ETV Bharat / sports

'খারাপ সময়েও পাশে থাকুন', দলের খেতাব জয়ে ইস্ট-মোহনকে বার্তা জনের! - JOHN ABRAHAM - JOHN ABRAHAM

JOHN'S SPECIAL MESSAGE TO THE FANS: নর্থ-ইস্ট ইউনাইটেডের প্রথম মেজর জয়ে আপ্লুত জন আব্রাহাম ৷ ডুরান্ড জেতার পরদিন সকালে অভিনেতা বিশেষ বার্তা দিলেন ফুটবল সমর্থকদের ৷ নিজেও একজন ফুটবল অনুরাগী হিসেবে কী বললেন তিনি?

JOHN ABRAHAM
জন আব্রাহাম (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 1, 2024, 5:05 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে শনিবার যুবভারতীয়ে নজির গড়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ ডুরান্ড জিতে ক্লাবের ইতিহাসে প্রথম মেজর ট্রফি ঘরে তুলেছে পেদ্রো বেনালির ছেলেরা ৷ আর তারপরই অনুরাগী-ফুটবল সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন ফ্র্য়াঞ্চাইজির মালিক তথা অভিনেতা জন আব্রাহাম ৷ ডুরান্ড জয়ের পরদিন সকালে জনের সেই ভিডিয়োবার্তা পরোক্ষে কলকাতার তিন প্রধানের জন্য বলেও মনে হতে পারে ৷

রবিবার সকালে ডুরান্ড ট্রফি সামনে রেখে জন বলেন, "ডুরান্ড কাপ জয়ের আনন্দ এখনও ফিকে হয়েছে তেমনটা নয় ৷ তবে অনুরাগীদের একটা বিশেষ বার্তা দিতে চাই আমি ৷ এই ট্রফি জয় সকলের কাছেই শিক্ষনীয় এবং এই জয় প্রমাণ করে হাল ছেড়ো না ৷ সাফল্যের সময় প্রিয় দলকে যতটা সমর্থন করবে, খারাপ সময়েও ঠিক ততটাই পাশে থাকবে ৷ কারণ টানেলের শেষে সবসময় আলো থাকে ৷ আমরা সেটা প্রমাণ করেছি ৷ অভিনন্দন সমগ্র দলকে ৷ আমি কেবল তাঁদের প্রতিনিধি হয়ে কথা বলছি ৷ আসল নায়ক দলের স্টাফ, কোচ, ফুটবলাররা এবং যাঁরা এই দলের সঙ্গে কোনও না কোনওভাবে জুড়ে রয়েছেন ৷"

সাফল্যে পাশে থাকলেও সামান্য ব্যর্থতায় কলকাতার তিন প্রধানে কোচের প্রতি বিষোদগার অনেক পুরনো অভ্যাস ৷ কর্পোরেটের ছোঁয়া লাগলেও সেই অভ্যাসে বদল হয়েছে বলা যাবে না ৷ 2022-23 মরশুমে আইএসএল ট্রফি, 2023 ডুরান্ড কাপে দলকে চ্যাম্পিয়ন করলেও আইএসএলের প্রথম ধাপে প্রত্য়াশা মতো ফল না-আসায় গতবছর জুয়ান ফেরান্দোকে কোচের পদে থেকে সরিয়ে দিয়েছিল মোহনবাগান ৷ আবার তাঁর বদলি হিসেবে আন্তোনিও লোপেজ হাবাস এসে বাগানকে লিগ শিল্ড দিলেও তিনি আর কোচের পদে নেই এই মরশুমে ৷ তেমনই ইস্টবেঙ্গলকে গতবছর সুপার কাপ দেওয়া কার্লেস কুয়াদ্রাত সদ্য সমাপ্ত ডুরান্ডে ব্যর্থ হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সমর্থকদের একাংশে ৷ তাই এই ভিডিয়োবার্তায় কলকাতার ফুটবল অনুরাগীদের জন ধৈর্য্য ধরতে বলেছেন বলে মনে করছেন অনেকে ৷ কারণ সাফল্য চট করে আসে না ৷

নর্থ-ইস্ট ইউনাইটেডকে ট্রফি দেওয়া পেদ্রো বেনালিকে গত মরশুমে কোচ করে এনেছিল নর্থ-ইস্ট ৷ গত মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঁচ গোল হজম করেছিল এই দলটা ৷ কিন্তু ক্লাবের ভরসা ছিল বেনালির উপরেই ৷ ফিরতি লেগে সেই নর্থ-ইস্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল ৷ লিগের দ্বিতীয়ার্ধে অনেক দলের ঘুম কেড়েছিল 'হাইল্যান্ডার্স' ব্রিগেড ৷ আর শনিবার টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ক্লাবকে প্রথম মেজর ট্রফি দিলেন স্প্যানিশ কোচ পেদ্রো বেনালি ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর: মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে শনিবার যুবভারতীয়ে নজির গড়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড ৷ ডুরান্ড জিতে ক্লাবের ইতিহাসে প্রথম মেজর ট্রফি ঘরে তুলেছে পেদ্রো বেনালির ছেলেরা ৷ আর তারপরই অনুরাগী-ফুটবল সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন ফ্র্য়াঞ্চাইজির মালিক তথা অভিনেতা জন আব্রাহাম ৷ ডুরান্ড জয়ের পরদিন সকালে জনের সেই ভিডিয়োবার্তা পরোক্ষে কলকাতার তিন প্রধানের জন্য বলেও মনে হতে পারে ৷

রবিবার সকালে ডুরান্ড ট্রফি সামনে রেখে জন বলেন, "ডুরান্ড কাপ জয়ের আনন্দ এখনও ফিকে হয়েছে তেমনটা নয় ৷ তবে অনুরাগীদের একটা বিশেষ বার্তা দিতে চাই আমি ৷ এই ট্রফি জয় সকলের কাছেই শিক্ষনীয় এবং এই জয় প্রমাণ করে হাল ছেড়ো না ৷ সাফল্যের সময় প্রিয় দলকে যতটা সমর্থন করবে, খারাপ সময়েও ঠিক ততটাই পাশে থাকবে ৷ কারণ টানেলের শেষে সবসময় আলো থাকে ৷ আমরা সেটা প্রমাণ করেছি ৷ অভিনন্দন সমগ্র দলকে ৷ আমি কেবল তাঁদের প্রতিনিধি হয়ে কথা বলছি ৷ আসল নায়ক দলের স্টাফ, কোচ, ফুটবলাররা এবং যাঁরা এই দলের সঙ্গে কোনও না কোনওভাবে জুড়ে রয়েছেন ৷"

সাফল্যে পাশে থাকলেও সামান্য ব্যর্থতায় কলকাতার তিন প্রধানে কোচের প্রতি বিষোদগার অনেক পুরনো অভ্যাস ৷ কর্পোরেটের ছোঁয়া লাগলেও সেই অভ্যাসে বদল হয়েছে বলা যাবে না ৷ 2022-23 মরশুমে আইএসএল ট্রফি, 2023 ডুরান্ড কাপে দলকে চ্যাম্পিয়ন করলেও আইএসএলের প্রথম ধাপে প্রত্য়াশা মতো ফল না-আসায় গতবছর জুয়ান ফেরান্দোকে কোচের পদে থেকে সরিয়ে দিয়েছিল মোহনবাগান ৷ আবার তাঁর বদলি হিসেবে আন্তোনিও লোপেজ হাবাস এসে বাগানকে লিগ শিল্ড দিলেও তিনি আর কোচের পদে নেই এই মরশুমে ৷ তেমনই ইস্টবেঙ্গলকে গতবছর সুপার কাপ দেওয়া কার্লেস কুয়াদ্রাত সদ্য সমাপ্ত ডুরান্ডে ব্যর্থ হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সমর্থকদের একাংশে ৷ তাই এই ভিডিয়োবার্তায় কলকাতার ফুটবল অনুরাগীদের জন ধৈর্য্য ধরতে বলেছেন বলে মনে করছেন অনেকে ৷ কারণ সাফল্য চট করে আসে না ৷

নর্থ-ইস্ট ইউনাইটেডকে ট্রফি দেওয়া পেদ্রো বেনালিকে গত মরশুমে কোচ করে এনেছিল নর্থ-ইস্ট ৷ গত মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঁচ গোল হজম করেছিল এই দলটা ৷ কিন্তু ক্লাবের ভরসা ছিল বেনালির উপরেই ৷ ফিরতি লেগে সেই নর্থ-ইস্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল ৷ লিগের দ্বিতীয়ার্ধে অনেক দলের ঘুম কেড়েছিল 'হাইল্যান্ডার্স' ব্রিগেড ৷ আর শনিবার টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ক্লাবকে প্রথম মেজর ট্রফি দিলেন স্প্যানিশ কোচ পেদ্রো বেনালি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.