ETV Bharat / sports

শুক্রবারে ইডেনে শাহরুখ-প্রীতি, 24 কোটির স্টার্কেই ভরসা রাখছে কেকেআর - IPL 2024

IPL KKR VS Punjab Kings: শুক্রবার ইডেনে আইপিএলে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস ৷ এই ম্যাচ দেখতে ইডেনে শাহরুখ ও প্রীতি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

MITCHELL STARC, SRK
স্টার্কের পাশে দাঁড়ালেন কেকেআর সিইও
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 10:58 PM IST

কলকাতা, 22 এপ্রিল: ইডেনে নাইট বনাম পঞ্জাব কিংস ম্যাচ রয়েছে 26 এপ্রিল শুক্রবার ৷ শাহরুখ খান এবং প্রীতি জিনটাকে কর্পোরেট বক্সে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত । চলতি আইপিএলে ইডেনে আইপিএলের বেশিরভাগ ম্যাচে কেকেআর মালিক শাহরুখ খান উপস্থিত থেকেছেন । পঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনটাও সাধারণত দলের খেলায় মাঠে উপস্থিত থাকেন ।

তাই 26 এপ্রিল দুই বলিউড তারকা ইডেনে উপস্থিত হয়ে যে নিজের দলের জন্য গলা ফাটাবেন তা ধরে নেওয়া যায় । সূত্রের খবর, তাঁরা দু'জনেই উপস্থিত থাকবেন ৷ এদিকে কেকেআর জয়ে ফিরলেও দলের মূল্যবান পেসারের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া অব্যাহত । 21 রানে পুঁজি নিয়ে শেষ ওভারে বল করতে এসে 20 রান দিয়ে ফেলেছিলেন । ফিল সল্ট গোলরক্ষকের মতো শরীর শূন্যে ছুড়ে রান আউট না করলে 222 রান করেও হারই প্রাপ্য ছিল কেকেআরের কপালে । শেষ ওভারে বল করতে এসে মিচেল স্টার্কের হতশ্রী বোলিং নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে । চলতি আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পারফরম্যান্স এখন হাসির খোরাক ।

'অজ্ঞাতকুলশীল' ব্যাটাররাও বাঁ-হাতি অস্ট্রেলিয়ান পেসারকে অনায়াসে সামলে দিচ্ছেন বা মাঠের বাইরে ফেলছে । এখন নাইটদের সাত ম্যাচে পাঁচ জয়ে মিচেল স্টার্কের উইকেট সংখ্যা 6 । চলতি টুন্টামেন্টে 24 কোটি টাকা খরচ করে মিচেল স্টার্ককে দলে নেওয়ায় পয়সা জলে গিয়েছে বলে সমালোচনা করছেন কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অনেকেই । যদিও নাইট শিবির দলের মূল্যবান পেসারের পাশেই রয়েছে, তাঁর উপরে ভরসাও রাখছে ।

মেন্টর গৌতম গম্ভীর জানান, স্টার্কের উপর তিনি আস্থাশীল । আরসিবি ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে হর্ষিত রানাও জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন স্টার্কই খুব দ্রুত দলকে জয়ের বড় ভূমিকা নেবেন । তবুও মিচেল স্টার্ক কাঠগড়ায় । সোমবার নাইট গলফে অংশ নিতে এসে অস্ট্রেলিয়ান পেসারের উপর আস্থা রাখলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর । তিনি বলেছেন, "স্টার্ক সুপারস্টার এবং ভালোমানের বোলার । আমরা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে স্টার্ককে দলে নেওয়ার বিষয়টি দেখি না । নিলামে গিয়ে যা হয় সেটা তার নিয়মে হয় । এই বিষয়টি ক্রিকেটারের হাতে যেমন থাকে না তেমনই আমাদের হাতেও থাকে না । কারওর হাতেই বিষয়টি থাকে না । আমরা শুধু মনে করেছিলাম দলে স্টার্কের যোগদান বাড়তি গুরুত্ব যোগ করবে । সেটা করেওছে । আমি বলতে চাইছি দলে স্টার্কের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে । খেলায় ওঠা নামা থাকে । সকলেই বিষয়টি মেনে নেয় । আমরা স্টার্ককে নিয়ে সুখী ।"

ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, "গত দশবছরে খেলার বদল হয়েছে । এখন দুটো বলে রান না হলে ক্রিকেটাররা বিরক্ত হয় ।" নাইটদের ফিল্ডিংয়ের মান কখনও উঁচু কখনও মাঝারিয়ানায় আক্রান্ত । যদিও ভেঙ্কটেশ আইয়ারদের ফিল্ডিং কোচ বলছেন, "পুরো টুর্নামেন্ট জুড়েই দল দারুণ ফিল্ডিং করে চলেছে । আরসিবির বিরুদ্ধে আমরা কয়েকটি ভালো ক্যাচ ধরেছি । আমাদের উইকেট কিপিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো হয়েছে এবং হচ্ছে ।"

