ETV Bharat / sports

গম্ভীরের হাত ধরে প্রত্যাবর্তনের লড়াই শুরু, ইডেনে টস হেরে ব্যাট করছে নাইটরা - IPL 2024

Indian Premier League 2024: কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ । ঘরের মাঠে প্রতিপক্ষ হায়দরাবাদ সানরাইজার্স । টস হেরে ব্যাট করছে কেকেআর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 7:17 PM IST

Updated : Mar 23, 2024, 7:59 PM IST

কলকাতা, 23 মার্চ: দশ বছর আগে কেকেআর শেষবার আইপিএল জিতেছিল । এবছর দল গঠন থেকে মেন্টর নির্বাচন, সব ক্ষেত্রেই নাইটরা গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে । প্রত্যাবর্তনের লড়াইটা শুরু করতে স্টার্টিং ব্লকে কেকেআর । অধিনায়ক হিসেবে নাইট জার্সিতে ইডেনে প্রথমবার নামলেন শ্রেয়স আইয়ার ৷ যদিও টস হারলেন নাইটদের দলনেতা ৷ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ৷

ম্যাচের আগেও আলোচনার কেন্দ্রে ছিল ইডেনের বাইশ গজ ৷ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছিলেন, বাউন্স ভরা বাইশ গজই অপেক্ষা করছে ৷ স্পিনাররা সেভাবে সাহায্য পাবেন না ৷ বিশ্বকাপের সময় ইডেনের উইকেটে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়েছিল ৷ কিন্তু, আইপিএলে তা পাওয়া যাবে না ৷ সেইমতোই পেস সহায়ক উইকেটেই হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছে ‘আইয়ার অ্যান্ড কোং’ ৷

  • কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়শ শর্মা, মণীশ পান্ডে, বৈভব অরোরা, আংকৃষ রঘুবংশী, গুরবাজ রহমান

  • সানরাইজার্স হায়দরাবাদ: ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, অনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন

ইমপ্যাক্ট প্লেয়ার: নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা

আইপিএলের প্রথম ম্যাচে নাইট শিবিরে ব্যাটিং লাইন-আপ কী হতে চলেছে তা নিয়েও চর্চা অব্যাহত ছিল । প্রত্যাশা মতোই গুরবাজ আহমেদ নয়, ওপেন করতে নামবেন ফিল সল্ট ৷ যদিও আফগানিস্তানের স্টাম্পার-ব্যাটারের নাম ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকায় রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট ৷ তাঁকে কোন কাজে দল লাগায়, সেটাই দেখার ৷
আরও পড়ুন:

  1. চোট কাঁটা জিইয়ে রেখেই আইপিএল অভিযানে নাইট নেতা শ্রেয়স
  2. আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর
  3. ঘরোয়া ক্রিকেটে হয়নি, আইপিএল জিতে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী আইয়ার

কলকাতা, 23 মার্চ: দশ বছর আগে কেকেআর শেষবার আইপিএল জিতেছিল । এবছর দল গঠন থেকে মেন্টর নির্বাচন, সব ক্ষেত্রেই নাইটরা গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে । প্রত্যাবর্তনের লড়াইটা শুরু করতে স্টার্টিং ব্লকে কেকেআর । অধিনায়ক হিসেবে নাইট জার্সিতে ইডেনে প্রথমবার নামলেন শ্রেয়স আইয়ার ৷ যদিও টস হারলেন নাইটদের দলনেতা ৷ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ৷

ম্যাচের আগেও আলোচনার কেন্দ্রে ছিল ইডেনের বাইশ গজ ৷ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছিলেন, বাউন্স ভরা বাইশ গজই অপেক্ষা করছে ৷ স্পিনাররা সেভাবে সাহায্য পাবেন না ৷ বিশ্বকাপের সময় ইডেনের উইকেটে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়েছিল ৷ কিন্তু, আইপিএলে তা পাওয়া যাবে না ৷ সেইমতোই পেস সহায়ক উইকেটেই হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছে ‘আইয়ার অ্যান্ড কোং’ ৷

  • কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়শ শর্মা, মণীশ পান্ডে, বৈভব অরোরা, আংকৃষ রঘুবংশী, গুরবাজ রহমান

  • সানরাইজার্স হায়দরাবাদ: ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, অনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন

ইমপ্যাক্ট প্লেয়ার: নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা

আইপিএলের প্রথম ম্যাচে নাইট শিবিরে ব্যাটিং লাইন-আপ কী হতে চলেছে তা নিয়েও চর্চা অব্যাহত ছিল । প্রত্যাশা মতোই গুরবাজ আহমেদ নয়, ওপেন করতে নামবেন ফিল সল্ট ৷ যদিও আফগানিস্তানের স্টাম্পার-ব্যাটারের নাম ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকায় রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট ৷ তাঁকে কোন কাজে দল লাগায়, সেটাই দেখার ৷
আরও পড়ুন:

  1. চোট কাঁটা জিইয়ে রেখেই আইপিএল অভিযানে নাইট নেতা শ্রেয়স
  2. আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর
  3. ঘরোয়া ক্রিকেটে হয়নি, আইপিএল জিতে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী আইয়ার
Last Updated : Mar 23, 2024, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.