হায়দরাবাদ, 15 অক্টোবর: ইজরায়েলের বিরুদ্ধে ফ্রান্সের নেশনস লিগের ম্য়াচের দিন সুইডেনের নৈশক্লাবে তাঁকে দেখা যাওয়ায় বিতর্ক চলছিলই ৷ সেই বিতর্ক অনেক বড় মাত্রা পেল এক সুইডিশ সংবাদপত্রের বিস্ফোরক দাবি ঘিরে ৷ ফ্রান্স বনাম ইজরায়েল ম্য়াচের দিন সুইডেনের নৈশক্লাবে তাঁর টিমের সঙ্গে থাকা কিলিয়ান এমবাপে নাকি ধর্ষণে অভিযুক্ত ৷ সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই ইঙ্গিত করা হয়েছে অ্য়াফটনব্লাডেট ট্যাবলয়েডে ৷ যদিও সুইডিশ ট্যাবলয়েডের দাবি পত্রপাঠ খারিজ করেছেন লস ব্ল্য়াঙ্কোস তারকা ৷
উল্লেখ্য, পূর্বতন ক্লাব পিএসজি'র থেকে এখনও 50 মিলিয়ন ডলারেরও বেশি বকেয়া রয়েছে এমবাপের ৷ যা নিয়ে দড়ি টানাটানি চলছেই ৷ এই বিষয়ে আদালতে শুনানির ঠিক আগে তাঁর দিকে ধর্ষণের ইঙ্গিত করা প্রসঙ্গে ফরাসি তারকা টুইটে লেখেন, "সম্পূর্ণ ভুয়ো খবর ৷ শুনানির ঠিক আগেই এমন একটা ঘটনা ৷ সবকিছু কেমন প্রত্যাশিত মনে হচ্ছে ৷" সুইডিশ ট্য়াবলয়েডের দাবি, গত বৃহস্পতিবার স্টকহোমের এক নৈশক্লাবে এমবাপে ও তাঁর দলবল অনেকের সঙ্গেই সাক্ষাৎ করেন ৷ সেই সফরের পরেই একটি ধর্ষণের অভিযোগ জমা পড়ে সুইডিশ পুলিশের কাছে ৷
FAKE NEWS !!!! ❌❌❌
— Kylian Mbappé (@KMbappe) October 14, 2024
Ça en devient tellement prévisible, veille d’audience comme par hasard 😉 https://t.co/nQN98mtyzR
এমবাপ ও তাঁর দল শুক্রবার বিকেলে সেখান থেকে বেরিয়ে যায় ৷ এরপর শনিবার এক মহিলা অসুস্থ অবস্থায় পুলিশের কাছে এসে ধর্ষণের অভিযোগ দায়ের করে বলে লেখা হয়েছে ট্যাবলয়েডে ৷ যদিও কারও নাম সেখানে নেওয়া হয়নি ৷ এমনকী সংবাদসংস্থা এএফপি'কে ঘটনার মামলায় জড়িত এক কৌসুলি জানান, 10 অক্টোবর সেন্টার স্টকহোমে ধর্ষণের ঘটনা সামনে এসেছে ৷ তদন্ত চলছে ৷ এর বেশি কিছু তথ্য শেয়ার করা হয়নি সংশ্লিষ্ট কৌসুলির তরফে ৷
স্টকহোমের ওই নৈশক্লাব থেকে এমবাপে ও তাঁর টিমের ছবিও সামনে এনেছে সুইডিশ ট্যাবলয়েডটি ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগের যে তির করা হয়েছে তা প্রত্য়াখ্যান করে এমবাপের টিম সংবাদসংস্থা এএফপি'কে দেওয়া এক বিবৃতিতে বলেছে, "এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন ৷ এহেন প্রচার একেবারেই মেনে নেওয়া যায় না ৷" প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ তবে এমবাপে পিএসজি সঙ্গে এই ঘটনার যে যোগসূত্রতা খুঁজেছেন, তাও খারিজ করেছে ফরাসি ক্লাবের এক সূত্র ৷