ETV Bharat / sports

দুই ভারতীয়কে জুনের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার বেছে নিল আইসিসি - ICC Player of The Month - ICC PLAYER OF THE MONTH

ICC Player of The Month for June: আইসিসি’র জুনের সেরা ক্রিকেটারের তালিকায় দুই ভারতীয় ৷ পুরুষ ও মহিলা দুই বিভাগেই ভারতের জসপ্রীত বুমরা এবং স্মৃতি মন্ধানা জায়গা করে নিয়েছেন ৷ সাম্প্রতিক সময়ে অসাধাণ পারফর্ম্যান্সে এই সম্মান পেলেন তাঁরা ৷

ETV BHARAT
স্মৃতি মন্ধানা এবং জসপ্রীত বুমরা ৷ (ছবি- বিসিসিআই এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 9:13 PM IST

দুবাই, 9 জুলাই: আরও একটি পালক জুড়ল ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরার মুকুটে ৷ এবার জুন মাসের আইসিসি’র সেরা ক্রিকেটার হলেন গুজরাত পেসার ৷ টি-20 বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি ৷ আইসিসি ব়্যাংকিংয়েও উন্নতি হয়েছে ৷ সবমিলিয়ে দুরন্ত পারফরম্যান্সের সুফল পেলেন বুমরা ৷

শুধু জসপ্রীত বুমরা নন ৷ জুন মাসের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা ৷ চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে জুন মাসে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন স্মৃতি ৷ মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে পরপর দু’টি সেঞ্চুরি করেছেন বাঁ-হাতি ব্যাটার ৷ পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হওয়া একমাত্র টেস্টে 149 রানের ইনিংস খেলের স্মৃতি মন্ধানা ৷ ওয়ান-ডে ও টেস্ট সিরিজের অসাধারণ পারফর্ম্যান্স স্মৃতিকে জুনের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে ৷

বুমরার সঙ্গে জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ছিলেন রোহিত শর্মা এবং রহমানুল্লাহ গুরবাজ ৷ বিশ্বকাপে দু’টি হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত ৷ সঙ্গে টি-20 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তিনি ৷ রহমানুল্লাহ গুরবাজ সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানেরও মালিক ৷ কিন্তু, বুমরার পারফরম্যান্সের সামনে তাঁদের সাফল্য ততটা কার্যকরী মনে হয়নি ভোটিংয়ে অংশ নেওয়া আইসিসি’র প্রতিনিধিদের ৷

অন্যদিকে, স্মৃতি মন্ধানার সঙ্গে জুন মাসের সেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন ইংল্যান্ডের মাইয়া বাউচিয়ার এবং শ্রীলঙ্কার বিশমি গুণারত্নে ৷ আইসিসি’কে দেওয়া বিবৃতিতে বুমরা জানিয়েছেন, "জুন মাসে আইসিসি’র সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার জন্য আমি খুবই আনন্দিত ৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে কয়েক সপ্তাহের স্মরণীয় মুহূর্ত কাটিয়ে আসার পর এটা আমার কাছে খুবই সম্মানের ৷ আমরা দলগতভাবে অনেক সাফল্য উদযাপন করেছি ৷ তবে, এই সম্মানটা ব্যক্তিগতভাবে প্রাপ্তির তালিকাকে পূর্ণ করল ৷"

আইসিসি’র জুন মাসের সেরা মহিলা ক্রিকেটার হওয়া নিয়ে স্মৃতি মন্ধানা বলেন, "জুন মাসের আইসিসি মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি সত্যিই আনন্দিত ৷ আর যেভাবে দল পারফর্ম করেছে, তাতে আমি সবচেয়ে বেশি আনন্দিত ৷ আমরা ওয়ান-ডে ও টেস্ট সিরিজ জিতেছি ৷ আশা করছি এই ফর্ম ধরে রাখতে পারব ৷ সঙ্গে ভারতের হয়ে আগামী দিনেও একইভাবে পারফর্ম করতে পারব, এমনটাই আশা রাখছি ৷"

দুবাই, 9 জুলাই: আরও একটি পালক জুড়ল ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরার মুকুটে ৷ এবার জুন মাসের আইসিসি’র সেরা ক্রিকেটার হলেন গুজরাত পেসার ৷ টি-20 বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি ৷ আইসিসি ব়্যাংকিংয়েও উন্নতি হয়েছে ৷ সবমিলিয়ে দুরন্ত পারফরম্যান্সের সুফল পেলেন বুমরা ৷

শুধু জসপ্রীত বুমরা নন ৷ জুন মাসের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা ৷ চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে জুন মাসে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন স্মৃতি ৷ মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে পরপর দু’টি সেঞ্চুরি করেছেন বাঁ-হাতি ব্যাটার ৷ পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হওয়া একমাত্র টেস্টে 149 রানের ইনিংস খেলের স্মৃতি মন্ধানা ৷ ওয়ান-ডে ও টেস্ট সিরিজের অসাধারণ পারফর্ম্যান্স স্মৃতিকে জুনের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে ৷

বুমরার সঙ্গে জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ছিলেন রোহিত শর্মা এবং রহমানুল্লাহ গুরবাজ ৷ বিশ্বকাপে দু’টি হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত ৷ সঙ্গে টি-20 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তিনি ৷ রহমানুল্লাহ গুরবাজ সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানেরও মালিক ৷ কিন্তু, বুমরার পারফরম্যান্সের সামনে তাঁদের সাফল্য ততটা কার্যকরী মনে হয়নি ভোটিংয়ে অংশ নেওয়া আইসিসি’র প্রতিনিধিদের ৷

অন্যদিকে, স্মৃতি মন্ধানার সঙ্গে জুন মাসের সেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন ইংল্যান্ডের মাইয়া বাউচিয়ার এবং শ্রীলঙ্কার বিশমি গুণারত্নে ৷ আইসিসি’কে দেওয়া বিবৃতিতে বুমরা জানিয়েছেন, "জুন মাসে আইসিসি’র সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার জন্য আমি খুবই আনন্দিত ৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে কয়েক সপ্তাহের স্মরণীয় মুহূর্ত কাটিয়ে আসার পর এটা আমার কাছে খুবই সম্মানের ৷ আমরা দলগতভাবে অনেক সাফল্য উদযাপন করেছি ৷ তবে, এই সম্মানটা ব্যক্তিগতভাবে প্রাপ্তির তালিকাকে পূর্ণ করল ৷"

আইসিসি’র জুন মাসের সেরা মহিলা ক্রিকেটার হওয়া নিয়ে স্মৃতি মন্ধানা বলেন, "জুন মাসের আইসিসি মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি সত্যিই আনন্দিত ৷ আর যেভাবে দল পারফর্ম করেছে, তাতে আমি সবচেয়ে বেশি আনন্দিত ৷ আমরা ওয়ান-ডে ও টেস্ট সিরিজ জিতেছি ৷ আশা করছি এই ফর্ম ধরে রাখতে পারব ৷ সঙ্গে ভারতের হয়ে আগামী দিনেও একইভাবে পারফর্ম করতে পারব, এমনটাই আশা রাখছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.