ETV Bharat / sports

অবসর নিচ্ছেন কেএল রাহুল ! রহস্যময় পোস্টে তুঙ্গে জল্পনা - KL Rahul Retirement - KL RAHUL RETIREMENT

KL Rahul Viral Retirement Post : অবসর নিচ্ছেন কেএল রাহুল ৷ জাতীয় দলের স্টাম্পার-ব্যাটারের রহস্যময় পোস্টে তুঙ্গে জল্পনা ৷ সত্যি ব্যাট-প্যাড তুলে রাখছেন কর্ণাটকী ক্রিকেটার ? জানতে পড়ুন প্রতিবেদনটি...

KL Rahul Cricket Retirement Viral Post
অবসর নিচ্ছেন রাহুল ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 23, 2024, 1:27 PM IST

Updated : Aug 23, 2024, 1:33 PM IST

কলকাতা, 23 অগস্ট: ইদানিং খুব একটা ছন্দে নেই কেএল রাহুল ৷ টিম ইন্ডিয়ার হয়ে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আহামরি নয় ৷ সেই কারণে কী ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কর্ণাটকী ব্যাটার ? জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার সোশাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেন ৷ তারপরই তাঁর অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ নেটিজেনদের দাবি, রাহুল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ সত্যি কী বাইশ গজ থেকে সরে দাঁড়ালেন কান্নুর লোকেশ ?

পোস্টে কী বলা হয়েছে ?

রাহুলের নাম করে একটি পোস্ট ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তাতে লেখা, ‘‘এই সিদ্ধান্ত সহজ ছিল না ৷ কারণ বহুবছর ধরে ক্রিকেট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ আমার কেরিয়ার জুড়ে আমি আমার পরিবার, সতীর্থ এবং ভক্তদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ । মাঠে এবং মাঠের বাইরে যে অভিজ্ঞতা এবং স্মৃতি অর্জন করেছি তা সত্যিই অমূল্য । আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার এবং এমন প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে খেলার সম্মান পেয়েছি ৷’’

পোস্টটিতে আরও লেখা হয়েছে, ‘‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবলেও ক্রিকেটের এই স্বপ্নসফর আমার হৃদয়ে থাকবে । এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ।’’

এই পোস্টের পরেই রাহুলের অবসর নিয়ে জল্পনা শুরু হয় ৷ যদিও এই পোস্টটি একটি ভুয়ো পোস্ট ৷ রাহুল তাঁর অ্যাকাউন্ট থেকে এরকম কোনও পোস্ট করেননি ৷ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনও ঘোষণাও করেননি কর্ণাটকী স্টাম্পার-ব্যাটার ৷ যদিও এই পোস্ট না-করলেও আরেকটি পোস্ট করেন কেএল ৷ সেখানে তিনি লিখেছেন, ‘একটি বড় ঘোষণা’ করতে চলেছেন ৷

KL Rahul Cricket Retirement Viral Post
রাহুলের সোশাল মিডিয়ো পোস্ট (রাহুলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট)

টি-20 বিশ্বকাপে দলে জায়গা পাননি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন কেএল ৷ যদিও দ্বীপরাষ্ট্রে ব্যাট হাতে ব্যর্থ 32 বছর বয়সি রাহুল ৷ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে, কেএল রাহুলকে আসন্ন দলীপ ট্রফিতে দেখা যাবে ৷

কলকাতা, 23 অগস্ট: ইদানিং খুব একটা ছন্দে নেই কেএল রাহুল ৷ টিম ইন্ডিয়ার হয়ে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আহামরি নয় ৷ সেই কারণে কী ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কর্ণাটকী ব্যাটার ? জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার সোশাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেন ৷ তারপরই তাঁর অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ নেটিজেনদের দাবি, রাহুল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ সত্যি কী বাইশ গজ থেকে সরে দাঁড়ালেন কান্নুর লোকেশ ?

পোস্টে কী বলা হয়েছে ?

রাহুলের নাম করে একটি পোস্ট ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তাতে লেখা, ‘‘এই সিদ্ধান্ত সহজ ছিল না ৷ কারণ বহুবছর ধরে ক্রিকেট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ আমার কেরিয়ার জুড়ে আমি আমার পরিবার, সতীর্থ এবং ভক্তদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ । মাঠে এবং মাঠের বাইরে যে অভিজ্ঞতা এবং স্মৃতি অর্জন করেছি তা সত্যিই অমূল্য । আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার এবং এমন প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে খেলার সম্মান পেয়েছি ৷’’

পোস্টটিতে আরও লেখা হয়েছে, ‘‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবলেও ক্রিকেটের এই স্বপ্নসফর আমার হৃদয়ে থাকবে । এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ।’’

এই পোস্টের পরেই রাহুলের অবসর নিয়ে জল্পনা শুরু হয় ৷ যদিও এই পোস্টটি একটি ভুয়ো পোস্ট ৷ রাহুল তাঁর অ্যাকাউন্ট থেকে এরকম কোনও পোস্ট করেননি ৷ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনও ঘোষণাও করেননি কর্ণাটকী স্টাম্পার-ব্যাটার ৷ যদিও এই পোস্ট না-করলেও আরেকটি পোস্ট করেন কেএল ৷ সেখানে তিনি লিখেছেন, ‘একটি বড় ঘোষণা’ করতে চলেছেন ৷

KL Rahul Cricket Retirement Viral Post
রাহুলের সোশাল মিডিয়ো পোস্ট (রাহুলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট)

টি-20 বিশ্বকাপে দলে জায়গা পাননি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন কেএল ৷ যদিও দ্বীপরাষ্ট্রে ব্যাট হাতে ব্যর্থ 32 বছর বয়সি রাহুল ৷ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে, কেএল রাহুলকে আসন্ন দলীপ ট্রফিতে দেখা যাবে ৷

Last Updated : Aug 23, 2024, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.