ETV Bharat / sports

নজির গড়েও পারল না আলবেনিয়া, জয়ে খেতাব ধরে রাখার অভিযান শুরু 'আজ্জুরি' বাহিনীর - UEFA EURO 2024 - UEFA EURO 2024

Italy vs Albania: প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম গোল করেও ইতালিকে হারাতে ব্যর্থ আলবেনিয়া ৷ অন্যদিকে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তনে ইউরো অভিযান শুরু করল 'আজ্জুরি' ব্রিগেড ৷ অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল স্পেন ৷

ITALY BEAT ALBANIA
গোলের উচ্ছ্বাস ইতালি ফুটবলারদের (ইতালি ফুটবল দল -এক্স)
author img

By PTI

Published : Jun 16, 2024, 8:00 AM IST

ডর্টমুন্ড, 16 জুন: খেতাব ধরে রাখার অভিযানের শুরুতে শনিবার ইতালির সামনে ছিল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ৷ কিন্তু গ্যালারি ঠিকঠাক বুঝে ওঠার আগেই এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জালে বল জড়িয়ে দেয় আলবেনিয়া ৷ 2016-র পর এই নিয়ে দ্বিতীয়বার ইউরোর মঞ্চে যে দেশ, তাদের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ায় শুরু হয়ে গিয়েছিল ফিসফাস ৷ কিন্তু না, কার্যত অঘটন ঘটিয়ে ইউরোর ইতিহাসে দ্বিতীয় জয় পাওয়া হল না আলবেনিয়ানদের ৷ দুরন্ত প্রত্যাঘাতে আলবেনিয়াকে 2-1 গোলে হারিয়ে খেতাব ধরে রাখার যাত্রা শুরু করল 'আজ্জুরি' ব্রিগেড ৷

2016 ইউরো কাপে প্রথম দু'টো ম্যাচ হারলেও গ্রুপের তৃতীয় ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে 1-0 জয় পেয়েছিল আলবেনিয়া ৷ আর একমাত্র গোলটি করেছিলেন মোহনবাগানের জার্সি গায়ে গত মরশুমে খেলা আর্মান্দো সাদিকু ৷ শনিবার ম্যাচের 22 সেকেন্ডের মাথায় বিপক্ষের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে আলবেনিয়াকে এগিয়ে দেন নেদিম বাজরামি ৷ সাসৌলো মিডফিল্ডারের জোরালো ভলি ইতালি গোলরক্ষক দোনারুম্মার নাগাল এড়িয়ে গোলে প্রবেশ করে ৷ সেইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম গোল করে নজির গড়ে ফেলে আলবেনিয়া ৷

এর আগে ইউরোয় দ্রুততম গোলের নজির ছিল দিমিত্রি কিরিচেঙ্কোর ৷ 2004 সালে গ্রিসের বিরুদ্ধে 67 সেকেন্ডে করা তাঁর গোল এতদিন ছিল এই তালিকার শীর্ষে ৷ যদিও শনিবার নজিরের সুখ দীর্ঘস্থায়ী হয়নি আলবেনিয়ার ৷ 11 মিনিটে কর্নার থেকে দলকে সমতায় ফেরান আলেসান্দ্রো বাস্তোনি ৷ পাঁচ মিনিটের মধ্যে ফের গোল ইতালির ৷ 16 মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে নিকোলো বারেলার গোলার মতো শট তিন পয়েন্ট এনে দেয় গতবারের চ্যাম্পিয়নদের ৷ ম্যাচের বাকি সময়টা আধিপত্য রেখে খেললেও আর গোল করতে পারেনি ইতালি ৷

গ্রুপ 'বি'-র অন্য ম্যাচে স্পেনের কাছে এদিন ধরাশায়ী হতে হয় ক্রোয়েশিয়াকে ৷ 3-0 গোলে লুকা মদ্রিচদের হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করে স্প্যানিশ আর্মাডা ৷ প্রথমার্ধেই এদিন তিন গোল এবং সেইসঙ্গে তিন পয়েন্ট তুলে নেয় তিনবারের সেরারা ৷ স্পেনের হয়ে এদিন গোলগুলি করেন আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইজ এবং ড্যানি কার্ভাহাল ৷

ডর্টমুন্ড, 16 জুন: খেতাব ধরে রাখার অভিযানের শুরুতে শনিবার ইতালির সামনে ছিল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ৷ কিন্তু গ্যালারি ঠিকঠাক বুঝে ওঠার আগেই এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জালে বল জড়িয়ে দেয় আলবেনিয়া ৷ 2016-র পর এই নিয়ে দ্বিতীয়বার ইউরোর মঞ্চে যে দেশ, তাদের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ায় শুরু হয়ে গিয়েছিল ফিসফাস ৷ কিন্তু না, কার্যত অঘটন ঘটিয়ে ইউরোর ইতিহাসে দ্বিতীয় জয় পাওয়া হল না আলবেনিয়ানদের ৷ দুরন্ত প্রত্যাঘাতে আলবেনিয়াকে 2-1 গোলে হারিয়ে খেতাব ধরে রাখার যাত্রা শুরু করল 'আজ্জুরি' ব্রিগেড ৷

2016 ইউরো কাপে প্রথম দু'টো ম্যাচ হারলেও গ্রুপের তৃতীয় ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে 1-0 জয় পেয়েছিল আলবেনিয়া ৷ আর একমাত্র গোলটি করেছিলেন মোহনবাগানের জার্সি গায়ে গত মরশুমে খেলা আর্মান্দো সাদিকু ৷ শনিবার ম্যাচের 22 সেকেন্ডের মাথায় বিপক্ষের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে আলবেনিয়াকে এগিয়ে দেন নেদিম বাজরামি ৷ সাসৌলো মিডফিল্ডারের জোরালো ভলি ইতালি গোলরক্ষক দোনারুম্মার নাগাল এড়িয়ে গোলে প্রবেশ করে ৷ সেইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম গোল করে নজির গড়ে ফেলে আলবেনিয়া ৷

এর আগে ইউরোয় দ্রুততম গোলের নজির ছিল দিমিত্রি কিরিচেঙ্কোর ৷ 2004 সালে গ্রিসের বিরুদ্ধে 67 সেকেন্ডে করা তাঁর গোল এতদিন ছিল এই তালিকার শীর্ষে ৷ যদিও শনিবার নজিরের সুখ দীর্ঘস্থায়ী হয়নি আলবেনিয়ার ৷ 11 মিনিটে কর্নার থেকে দলকে সমতায় ফেরান আলেসান্দ্রো বাস্তোনি ৷ পাঁচ মিনিটের মধ্যে ফের গোল ইতালির ৷ 16 মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে নিকোলো বারেলার গোলার মতো শট তিন পয়েন্ট এনে দেয় গতবারের চ্যাম্পিয়নদের ৷ ম্যাচের বাকি সময়টা আধিপত্য রেখে খেললেও আর গোল করতে পারেনি ইতালি ৷

গ্রুপ 'বি'-র অন্য ম্যাচে স্পেনের কাছে এদিন ধরাশায়ী হতে হয় ক্রোয়েশিয়াকে ৷ 3-0 গোলে লুকা মদ্রিচদের হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করে স্প্যানিশ আর্মাডা ৷ প্রথমার্ধেই এদিন তিন গোল এবং সেইসঙ্গে তিন পয়েন্ট তুলে নেয় তিনবারের সেরারা ৷ স্পেনের হয়ে এদিন গোলগুলি করেন আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইজ এবং ড্যানি কার্ভাহাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.