ETV Bharat / sports

কাফ মাসলে চোট, ভারতের বিরুদ্ধে বাকি সিরিজে অনিশ্চিত অজি ফাস্ট বোলার - BORDER GAVASKAR TROPHY

গাব্বা টেস্টের মাঝেই অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ ৷ চোটে সিরিজের বাকি পর্বে সম্ভবত নেই জোশ হ্যাজলউড ৷

JOSH HAZLEWOOD
জোশ হ্যাজলউড (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

ব্রিসবেন, 17 ডিসেম্বর: গাব্বা টেস্টের প্রথম ইনিংসে বড় রান তোলার পর ভারতীয় ব্যাটিং লাইন-আপকে রীতিমতো চাপে রেখেছিলেন অজি বোলাররা ৷ বৃষ্টি বিঘ্ন ঘটালেও একসময় ফলো-অনের আশঙ্কা জাঁকিয়ে বসেছিল ভারতীয় শিবিরে ৷ কিন্তু টেল-এন্ডারদের ব্যাটে সেই লজ্জা কোনওক্রমে এড়িয়েছে ভারত ৷ ফলত চতুর্থদিনের শেষে অস্ট্রেলিয়া শিবির খানিক হতাশ ৷ সেই হতাশা আরও বাড়াল জোশ হ্য়াজলউডের চোট ৷ কাফ মাসলে চোট পেয়ে চতুর্থদিনের শুরুতেই মাঠের বাইরে চলে যাওয়া ল্যাঙ্কি পেসার সম্ভবত অনিশ্চিত বাকি সিরিজে ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে ব্রিসবেন টেস্ট তো বটেই, চোটের যা গতিপ্রকৃতি তাতে সিরিজের বাকি দু'টি টেস্টেও হ্যাজলউডের খেলা হয়তো সম্ভবপর হবে না ৷ যা অজি শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে ৷ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলির উইকেট নেওয়া অজি ফাস্ট বোলার চতুর্থদিন খেলা শুরুর আগে গা-ঘামানোর সময়ই ডান পায়ের কাফ মাসলে চোট পান ৷ এরপর ফিজিয়োর সঙ্গে পরামর্শ করে মাঠে নামলেও এক ওভারের বেশি হাত ঘোরাতে পারেননি ৷ এরপর মাঠ ছাড়েন তিনি ৷

পরবর্তীতে হ্যাজলউডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য ৷ মেডিক্যাল রিপোর্ট যা বলছে, তাতে সিরিজ থেকেই সম্ভবত ছিটকে গেলেন 278টি টেস্ট উইকেটের মালিক ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের তরফে জানানো হয়েছে শীঘ্রই তাঁর বিকল্প ঘোষণা করা হবে ৷ সবমিলিয়ে অ্যাডিলেড টেস্টে চোটের কারণে খেলতে না-পারা হ্য়াজলউডকে তৃতীয় টেস্টের একাদশে ফেরানোর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরল অস্ট্রেলিয়ার কাছে ৷

এদিকে পিঙ্ক বল টেস্টে হ্য়াজলউডের পরিবর্তে একাদশে ফেরা স্কট বোল্যান্ডের বক্সিং-ডে টেস্টে অংশ নেওয়ার বিষয়টা উজ্জ্বল হল ৷ অ্যাডিলেডে হ্যাজলউডের বিকল্প হিসেবে এসে দুই ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি ৷ তবে ব্রিসবেন টেস্টের আগে হ্যাজলউড ফিট ঘোষিত হওয়ায় একাদশ থেকে বাদ পড়তে হয় ৷ হ্যাজলউড ফের চোটের কবলে পড়ায় মেলবোর্নে একাদশে ফিরতে চলেছেন বোল্য়ান্ড ৷

আরও পড়ুন:

ব্রিসবেন, 17 ডিসেম্বর: গাব্বা টেস্টের প্রথম ইনিংসে বড় রান তোলার পর ভারতীয় ব্যাটিং লাইন-আপকে রীতিমতো চাপে রেখেছিলেন অজি বোলাররা ৷ বৃষ্টি বিঘ্ন ঘটালেও একসময় ফলো-অনের আশঙ্কা জাঁকিয়ে বসেছিল ভারতীয় শিবিরে ৷ কিন্তু টেল-এন্ডারদের ব্যাটে সেই লজ্জা কোনওক্রমে এড়িয়েছে ভারত ৷ ফলত চতুর্থদিনের শেষে অস্ট্রেলিয়া শিবির খানিক হতাশ ৷ সেই হতাশা আরও বাড়াল জোশ হ্য়াজলউডের চোট ৷ কাফ মাসলে চোট পেয়ে চতুর্থদিনের শুরুতেই মাঠের বাইরে চলে যাওয়া ল্যাঙ্কি পেসার সম্ভবত অনিশ্চিত বাকি সিরিজে ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে ব্রিসবেন টেস্ট তো বটেই, চোটের যা গতিপ্রকৃতি তাতে সিরিজের বাকি দু'টি টেস্টেও হ্যাজলউডের খেলা হয়তো সম্ভবপর হবে না ৷ যা অজি শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে ৷ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলির উইকেট নেওয়া অজি ফাস্ট বোলার চতুর্থদিন খেলা শুরুর আগে গা-ঘামানোর সময়ই ডান পায়ের কাফ মাসলে চোট পান ৷ এরপর ফিজিয়োর সঙ্গে পরামর্শ করে মাঠে নামলেও এক ওভারের বেশি হাত ঘোরাতে পারেননি ৷ এরপর মাঠ ছাড়েন তিনি ৷

পরবর্তীতে হ্যাজলউডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য ৷ মেডিক্যাল রিপোর্ট যা বলছে, তাতে সিরিজ থেকেই সম্ভবত ছিটকে গেলেন 278টি টেস্ট উইকেটের মালিক ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের তরফে জানানো হয়েছে শীঘ্রই তাঁর বিকল্প ঘোষণা করা হবে ৷ সবমিলিয়ে অ্যাডিলেড টেস্টে চোটের কারণে খেলতে না-পারা হ্য়াজলউডকে তৃতীয় টেস্টের একাদশে ফেরানোর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরল অস্ট্রেলিয়ার কাছে ৷

এদিকে পিঙ্ক বল টেস্টে হ্য়াজলউডের পরিবর্তে একাদশে ফেরা স্কট বোল্যান্ডের বক্সিং-ডে টেস্টে অংশ নেওয়ার বিষয়টা উজ্জ্বল হল ৷ অ্যাডিলেডে হ্যাজলউডের বিকল্প হিসেবে এসে দুই ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি ৷ তবে ব্রিসবেন টেস্টের আগে হ্যাজলউড ফিট ঘোষিত হওয়ায় একাদশ থেকে বাদ পড়তে হয় ৷ হ্যাজলউড ফের চোটের কবলে পড়ায় মেলবোর্নে একাদশে ফিরতে চলেছেন বোল্য়ান্ড ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.