হারারে, 7 জুলাই: 24 ঘণ্টার মধ্যে ঘুরে দাঁড়াল শুভমন গিলের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল ৷ হারারে স্পোর্টস কমপ্লেক্সে জিম্বাবোয়ের বিরুদ্ধে শনিবার প্রথম টি20 ম্যাচে লজ্জাজনক হারের মুখে দেখেছিল ভারত ৷ একদিনের মধ্যে দ্বিতীয় টি20 ম্যাচে দাপটের সঙ্গে কামব্যাক করল ভারতীয় ব্যাটিং ৷ 100 রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত ৷ 20 ওভারে 2 উইকেট হারিয়ে ভারতের তোলা 234 রানের জবাবে 134 রানে অলআউট জিম্বাবোয়ে ৷
সৌজন্যে অভিষেক শর্মার (100 রান) প্রথম টি20 আন্তর্জাতিক সেঞ্চুরি ৷ সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়ের (77 রানে অপরাজিত) দুরন্ত ইনিংস ৷ আর স্লগ ওভারে রিঙ্কু সিংয়ের 22 বলে 48 রানের বিধ্বংসী ইনিংস ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেয় ৷ বল হাতে তিনটি করে উইকেট নিয়ে দলের জয় মসৃণ করলেন মুকেশ কুমার, আবেশ খান ৷ ম্যাচের সেরা হয়েছেন অভিষেক শর্মা ৷
📸 📸 That 💯 Feeling! ✨
— BCCI (@BCCI) July 7, 2024
Congratulations Abhishek Sharma! 👏 👏
Follow the Match ▶️ https://t.co/yO8XjNpOro#TeamIndia | #ZIMvIND | @IamAbhiSharma4 pic.twitter.com/EWQ8BcDAL3
উল্লেখ্য, শুধু ভারতীয় ব্যাটিং নয় ৷ 234 রান ডিফেন্ড করতে নেমে ভারতের বোলিং বিভাগের পারফরম্যান্স গতকালের মতই অসাধারণ ৷ মুকেশ কুমার, আবেশ খানের দাপটে 18.4 ওভারে 134 রানে সব উইকেট খুইয়ে ফেলে আয়োজকরা ৷ তবে ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক শুভমন গিল ৷ আজ যে পিচে খেলা হয়েছে, তা পুরোপুরি ব্যাটিং সহায়ক ছিল ৷ যা অভিষেক শর্মা এবং রিঙ্কু সিংয়ের পাওয়ার হিটিংয়ে প্রমাণিত হয়েছে ৷
How about that for a solid finish! 👌 👌
— BCCI (@BCCI) July 7, 2024
An unbeaten and quickfire 87-run stand 🤝
Drop an emoji in the comments below to describe Ruturaj Gaikwad (77* off 47) and Rinku Singh's (48* off 22) partnership
Follow the Match ▶️ https://t.co/yO8XjNpOro#TeamIndia | #ZIMvIND |… pic.twitter.com/oInuoAgmp5
তবে, ভারত শুরুতে অধিনায়কের উইকেট হারিয়ে কিছুটা স্লো শুরু করেছিল ৷ বিশেষত, রুতুরাজ গায়কোয়াড় ৷ প্রথম 10 ওভারে ভারত 1 উইকেট হারিয়ে 74 রান তোলে ৷ অভিষেক শর্মা এদিন 31 বলে প্রথম পঞ্চাশ রান করেন ৷ হাফ সেঞ্চুরি পেরোতেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি ৷ তাঁর পরের 50 রান আসে মাত্র 15 বলে ৷ রুতুরাজ গায়কোয়াড়ও শুরুতে ধীর গতিতে ব্যাটিং করলেও, অভিষেকের উইকেট পড়তেই ব্যাটিং এক্সেলেটরে চাপ দেন তিনি ৷ শেষে 47 বলে 77 রানে অপরাজিত থাকেন ৷
অন্যদিকে, রিঙ্কু সিংকে ফের পুরনো বিধ্বংসী মেজাজে দেখা গেল ৷ শেষ 5 ওভারে তাঁর ব্যাটিংয়ের সুবাদে 82 রান তুলেছে ভারত ৷ 22 বলে 48 রানের অপরাজিত ইনিংস খেলেছে রিঙ্কু ৷ যেখানে 5 টি বিশাল ছক্কা ও 2টি বাউন্ডারি ছিল ৷ রিঙ্কুর মারা একটি ছয় 104 মিটার দূরত্বের ছিল ৷ ফলে হারের স্পোর্টস কমপ্লেক্সের বাইরে চলে যায় বলটি ৷ গতকাল ভারতের তরুণ ব্যাটিং লাইনআপ ব্যর্থ হলেও, 24 ঘণ্টার মধ্যে নিজেদের ভুল শুধরে ফের ছন্দে তাঁরা ৷