কলকাতা, 19 জুন: নয়া মরশুমে লালেংমাওইয়া রালতে ওরফে আপুইয়া কি সবুজ মেরুন জার্সি পড়তে চলেছেন ? গত 24 ঘণ্টায় মুম্বই সিটি এফসি-র মিডফিল্ডারের দলবদলের খবরে বাজার সরগরম ৷ দাবি করা হচ্ছে, মুম্বই সিটি এফসি-র ঘর ভেঙে মোহনবাগান সুপার জায়ান্টে দীর্ঘমেয়াদি চুক্তিতে আপুইয়াকে আনা হচ্ছে ৷ মিজোরামের মিডফিল্ডারকে দলে পেতে লড়াইয়ে ছিল ইস্টবেঙ্গলও ৷ কিন্তু, তাঁকে আকাশ ছোঁয়া দামে দলে নিতে রাজি নয় ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ৷ তাই লাল-হলুদ রিক্রুটাররা মুম্বই সিটি এফসি-র মিডফিল্ডারে জন্য দৌড়ালেও, হাল ছেড়ে দিয়েছে ৷ যদিও আপুইয়ার দলবদলের খবরে এখনও কোনও সিলমোহর পড়েনি ৷
যুবভারতীতে আইএসএল-এর লিগ শিল্ড জিতলেও, ফাইনালে মোহনবাগানকে হারিয়ে দেয় মুম্বই ৷ সেই ম্যাচে দারুণ ছন্দে ছিলেন আপুইয়া ৷ দুর্দান্ত প্রেসিং ফুটবলে জনি কাউকোকে নিষ্প্রভ করে দিয়েছিলেন তিনি ৷ ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলে নিয়মিত এই মিজো মিডফিল্ডার ৷ ফলে অন্যান্য ক্লাবের রিক্রুটারদের মতো মোহনবাগানের চোখ ছিল তাঁর দিকে ৷ মুম্বই সিটি এফসি আপুইয়াকে রাখতে আগ্রহী থাকলেও, বিরাট অংকের চাহিদার সামনে তারাও হাল ছেড়ে দিয়েছে বলে খবর ৷ ট্রান্সফার ফি-সহ আপুইয়ার বেতনের প্যাকেজ প্রায় 6 কোটি টাকা বলে শোনা যাচ্ছে ৷
আর সব ঠিক থাকলে এই রেকর্ড অর্থে মোহনবাগান সুপার জায়ান্টে আসছেন আপুইয়া ৷ সাহাল আব্দুল সামাদ, আনোয়ার আলি এবং অনিরুদ্ধ থাপাকে টপকে দলবদলের বাজারে নতুন নজির গড়তে চলেছেন তিনি ৷ চলতি মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলবে মোহনবাগান ৷ তাই গতবারের থেকেও দল শক্তিশালী করতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷ আন্তনিও লোপেজ হাবাস দায়িত্ব ছাড়ার পর কোচ হয়ে এসেছেন মোলিনা ৷ ইতিমধ্যেই খবর, মোহনবাগান সই করিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া 'এ' লিগের তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে ৷
শুধু অজি লিগ নয়, 2022 বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ৷ সবুজ-মেরুন দলে দিমিত্রি পেত্রাতোসও রয়েছেন ৷ নতুন কোচ হোসে মোলিনার পছন্দ মতো নেওয়া হবে অন্তত আরও তিনজন নতুন বিদেশি ৷ সেই কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে ৷ চলতি ইউরো কাপের দিকেও নজর রয়েছে সবুজ-মেরুন রিক্রুটারদের ৷ জর্জিয়ার সলোমন ভির্কভেলিয়াকে নিতে চলেছে বলে খবর ৷ এদিকে আই লিগে সর্বোচ্চ গোলদাতা লালরিনজুয়ালাকে দলে নিতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ বুধবার সবুজ-মেরুনের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি ৷ ম্যাডিকেল টেস্টও হয়েছে ৷
গতবছর আই লিগে সবচেয়ে বেশি গোল করে সুনীল ছেত্রী এবং মহম্মদ রফিকে ছাপিয়ে গিয়েছেন ৷ ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের তালিকায় লিস্টন, মনবীর, আনোয়ার, আশিক কুরুনিয়ান, সাহালরা রয়েছেন ৷ তাঁদের সঙ্গেও লম্বা চুক্তি রয়েছে ৷ এর পাশাপাশি আপুইয়াকে প্রায় নিশ্চিত করায়, প্রায় গোটা ভারতীয় দলই এখন সবুজ-মেরুন শিবিরে ৷