কলকাতা, 23 অগস্ট: ইদানিং খুব একটা ছন্দে নেই কেএল রাহুল ৷ টিম ইন্ডিয়ার হয়ে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আহামরি নয় ৷ সেই কারণে কী ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কর্ণাটকী ব্যাটার ? জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার সোশাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেন ৷ তারপরই তাঁর অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ নেটিজেনদের দাবি, রাহুল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ সত্যি কী বাইশ গজ থেকে সরে দাঁড়ালেন কান্নুর লোকেশ ?
KL Rahul Announced His Retirement From International Cricket
— Sai Adabala (@adabala_d) August 22, 2024
All the best for new journey #KLrahul pic.twitter.com/PTLqo8IsLy
পোস্টে কী বলা হয়েছে ?
রাহুলের নাম করে একটি পোস্ট ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তাতে লেখা, ‘‘এই সিদ্ধান্ত সহজ ছিল না ৷ কারণ বহুবছর ধরে ক্রিকেট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ আমার কেরিয়ার জুড়ে আমি আমার পরিবার, সতীর্থ এবং ভক্তদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ । মাঠে এবং মাঠের বাইরে যে অভিজ্ঞতা এবং স্মৃতি অর্জন করেছি তা সত্যিই অমূল্য । আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার এবং এমন প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে খেলার সম্মান পেয়েছি ৷’’
This is Sad Very Sad 💔 @klrahul You were Truly a legend man 🇮🇳 pic.twitter.com/Ej8IuO1hNd
— 𝐒𝐡𝐨𝐮𝐫𝐲𝐚⁴⁵ (@devoteofrohit45) August 22, 2024
পোস্টটিতে আরও লেখা হয়েছে, ‘‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবলেও ক্রিকেটের এই স্বপ্নসফর আমার হৃদয়ে থাকবে । এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ।’’
🚨 Screenshot spreading on KL Rahul’s retirement is a false information
— RANVEER SOLANKI (@Ranveerbsolanki) August 23, 2024
KL only shared “I have an announcement to make, stay tuned….”
This first SS is Edited so stop spreading it
the 2nd ss is real he is going to announce something most probably its that he is joining RCB or… pic.twitter.com/rmxiIgPzDP
এই পোস্টের পরেই রাহুলের অবসর নিয়ে জল্পনা শুরু হয় ৷ যদিও এই পোস্টটি একটি ভুয়ো পোস্ট ৷ রাহুল তাঁর অ্যাকাউন্ট থেকে এরকম কোনও পোস্ট করেননি ৷ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনও ঘোষণাও করেননি কর্ণাটকী স্টাম্পার-ব্যাটার ৷ যদিও এই পোস্ট না-করলেও আরেকটি পোস্ট করেন কেএল ৷ সেখানে তিনি লিখেছেন, ‘একটি বড় ঘোষণা’ করতে চলেছেন ৷
টি-20 বিশ্বকাপে দলে জায়গা পাননি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন কেএল ৷ যদিও দ্বীপরাষ্ট্রে ব্যাট হাতে ব্যর্থ 32 বছর বয়সি রাহুল ৷ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে, কেএল রাহুলকে আসন্ন দলীপ ট্রফিতে দেখা যাবে ৷