প্যারিস, 2 অগস্ট: ব্যক্তিগত রাউন্ডে সামান্য ভুলে হারতে হয়েছিলে ৷ মোক্ষম সময়ে লক্ষ্যভেদ হয়নি ৷ মিক্সড ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভুল শুধরে নিলেন ধীরজ বোম্মাদেভারা ৷ অঙ্কিতা ভকতকে সঙ্গী করে দেশকে সেমি-ফাইনালে তুললেন অন্ধ্রের তিরন্দাজ ৷ শেষ আটে স্পেনকে 5-3 ব্যবধানে হারাল ভারত ৷
প্রথম সেটেই 38-37 পয়েন্টে স্পেনের কানালস এলিয়া ও আছা গঞ্জালেজ পাবলোর জুটিকে হারিয়ে দেন ধীরজ-অঙ্কিতা ৷ দ্বিতীয় সেট টাই হয় ৷ 38 পয়েন্ট করে পায় দুই দল ৷ তৃতীয় সেট জিতে নেয় স্পেন ৷ 37-36 ব্যবধানে ভারতকে হারিয়ে দেন কানালস এলিয়া ও আছা গঞ্জালেজ পাবলোর জুটি ৷ চতুর্থ ও নির্ণায়ক সেটে অনবদ্য হয়ে ওঠেন ধীরজ ৷ দু’টি শটেই চাঁদমারির মাঝে তির রাখেন বোম্মাদেভারা ৷ অন্ধ্রের তিরন্দাজের 20 পয়েন্টের শটেই স্প্যানিস আর্মাডাকে পিছনে ফেলে ভারত ৷ 37-36 ব্য়বধানে চতুর্থ সেট ও ম্যাচ জেতেন নীল জার্সিধারীরা ৷
TARGET ACQUIRED! 🎯
— SAI Media (@Media_SAI) August 2, 2024
A first-ever semifinal for Indian archery in our Olympic history!
Next up, South Korea for #TeamIndia at the #Paris2024Olympics
Let's cheer for our archers and let's keep chanting #Cheer4Bharat! 🇮🇳@BommadevaraD @india_archery @WeAreTeamIndia pic.twitter.com/SqTEdxZ7nv
ইন্দোনেশিয়ার চয়রুনিশা দিয়ানন্দা ও পাঙ্গসেতু আরিফকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত ৷ দুরন্ত খেলেছিলেন বাংলার অঙ্কিতা ভকত ৷ শেষ আটে সেই দায়িত্বটা নিজের কাঁধে নিলেন ধীরজ ৷ গোটা ম্যাচে পারফেক্ট 10 করলেন আটবার ৷ তাঁর লক্ষ্যভেদেই ডুবল স্প্যানিশ আর্মাডা ৷ শেষ শটে 8 পয়েন্টে তির গেঁথে কাজটা খানিক কঠিন করে ফেলেছিলেন অঙ্কিতা ৷ সহ-খেলোয়াড়ের সেই ভুলটাও পুষিয়ে দিলেন বোম্মাদেভারা ৷
আজ সন্ধে 7.01 মিনিটে সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত ৷ সেই ম্যাচ জিতলে সোনার লড়াইয়ে নামবেন অঙ্কিতা-ধীরজ ৷ হেরে গেলে ব্রোঞ্জ জেতার দরজাও খোলা থাকছে ৷ সমস্ত ম্যাচই আজ হবে ৷