অ্যাডিলেড, 5 ডিসেম্বর: ভারতীয় ব্যাটিং ইউনিটে নিয়ে জল্পনা অব্যাহত ৷ জল্পনা ভারতীয় ব্যাটারদের পজিশন নিয়ে ৷ এবার যাবতীয় জল্পনায় যবনিকা পতন অধিনায়ক রোহিত শর্মা ৷ অ্যাডিলেড ওভালে কী হবে ভারতের ব্যাটিং লাইন-আপ ৷
পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷
গোলাপি বলে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিক এগিয়ে থেকেই নামছে ভারত । কারণ, প্রথম টেস্টের ফলাফল ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । তারমধ্যেই রোহিত জানিয়ে দিয়েছেন, গোলাপি বলের টেস্টে তিনি ওপেন করবেন না ৷ অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে রাহুল ইনিংস শুরু করবেন ৷ তিনি মাঝখানে কোথাও ব্যাট করবেন । যদিও নিজের ব্যাটিং অর্ডার স্পষ্ট করেননি হিটম্যান ৷
Rohit Sharma said " the way kl batted, i was watching from home with new born baby on arms, he played brilliantly so there is no need to change now, things might be different in future - the way kl bats in overseas, so he deserves that spot at this point of time". pic.twitter.com/Xn0USmDq1w
— Johns. (@CricCrazyJohns) December 5, 2024
প্রধানমন্ত্রীর একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কেএল রাহুল ও জশস্বী জয়সওয়াল ব্যাটিং শুরু করেছিলেন ৷ রোহিত নেমেছিলেন 4 নম্বরে । সূত্রের খবর, অ্যাডিলেডেও ওই অর্ডারেই নামতে পারে টিম ইন্ডিয়া ৷ প্রথম ম্যাচে রোহিতের অনুপস্থিতিতে, রাহুল এবং জয়সওয়াল ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসে ওই জুটি 201 রানের পার্টনারশিপ গড়েন ৷
রোহিত শর্মা 2019 সালে টেস্ট ক্রিকেটে ওপেনিং শুরু করেছিলেন ৷ 42টি ম্যাচে 44 গড়ে 3000 রানের কাছাকাছি রান করেছেন হিটম্যান । পারথ টেস্টে রাহুলের প্রশংসা করে হিটম্যান বলেন, ‘‘ব্যাটিং অর্ডার পরিবর্তন করা উচিত নয় । আমি যেভাবে নিচে ব্যাট করার সিদ্ধান্তে এসেছি তাতে স্পষ্ট আমরা ফলাফল চাই ৷ আমরা সাফল্য চাই ৷ জশস্বী এবং রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছে ৷’’