ামি মিডফিল্ডারের ক্রস ধরতে গিয়ে ফস্কান প্যাট্রিক ৷ বেরিয়ে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন সুয়ারেজ ৷ 61 মিনিটে স্পটকিক থেকে কলম্বাস ব্যবধান কমালেও লাভ হয়নি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.