কলকাতা, 23 মার্চ: দশ বছর আগে কেকেআর শেষবার আইপিএল জিতেছিল । এবছর দল গঠন থেকে মেন্টর নির্বাচন, সব ক্ষেত্রেই নাইটরা গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে । প্রত্যাবর্তনের লড়াইটা শুরু করতে স্টার্টিং ব্লকে কেকেআর । অধিনায়ক হিসেবে নাইট জার্সিতে ইডেনে প্রথমবার নামলেন শ্রেয়স আইয়ার ৷ যদিও টস হারলেন নাইটদের দলনেতা ৷ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ৷
ম্যাচের আগেও আলোচনার কেন্দ্রে ছিল ইডেনের বাইশ গজ ৷ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছিলেন, বাউন্স ভরা বাইশ গজই অপেক্ষা করছে ৷ স্পিনাররা সেভাবে সাহায্য পাবেন না ৷ বিশ্বকাপের সময় ইডেনের উইকেটে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়েছিল ৷ কিন্তু, আইপিএলে তা পাওয়া যাবে না ৷ সেইমতোই পেস সহায়ক উইকেটেই হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছে ‘আইয়ার অ্যান্ড কোং’ ৷
- কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়শ শর্মা, মণীশ পান্ডে, বৈভব অরোরা, আংকৃষ রঘুবংশী, গুরবাজ রহমান
- সানরাইজার্স হায়দরাবাদ: ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, অনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন
ইমপ্যাক্ট প্লেয়ার: নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা
আইপিএলের প্রথম ম্যাচে নাইট শিবিরে ব্যাটিং লাইন-আপ কী হতে চলেছে তা নিয়েও চর্চা অব্যাহত ছিল । প্রত্যাশা মতোই গুরবাজ আহমেদ নয়, ওপেন করতে নামবেন ফিল সল্ট ৷ যদিও আফগানিস্তানের স্টাম্পার-ব্যাটারের নাম ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকায় রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট ৷ তাঁকে কোন কাজে দল লাগায়, সেটাই দেখার ৷
আরও পড়ুন: