নিয়ইউর্ক, 8 জুন: প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নেমেছিল দু'দলই ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেলেও নিউইয়র্কের বাইশ গজ নিয়ে স্বস্তিতে নেই রোহিত শর্মা অ্যান্ড কোং ৷ অন্যদিকে, অনামী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসেছে পাকিস্তান ৷ ফলে কুড়ি-বিশের বিশ্বকাপে চ্যালেঞ্জের সামনে দুই দল-ই ৷
টি-20 বিশ্বকাপে সাফল্যের নিরিখে একই জায়গায় দু’দল ৷ 2007 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত 2014 ফাইনাল হারে শ্রীলঙ্কার কাছে ৷ গতবছর ফাইনালিস্ট ছিল পাকিস্তান ৷ ইংল্যান্ডে কাছে হেরে যায় 2008-এর চ্যাম্পিয়নরা ৷ দ্বিতীয়বার বিশ্বসেরার তাজ ঘরে তুলতে মরিয়া দুই দলই ৷ ভারতের ক্ষেত্রে তাগিদটা আরও বেশি, গতবছরের বিশ্বকাপ খোয়ানোর জ্বালা খানিকটা মিটবে ক্ষুদ্রতম সংস্করণ ঘরে এলে ৷
ভারতের শক্তি/দুর্বলতা: গত ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রোহিত শর্মাকে ৷ তার আগেই অবশ্য কাজের কাজটা করে দিয়েছিলেন হিটম্যান ৷ আইপিএলে ব্যাট হাতে মরশুম একেবারেই ভালো যায়নি ৷ ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে অধিনায়কের ফর্মে ফেরা ভারতের জন্য স্বস্তির ৷ বল হাতে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাও ছন্দে রয়েছেন ৷ আপাত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে সামনে পেয়ে হোমওয়ার্ক সেরে রেখেছে ‘মেন ইন ব্লু’ ৷
যদিও দাগ কাটতে পারেননি বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ৷ বিশ্বকাপ ঘরে তোলার দৌড়ে থাকতে টিমের সেরা দুই ব্যাটারের ছন্দে ফেরা জরুরি ৷ শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ আমির, নাসিম শাহ, শাদাব খানদের নিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ বিশ্বকাপে অন্যতম সেরা ৷ ফলে নিউইয়র্কের অচেনা পিচে বিশ্বের সেরা বোলারদের সামলাতে হবে ৷ সেক্ষেত্রে প্রথম ম্যাচে রান না-পাওয়ায় খানিক ব্যাকফুটে বিরাট-সূর্য ৷ যদিও দুই ব্যাটারের ব্যাট চললে বিশ্বের সেরা বোলারও ভোঁতা হয়ে যায় নিশ্চিতভাবে ৷
পাকিস্তানের শক্তি/দুর্বলতা: প্রথম ম্যাচেই হারতে হয়েছে ৷ তাও পরিচিত কোনও দলের কাছে নয়, বিশ্ব ক্রিকেটে সদ্য আবির্ভূত হওয়া আমেরিকার কাছে লজ্জার হারের মুখে পড়েছে ‘মেন ইন গ্রিন’ ৷ বিশ্বকাপের আগে দেশের সেনাবাহিনীর সঙ্গে বিশেষ ট্রেনিংয়ে চনমনে পাকিস্তান ইংল্যান্ডের কাছে টি-20 সিরিজ হেরে বসে ৷ ইউএসএ’র বিরুদ্ধেও একইভাবে শুরু করে পাক দল ৷ ব্যাট হাতে বাবর আজম ও শাদাব খান ছাড়া কেউ দাগ কাটতে পারেননি ৷ বল হাতেও তথৈবচ আফ্রিদি, আমিররা ৷ ফলে ভারতকে হারাতে দুই ডিপার্টমেন্টকেই ছন্দে ফিরতে হবে ৷
যদিও টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম ৷ সাম্প্রতিক সময়ে খানিক অফ ফর্মে থাকলেও তাঁর ব্যাট পাকিস্তানের বড় ভরসা ৷ বিশ্বকাপের সেরা পেস বিভাগও পাকিস্তানের ৷ আমেরিকার কাছে হার তাই ‘অঘটন’ ছাড়া আরও কিছুই না ৷ ফলে অতীতের মতো ভারত-পাক ম্যাচে কোনও ভবিষ্যদ্বাণী খাটবে না রবিবারও ৷