বিশাখাপত্তনম, 1 ফেব্রুয়ারি: জানুয়ারি 25 থেকে মার্চের 11 পর্যন্ত টেস্ট সিরিজ চলবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৷ এরমধ্যে পাঁচটি টেস্ট ম্যাচ রয়েছে ৷ তাতে ইতিমধ্যেই বেন স্টোকসের দল এগিয়ে গিয়েছে 1-0 তে ৷ আগামিকাল, শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৷ বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম মেন ইন ব্লু ৷
প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের 28 রানে জয় পেয়েছে ভারত ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে, টিম ইন্ডিয়া বড় ধাক্কা খেয়েছিল এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুল চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে রান আউট হওয়ার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান জাড্ডু। অপরদিকে, ডান পায়ের থাইয়ের পেশিতে যন্ত্রণার কথা জানিয়েছিলেন কেএল রাহুল। ভারতীয় দলের তরফ থেকে জানানো হয়েছে আপাতত দ্বিতীয় টেস্টে এই দুই ক্রিকেটারের সার্ভিস পাওয়া যাবে না।
তাঁদের চোটের বর্তমান পরিস্থিতি না-জানালেও রাহুল ও জাডেজাকে পাঠানো হচ্ছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজার চোটেরউপর নজর রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনিতেই প্রথম দুই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। এবার দলের আরও দুই সিনিয়র ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেল। দ্বিতীয় টেস্ট এমনিতেই টিম ইন্ডিয়ার কাছে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। তার আগে কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় চাপ বাড়ল ভারতীয় দলের উপর।
এদিকে, প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংল্য়ান্ডের অধিনায়ক বেন স্টোকস ছাড়া আর কেউই ভালো রান পাননি ৷ ভালো উইকেট পেয়েছিলেন ভারতীয় বোলাররা ৷ পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে অলি পোপ 196 রানের দুরন্ত ইনিংস খেলেন ৷ সেইসঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যের সম্মুখীন হন ভারতীয় ব্যাটাররা ৷ তবে গত ম্যাচের এই ভুলভ্রান্তি সরিয়ে রেখে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া রোহিত-ব্রিগেড ৷
আরও পড়ুন: