ETV Bharat / sports

বুমরার ইচ্ছে না জেনেই 'সাদা বলের বিশেষজ্ঞ' তকমা, মন্তব্য শাস্ত্রীর - জসপ্রীত বুমরা

Ravi Shastri on Jasprit Bumrah: টি-20 ও ওয়ান-ডে’র পাশাপাশি টেস্ট ক্রিকেটেও আইসিসির একনম্বর বোলার জসপ্রীত বুমরা ৷ তবে, তা সত্ত্বেও একটা সময় বুমরাকে 'সাদা বলের বিশেষজ্ঞ' তকমা দেওয়া হয়েছিল ৷ যা নিয়ে এবার নিজের মতপ্রকাশ করলেন ভারতীয় প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৷

Image Courtesy: Jasprit Bumrah X and ETV BHARAT
Image Courtesy: Jasprit Bumrah X and ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 2:27 PM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: জসপ্রীত বুমরা নামের সঙ্গে ক্রিকেট বিশ্ব পরিচিত হয়েছিল আইপিএলের মঞ্চে ৷ তথাকথিত পেস বোলারের মতো বোলিং অ্যাকশন তাঁর নয় ৷ তাই শুরুতেই অধিকাংশ বিশেষজ্ঞের মত ছিল, ক্রিকেটের সীমিত-ওভারের ফরম্যাটেই চলবেন তিনি ৷ জাতীয় দলের হয়ে বড় জোর ওয়ান-ডে ক্রিকেট ৷ কোনও মতেই টেস্ট-এলিমেন্ট নন ৷ কিন্তু, বিদেশ তো বটেই, ঘরের মাঠেও ভারতীয় বোলিংয়ের শিরদাঁড়া জসপ্রীত বুমরা ৷ বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই একনম্বর বোলার ৷

কিন্তু, সেই জসপ্রীত বুমরাকেই 'সাদাবলের বিশেষজ্ঞ' তকমা দেওয়া হয়েছিল ৷ তাও তাঁর ইচ্ছের কথা না জেনেই ! এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৷ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থারটনকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী তাঁর কোচিংয়ের সময়েই কথা শেয়ার করেন ৷ সেখানেই শাস্ত্রী বলেন, "আমার মনে আছে ওকে (জসপ্রীত বুমরা) করা আমার প্রথম ফোন ৷ সেটা ছিল কলকাতায় ৷ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কি টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী ? ও আমাকে বলেছিল, ওটা ওর ক্রিকেট জীবনের সবচেয়ে বড় মুহূর্ত (টেস্ট ক্রিকেট খেলা) হয়ে উঠবে ৷"

এর পরেই শাস্ত্রী বলেন, "ওকে 'সাদাবলের বিশেষজ্ঞ' তকমা দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ওকে একবারও জিজ্ঞেস করা হয়নি ৷ কিন্তু, আমি জানতাম ৷ আমি দেখতে চেয়েছিলাম, ও কতটা ক্ষুধার্ত ছিল ৷ আমি ওকে বলেছিলাম, তৈরি হয়ে যাও, নিজেকে প্রস্তুত করো ৷ আমি ওকে বলে দিয়েছিলাম, দক্ষিণ আফ্রিকায় আমি ওকে সেই সুযোগ দিতে যাচ্ছি ৷" সত্যিই সেটা হয়েছিল ৷ 2018 সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে অভিষেক হয়েছিল জসপ্রীত বুমরার ৷

আর্থারটনকে দেওয়া সেই সাক্ষাৎকারে রবি বলেন, "ও অনেক উত্তেজিত ছিল টেস্ট ক্রিকেট খেলার জন্য এবং নিজেকে সেখানে প্রমাণ করার জন্য ৷ বুমরা বিরাট কোহলির সঙ্গে টেস্ট খেলার জন্য মুখিয়ে ছিল ৷ ওরা জানে, দিনের শেষে কেউ সাদাবলের ক্রিকেটে গড় মনে রাখবে না ৷ সবাই তাঁদের মনে রাখবে টেস্ট ক্রিকেট দিয়ে ৷"

আরও পড়ুন:

  1. বাকি তিনটি টেস্টেও 'বিরাটহীন' দল, স্কোয়াডে বাংলার আকাশ দীপ
  2. পিঠ ও কুচকিতে টান শ্রেয়সের, সিরিজের বাকি ম্যাচে অনিশ্চিত ভারতীয় ব্যাটার

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: জসপ্রীত বুমরা নামের সঙ্গে ক্রিকেট বিশ্ব পরিচিত হয়েছিল আইপিএলের মঞ্চে ৷ তথাকথিত পেস বোলারের মতো বোলিং অ্যাকশন তাঁর নয় ৷ তাই শুরুতেই অধিকাংশ বিশেষজ্ঞের মত ছিল, ক্রিকেটের সীমিত-ওভারের ফরম্যাটেই চলবেন তিনি ৷ জাতীয় দলের হয়ে বড় জোর ওয়ান-ডে ক্রিকেট ৷ কোনও মতেই টেস্ট-এলিমেন্ট নন ৷ কিন্তু, বিদেশ তো বটেই, ঘরের মাঠেও ভারতীয় বোলিংয়ের শিরদাঁড়া জসপ্রীত বুমরা ৷ বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই একনম্বর বোলার ৷

কিন্তু, সেই জসপ্রীত বুমরাকেই 'সাদাবলের বিশেষজ্ঞ' তকমা দেওয়া হয়েছিল ৷ তাও তাঁর ইচ্ছের কথা না জেনেই ! এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৷ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থারটনকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী তাঁর কোচিংয়ের সময়েই কথা শেয়ার করেন ৷ সেখানেই শাস্ত্রী বলেন, "আমার মনে আছে ওকে (জসপ্রীত বুমরা) করা আমার প্রথম ফোন ৷ সেটা ছিল কলকাতায় ৷ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কি টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী ? ও আমাকে বলেছিল, ওটা ওর ক্রিকেট জীবনের সবচেয়ে বড় মুহূর্ত (টেস্ট ক্রিকেট খেলা) হয়ে উঠবে ৷"

এর পরেই শাস্ত্রী বলেন, "ওকে 'সাদাবলের বিশেষজ্ঞ' তকমা দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ওকে একবারও জিজ্ঞেস করা হয়নি ৷ কিন্তু, আমি জানতাম ৷ আমি দেখতে চেয়েছিলাম, ও কতটা ক্ষুধার্ত ছিল ৷ আমি ওকে বলেছিলাম, তৈরি হয়ে যাও, নিজেকে প্রস্তুত করো ৷ আমি ওকে বলে দিয়েছিলাম, দক্ষিণ আফ্রিকায় আমি ওকে সেই সুযোগ দিতে যাচ্ছি ৷" সত্যিই সেটা হয়েছিল ৷ 2018 সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে অভিষেক হয়েছিল জসপ্রীত বুমরার ৷

আর্থারটনকে দেওয়া সেই সাক্ষাৎকারে রবি বলেন, "ও অনেক উত্তেজিত ছিল টেস্ট ক্রিকেট খেলার জন্য এবং নিজেকে সেখানে প্রমাণ করার জন্য ৷ বুমরা বিরাট কোহলির সঙ্গে টেস্ট খেলার জন্য মুখিয়ে ছিল ৷ ওরা জানে, দিনের শেষে কেউ সাদাবলের ক্রিকেটে গড় মনে রাখবে না ৷ সবাই তাঁদের মনে রাখবে টেস্ট ক্রিকেট দিয়ে ৷"

আরও পড়ুন:

  1. বাকি তিনটি টেস্টেও 'বিরাটহীন' দল, স্কোয়াডে বাংলার আকাশ দীপ
  2. পিঠ ও কুচকিতে টান শ্রেয়সের, সিরিজের বাকি ম্যাচে অনিশ্চিত ভারতীয় ব্যাটার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.