আরও পড়ুন :

  1. খেলার দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম
  2. ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ

কলকাতা, 22 এপ্রিল: ইডেনে নাইট বনাম পঞ্জাব কিংস ম্যাচ রয়েছে 26 এপ্রিল শুক্রবার ৷ শাহরুখ খান এবং প্রীতি জিনটাকে কর্পোরেট বক্সে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত । চলতি আইপিএলে ইডেনে আইপিএলের বেশিরভাগ ম্যাচে কেকেআর মালিক শাহরুখ খান উপস্থিত থেকেছেন । পঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনটাও সাধারণত দলের খেলায় মাঠে উপস্থিত থাকেন ।

তাই 26 এপ্রিল দুই বলিউড তারকা ইডেনে উপস্থিত হয়ে যে নিজের দলের জন্য গলা ফাটাবেন তা ধরে নেওয়া যায় । সূত্রের খবর, তাঁরা দু'জনেই উপস্থিত থাকবেন ৷ এদিকে কেকেআর জয়ে ফিরলেও দলের মূল্যবান পেসারের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া অব্যাহত । 21 রানে পুঁজি নিয়ে শেষ ওভারে বল করতে এসে 20 রান দিয়ে ফেলেছিলেন । ফিল সল্ট গোলরক্ষকের মতো শরীর শূন্যে ছুড়ে রান আউট না করলে 222 রান করেও হারই প্রাপ্য ছিল কেকেআরের কপালে । শেষ ওভারে বল করতে এসে মিচেল স্টার্কের হতশ্রী বোলিং নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে । চলতি আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পারফরম্যান্স এখন হাসির খোরাক ।

'অজ্ঞাতকুলশীল' ব্যাটাররাও বাঁ-হাতি অস্ট্রেলিয়ান পেসারকে অনায়াসে সামলে দিচ্ছেন বা মাঠের বাইরে ফেলছে । এখন নাইটদের সাত ম্যাচে পাঁচ জয়ে মিচেল স্টার্কের উইকেট সংখ্যা 6 । চলতি টুন্টামেন্টে 24 কোটি টাকা খরচ করে মিচেল স্টার্ককে দলে নেওয়ায় পয়সা জলে গিয়েছে বলে সমালোচনা করছেন কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অনেকেই । যদিও নাইট শিবির দলের মূল্যবান পেসারের পাশেই রয়েছে, তাঁর উপরে ভরসাও রাখছে ।

মেন্টর গৌতম গম্ভীর জানান, স্টার্কের উপর তিনি আস্থাশীল । আরসিবি ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে হর্ষিত রানাও জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন স্টার্কই খুব দ্রুত দলকে জয়ের বড় ভূমিকা নেবেন । তবুও মিচেল স্টার্ক কাঠগড়ায় । সোমবার নাইট গলফে অংশ নিতে এসে অস্ট্রেলিয়ান পেসারের উপর আস্থা রাখলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর । তিনি বলেছেন, "স্টার্ক সুপারস্টার এবং ভালোমানের বোলার । আমরা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে স্টার্ককে দলে নেওয়ার বিষয়টি দেখি না । নিলামে গিয়ে যা হয় সেটা তার নিয়মে হয় । এই বিষয়টি ক্রিকেটারের হাতে যেমন থাকে না তেমনই আমাদের হাতেও থাকে না । কারওর হাতেই বিষয়টি থাকে না । আমরা শুধু মনে করেছিলাম দলে স্টার্কের যোগদান বাড়তি গুরুত্ব যোগ করবে । সেটা করেওছে । আমি বলতে চাইছি দলে স্টার্কের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে । খেলায় ওঠা নামা থাকে । সকলেই বিষয়টি মেনে নেয় । আমরা স্টার্ককে নিয়ে সুখী ।"

ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, "গত দশবছরে খেলার বদল হয়েছে । এখন দুটো বলে রান না হলে ক্রিকেটাররা বিরক্ত হয় ।" নাইটদের ফিল্ডিংয়ের মান কখনও উঁচু কখনও মাঝারিয়ানায় আক্রান্ত । যদিও ভেঙ্কটেশ আইয়ারদের ফিল্ডিং কোচ বলছেন, "পুরো টুর্নামেন্ট জুড়েই দল দারুণ ফিল্ডিং করে চলেছে । আরসিবির বিরুদ্ধে আমরা কয়েকটি ভালো ক্যাচ ধরেছি । আমাদের উইকেট কিপিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো হয়েছে এবং হচ্ছে ।"

আরও পড়ুন :

  1. খেলার দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম
  2. ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.