প্যারিস, 31 জুলাই: প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছতে জিততেই হত গ্রুপ পর্বের শেষ ম্য়াচ ৷ সামনে ছিলেন বিশ্বের 4 নম্বর শাটলার জোনাথন ক্রিস্টি ৷ পিছু না হটে প্রতি-আক্রমণে হেঁটে বাজিমাত করে গেলেন লক্ষ্য সেন ৷ বুধবার প্রবল প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে শুধু ম্য়াচ জয়ই নয়, সেইসঙ্গে অলিম্পিক্স আত্মপ্রকাশে প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার ৷ পিভি সিন্ধুর পর ভারতের দ্বিতীয় শাটলার হিসেবে চলতি অলিম্পিক্সের রাউন্ড অফ 16'য় পা রাখলেন তিনি ৷
লক্ষ্য এদিন জিতলেন 21-18, 21-12 ব্যবধানে ৷ প্রথম গেম লড়াই হল তুল্যমূল্য ৷ সেখানে পেন্ডুলামের মত দুলল দুই শাটলারের ভাগ্য ৷ শুরুতে এগিয়েছিলেন ক্রিস্টি ৷ ভারতীয় শাটলারকে কার্যত কোণঠাসা করে এগিয়ে গিয়েছিলেন 8-2 ব্যবধানে ৷ সেখান থেকে অসাধ্য সাধন করেন লক্ষ্য ৷ বিশ্বের চার নম্বরের বিরুদ্ধে টানা 7 পয়েন্ট সংগ্রহ করে 9-8 ব্যবধানে এগিয়ে যান তিনি ৷ সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই সেয়ানে সেয়ানে টক্কর জিতে প্রথম গেম নিজের নামে করে নেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ৷ প্রথম গেম 21-18 ব্যবধানে বাজিমাত করেন লক্ষ্য ৷
এরপর দ্বিতীয় গেমে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন আলমোরার শাটলার ৷ শুরু থেকেই লিড নিতে থাকেন ৷ পক্ষান্তরে প্রথম গেমে হারের হতাশা কাটিয়ে উঠতে ব্যর্থ হন ক্রিস্টি ৷ দ্বিতীয় গেমে বিশ্বের 22 নম্বরের বিরুদ্ধে চার নম্বরের অসহায় আত্মসমর্পণের সাক্ষী থাকে প্য়ারিস ৷ 6-3 ব্যবধানে লক্ষ্য এগিয়ে গেলে ইন্দোনেশিয়ার শাটলার কামব্যাকের চেষ্টা করেছিলেন বটে ৷ কিন্তু পয়েন্টের নিরাপদ ব্যবধান বজায় রেখে 21-12 ব্যবধানে দ্বিতীয় গেমও জিতে নেন লক্ষ্য ৷ সেইসঙ্গে অলিম্পিক্স অভিষেকে পৌঁছে যান প্রি-কোয়ার্টারে ৷
🇮🇳🔥 𝗟𝗔𝗞𝗦𝗛𝗬𝗔 𝗛𝗔𝗦 𝗗𝗢𝗡𝗘 𝗜𝗧! What a performance from Lakshya Sen against World No. 4, Jonatan Christie as he moves into the round of 16 in his maiden Olympic campaign. He won the match in straight games, 21-18 & 21-12.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
🏸 After a slow start to the match, Lakshya Sen… pic.twitter.com/DEvk5btFGW
কেভিন কর্ডন নাম প্রত্যাহার করে নেওয়ায় গ্রুপের প্রথম ম্য়াচ জিতেও পয়েন্ট 'ডিলিট' হয়েছিল ভারতীয় এই শাটলারের ৷ তারপরেও ফোকাস নড়তে দেননি লক্ষ্য ৷ দ্বিতীয় ম্য়াচে বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগিকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় শাটলার ৷ জিতেছিলেন 21-19, 21-14 ব্যবধানে ৷