ETV Bharat / sports

অখিলেশের দলের সাংসদের সঙ্গে বিয়ের পিঁড়িতে নাইট তারকা! জোর জল্পনা - RINKU SINGH ENGAGEMENT

বিয়ের পিঁড়িতে বসছেন নাইটদের তারকা ব্যাটার ৷ পাত্রী আবার সদ্য নাম লিখিয়েছেন রাজনীতিতে ৷

RINKU SINGH
রিঙ্কু সিং (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 17, 2025, 7:07 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: কৌতূহলী অনুরাগীদের নজর এড়িয়ে খানিকটা চুপিসারেই জীবনের নয়া ইনিংসের সূচনার পথে রিঙ্কু সিং ৷ বৃহস্পতিবার পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন জাতীয় দলের ক্রিকেটার ৷ সোশাল মিডিয়ায় সম্প্রতি এমন খবর চাউর হতেই সামনে এল সত্যিটা ৷ বাগদান সম্পন্ন না-হলেও খুব শীঘ্রই তা হয়ে সম্পন্ন হবে বলে খবর ৷

বৃহস্পতিবার দুই বাড়ির তরফে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে গুঞ্জনের পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রিয়া সরোজের বাবা তুফানী সরোজ ৷ যিনি নিজেও সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ ৷ মাছলি সাহার লোকসভা কেন্দ্র থেকে 2024 সালে জয়ী হন রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া ৷ আগে একই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তুফানী সরোজ ৷

কে রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী প্রিয়া:

1998 সালের 23 নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্ম প্রিয়া সরোজের ৷ সমাজবাদী পার্টির এই সাংসদ এই মুহূর্তে লোকসভার অন্যতম কনিষ্ঠ সদস্য ৷ রাজনীতিতেও তাঁর পথ চলা শুরু হয়েছে সদ্যই ৷ তিনবারের প্রাক্তন সাংসদ পিতার পদাঙ্ক অনুসরণ করেই রাজনীতিতে প্রবেশ রিঙ্কুর হবু স্ত্রী'য়ের ৷ মাছলি সাহার কেন্দ্র থেকে বিজেপি'র প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হন তিনি ৷ 35,850 ভোটে জিতে দেশের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ সাংসদ হয়েছিলেন প্রিয়া সরোজ ৷

নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউশন থেকে উত্তীর্ণ হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে কলা বিভাগে এবং পরবর্তীতে অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে আইনে স্নাতক হন প্রিয়া ৷ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবও পরবর্তীতে কাজ করেছেন তিনি ৷

অন্যদিকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরুর আগে রিঙ্কুর নয়া জীবন শুরু করতে চলার খবরে আপ্লুত অনুরাগীরা ৷ ইডেনে 22 জানুয়ারি ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ সেখানে রিঙ্কু একাদশে খেলবেন, এমনটা আশা করাই যায় ৷ 2025 আইপিএলের জন্য মেগা নিলামের আগে যে কয়েকজন ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স রিটেইন করেছিল, রিঙ্কু তার মধ্যে অন্যতম ৷ 13 কোটি টাকায় শাহরুখের দলে রিটেইন হয়েছিলেন বাঁ-হাতি ব্য়াটার ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 17 জানুয়ারি: কৌতূহলী অনুরাগীদের নজর এড়িয়ে খানিকটা চুপিসারেই জীবনের নয়া ইনিংসের সূচনার পথে রিঙ্কু সিং ৷ বৃহস্পতিবার পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন জাতীয় দলের ক্রিকেটার ৷ সোশাল মিডিয়ায় সম্প্রতি এমন খবর চাউর হতেই সামনে এল সত্যিটা ৷ বাগদান সম্পন্ন না-হলেও খুব শীঘ্রই তা হয়ে সম্পন্ন হবে বলে খবর ৷

বৃহস্পতিবার দুই বাড়ির তরফে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে গুঞ্জনের পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রিয়া সরোজের বাবা তুফানী সরোজ ৷ যিনি নিজেও সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ ৷ মাছলি সাহার লোকসভা কেন্দ্র থেকে 2024 সালে জয়ী হন রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া ৷ আগে একই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তুফানী সরোজ ৷

কে রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী প্রিয়া:

1998 সালের 23 নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্ম প্রিয়া সরোজের ৷ সমাজবাদী পার্টির এই সাংসদ এই মুহূর্তে লোকসভার অন্যতম কনিষ্ঠ সদস্য ৷ রাজনীতিতেও তাঁর পথ চলা শুরু হয়েছে সদ্যই ৷ তিনবারের প্রাক্তন সাংসদ পিতার পদাঙ্ক অনুসরণ করেই রাজনীতিতে প্রবেশ রিঙ্কুর হবু স্ত্রী'য়ের ৷ মাছলি সাহার কেন্দ্র থেকে বিজেপি'র প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হন তিনি ৷ 35,850 ভোটে জিতে দেশের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ সাংসদ হয়েছিলেন প্রিয়া সরোজ ৷

নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউশন থেকে উত্তীর্ণ হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে কলা বিভাগে এবং পরবর্তীতে অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে আইনে স্নাতক হন প্রিয়া ৷ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবও পরবর্তীতে কাজ করেছেন তিনি ৷

অন্যদিকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরুর আগে রিঙ্কুর নয়া জীবন শুরু করতে চলার খবরে আপ্লুত অনুরাগীরা ৷ ইডেনে 22 জানুয়ারি ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ সেখানে রিঙ্কু একাদশে খেলবেন, এমনটা আশা করাই যায় ৷ 2025 আইপিএলের জন্য মেগা নিলামের আগে যে কয়েকজন ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স রিটেইন করেছিল, রিঙ্কু তার মধ্যে অন্যতম ৷ 13 কোটি টাকায় শাহরুখের দলে রিটেইন হয়েছিলেন বাঁ-হাতি ব্য়াটার ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.