ETV Bharat / sports

আগামী মরশুমে গন্তব্য কেকেআর ? কলকাতায় বিশেষ বৈঠক সারলেন কেএল রাহুল - IPL 2025

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 3:25 PM IST

IPL 2025 Mega Auction News: কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল ৷ এলএসজি কি তাঁকে আইপিএল 2025 এর জন্য ধরে রাখবে ? পড়ুন প্রতিবেদনটি...

IPL 2025 Mega Auction News
আগামী মরশুমে কেকেআরে কেএল ? (IANS)

কলকাতা, 27 অগস্ট: গত আইপিএলের অন্যতম ছবি ছিল মাঠের মধ্যেই কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা সংঘাত ৷ বিভিন্ন ছবি-ভিডিয়োয় দেখা যায়, ম্যাচ শেষে উত্তপ্ত বাক্যমিনিময় হচ্ছে লখনউ অধিনায়ক ও মালিকের মধ্যে ৷ ফলে জল্পনা শুরু হয়েছিল, আগামী মরশুমে নবাবের শহরের প্রতিনিধিত্ব করবেন না জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ তারমধ্যেই কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করে গেলেন রাহুল ৷

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেছেন, কেএল রাহুলকে রিটেইন করছে না লখনউ সুপার জায়ান্টস ৷ সেক্ষেত্রে পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে পারেন তিনি ৷ অনেকেই আবার বলছেন, রাহুলকে দলে নিতে ঝাঁপাতে পারে কলকাতাও ৷ যদিও ক্রিকবাজের রিপোর্ট বলছে, এলএসজি’তেই থাকতে চান কেএল ৷ লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে প্রায় 1 ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি ৷ সেখানেই তাঁকে রিটেন করার অনুরোধ করেছেন তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই’য়ের রিপোর্ট বলছে, রাহুল এলএসজি’তেই থাকার ইচ্ছেপ্রকাশ করেছেন ৷ তবে ফ্র্যাঞ্চাইজি স্টাম্পার-ব্যাটারকে কোনও প্রতিশ্রুতি দেয়নি ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের একজন সদস্য পিটিআইকে বলেন, ‘‘হ্যাঁ ৷ রাহুল কলকাতায় এসে আরপিএসজি সদর দফতরে গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন । তিনি পরিষ্কার গোয়েঙ্কাকে জানিয়েছেন, তিনি এলএসজি’তেই থাকতে চান ৷ আইপিএলের বাকি সিদ্ধান্ত না-জানা পর্যন্ত এলএসজি ম্যানেজমেন্ট কোনও পরিকল্পনা করতে চাইবে না ৷’’

ফর্মে নেই রাহুল: কেএল রাহুলকে গত বছর তাঁর ধীর স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ৷ পাওয়ার-প্লে’তে তাঁর ধীর ব্যাটিংয়ে ভালো শুরু করতে পারছিল না এলএসজি ৷ ফলে একাধিক ম্যাচ তাদের হাতছাড়া হয়েছে ৷ 14 ম্যাচে মাত্র 520 রান করেন অধিনায়ক ।

কলকাতা, 27 অগস্ট: গত আইপিএলের অন্যতম ছবি ছিল মাঠের মধ্যেই কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা সংঘাত ৷ বিভিন্ন ছবি-ভিডিয়োয় দেখা যায়, ম্যাচ শেষে উত্তপ্ত বাক্যমিনিময় হচ্ছে লখনউ অধিনায়ক ও মালিকের মধ্যে ৷ ফলে জল্পনা শুরু হয়েছিল, আগামী মরশুমে নবাবের শহরের প্রতিনিধিত্ব করবেন না জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ তারমধ্যেই কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করে গেলেন রাহুল ৷

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেছেন, কেএল রাহুলকে রিটেইন করছে না লখনউ সুপার জায়ান্টস ৷ সেক্ষেত্রে পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে পারেন তিনি ৷ অনেকেই আবার বলছেন, রাহুলকে দলে নিতে ঝাঁপাতে পারে কলকাতাও ৷ যদিও ক্রিকবাজের রিপোর্ট বলছে, এলএসজি’তেই থাকতে চান কেএল ৷ লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে প্রায় 1 ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি ৷ সেখানেই তাঁকে রিটেন করার অনুরোধ করেছেন তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই’য়ের রিপোর্ট বলছে, রাহুল এলএসজি’তেই থাকার ইচ্ছেপ্রকাশ করেছেন ৷ তবে ফ্র্যাঞ্চাইজি স্টাম্পার-ব্যাটারকে কোনও প্রতিশ্রুতি দেয়নি ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের একজন সদস্য পিটিআইকে বলেন, ‘‘হ্যাঁ ৷ রাহুল কলকাতায় এসে আরপিএসজি সদর দফতরে গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন । তিনি পরিষ্কার গোয়েঙ্কাকে জানিয়েছেন, তিনি এলএসজি’তেই থাকতে চান ৷ আইপিএলের বাকি সিদ্ধান্ত না-জানা পর্যন্ত এলএসজি ম্যানেজমেন্ট কোনও পরিকল্পনা করতে চাইবে না ৷’’

ফর্মে নেই রাহুল: কেএল রাহুলকে গত বছর তাঁর ধীর স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ৷ পাওয়ার-প্লে’তে তাঁর ধীর ব্যাটিংয়ে ভালো শুরু করতে পারছিল না এলএসজি ৷ ফলে একাধিক ম্যাচ তাদের হাতছাড়া হয়েছে ৷ 14 ম্যাচে মাত্র 520 রান করেন অধিনায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.