কলকাতা, 26 এপ্রিল: আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচ জয়ে কলকাতা নাইট রাইডার্স ভীত শক্ত করে ফেলেছে ৷ ফলে ভালো জায়গায় রয়েছে ‘শ্রেয়স অ্যান্ড কোং’ । তারমধ্যেই দলের মাথাব্যথা বাড়াচ্ছিলেন 25 কোটির মিচেল স্টার্ক ৷ সবচেয়ে বেশি টাকা নিয়ে গেলেও নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন বিশ্বজয়ী অজি তারকা ৷ ফলে অষ্টম ম্যাচে এসে তাঁকে বসাতে বাধ্য হল কেকেআর ৷ তাঁর জায়গায় দলে এসেছেন দুষ্মন্ত চামিরা ৷
নাইট সংসারে এখন সবচেয়ে বড় চিন্তার নাম স্টার্ক । গত দু’দিন অনুশীলনে আসলেও হাত ঘোরাননি । রমনদীপ সিং আগে জানিয়েছিলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই স্টার্ক অনুলীলনে যোগ দিলেও বল করেননি । তবে প্র্যাকটিসে দুষ্মন্ত চামিরাকে গত দু’দিন ধরেই বোলিং এবং ব্যাটিং করতে দেখা যাচ্ছিল ।
নক-আউটে যাওয়া প্রায় নিশ্চিত করতে জয়ের অভ্যাস বজায় রাখতেই জোর দিচ্ছে নাইটরা । পঞ্জাব কিংসের বিরুদ্ধে সবচেয়ে সফল দল কলকাতা । সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখাতেই জোর দিচ্ছে গম্ভীর-পণ্ডিতের ছেলেরা । অন্যদিকে স্যাম কারেনের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস চলতি আইপিএলে মাত্র দু’টো ম্যাচ জিতেছে । দলে জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, অর্শদীপ সিংয়ের ক্রিকেটার থাকলেও ব্যর্থতাই পঞ্জাবের সঙ্গী । গোদের উপর বিষফোঁড়ার মতো শিখর ধাওয়ান নাইটদের বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারছেন না ।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দুশমন্থ চামিরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
পঞ্জাব কিংস একাদশ: স্যাম কারেন, জনি বেয়ারস্টো, রিলি রসো, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হারপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদীপ সিং
আরও পড়ুন: