মোতেরা, 21 মে: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ৷ জিতলেই 2024 আইপিএলের ফাইনালের টিকিট পাকা ৷ মেগা ম্যাচে টস হেরে বল করছে কেকেআর ৷
- কলকাতা নাইট রাইডার্সের একাদশ-রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বৈভব অরোরা, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
- সানরাইজার্স হায়দরাবাদের একাদশ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিয়াস্কান্ত
লিগ পর্বের 14টি ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে বেগুনি শিবির ৷ 17 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে হায়দরাবাদ ৷ আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম দুই দল কোয়ালিফায়ারে মুখোমুখি আজ ৷ তিন ও চারে থাকা দল অর্থাৎ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এলিমিনেটর খেলবে আগামিকাল ৷ এই দুই দলের মধ্যে যারা হারবে তাদের এবারের মতো বিদায় নিতে হবে ৷ যে দল জিতবে তারা আজকের ম্যাচে বিজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ৷
এখনও পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে 26 বার ৷ তার মধ্যে 16 বার ম্যাচ নিজেদের পকেটে পুরেছে কেকেআর ৷ অন্যদিকে, 9টি ম্যাচে কলকাতাকে হারিয়েছে নিজামের শহরের দল ৷ চলতি আইপিএলে একমাত্র সাক্ষাতে ইডেনে সানরাইজার্সকে হারিয়েছিল কেকেআর । প্লে-অফে এই দুই দল 3 বার সামনাসামনি হয়েছে তাতে 1 বার ম্যাচ নিজেদের দখলে রেখেছে পার্পল ব্রিগেড ৷ 2 বার জয়ী হয়েছে অরেঞ্জ ব্রিগেড ৷
আরও পড়ুন: