কলকাতা, 27 অগস্ট: গত আইপিএলের অন্যতম ছবি ছিল মাঠের মধ্যেই কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা সংঘাত ৷ বিভিন্ন ছবি-ভিডিয়োয় দেখা যায়, ম্যাচ শেষে উত্তপ্ত বাক্যমিনিময় হচ্ছে লখনউ অধিনায়ক ও মালিকের মধ্যে ৷ ফলে জল্পনা শুরু হয়েছিল, আগামী মরশুমে নবাবের শহরের প্রতিনিধিত্ব করবেন না জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ তারমধ্যেই কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করে গেলেন রাহুল ৷
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেছেন, কেএল রাহুলকে রিটেইন করছে না লখনউ সুপার জায়ান্টস ৷ সেক্ষেত্রে পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে পারেন তিনি ৷ অনেকেই আবার বলছেন, রাহুলকে দলে নিতে ঝাঁপাতে পারে কলকাতাও ৷ যদিও ক্রিকবাজের রিপোর্ট বলছে, এলএসজি’তেই থাকতে চান কেএল ৷ লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে প্রায় 1 ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি ৷ সেখানেই তাঁকে রিটেন করার অনুরোধ করেছেন তিনি ৷
An IPL Governing member in LSG said - " kl rahul came to kolkata & met sanjiv goenka at rpg head office. rahul has clearly told goenka that he wants to be retained. till bcci comes up with retention policy, lsg management can't commit anyone". (pti). pic.twitter.com/lr8PNlBjDf
— Tanuj Singh (@ImTanujSingh) August 27, 2024
সংবাদ সংস্থা পিটিআই’য়ের রিপোর্ট বলছে, রাহুল এলএসজি’তেই থাকার ইচ্ছেপ্রকাশ করেছেন ৷ তবে ফ্র্যাঞ্চাইজি স্টাম্পার-ব্যাটারকে কোনও প্রতিশ্রুতি দেয়নি ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের একজন সদস্য পিটিআইকে বলেন, ‘‘হ্যাঁ ৷ রাহুল কলকাতায় এসে আরপিএসজি সদর দফতরে গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন । তিনি পরিষ্কার গোয়েঙ্কাকে জানিয়েছেন, তিনি এলএসজি’তেই থাকতে চান ৷ আইপিএলের বাকি সিদ্ধান্ত না-জানা পর্যন্ত এলএসজি ম্যানেজমেন্ট কোনও পরিকল্পনা করতে চাইবে না ৷’’
KL Rahul wants to be retained by LSG ahead of IPL auction but LSG might not be all that interested. (PTI).
— Tanuj Singh (@ImTanujSingh) August 27, 2024
- LSG management has not given any commitments to KL Rahul even yesterday's meeting. pic.twitter.com/XhD2uf6eir
ফর্মে নেই রাহুল: কেএল রাহুলকে গত বছর তাঁর ধীর স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ৷ পাওয়ার-প্লে’তে তাঁর ধীর ব্যাটিংয়ে ভালো শুরু করতে পারছিল না এলএসজি ৷ ফলে একাধিক ম্যাচ তাদের হাতছাড়া হয়েছে ৷ 14 ম্যাচে মাত্র 520 রান করেন অধিনায়ক ।