ETV Bharat / sports

রাজকোটে টস জিতে ব্যাটিং ভারতের, জোড়া টেস্ট অভিষেক টিম ইন্ডিয়ার - Sarfaraz Khan

ভাইজ্যাগ টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত ৷ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাজকোটে তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে হাতছানি দুই দলের সামনে ৷ তবে বেন স্টোকসের অভিজ্ঞ দলের বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না তরুণ রোহিত বিগ্রেডের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 9:09 AM IST

Updated : Feb 15, 2024, 2:13 PM IST

রাজকোট, 15 ফেব্রুয়ারি: নিজামের শহরে লজ্জাজনক হারের পর ভাইজ্যাগে দুরন্ত প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার ৷ পাঁচ ম্যাচের সিরিজে 1-1 অবস্থায় আজ রাজকোটে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ বেন স্টোকসের অভিজ্ঞ দলের বিরুদ্ধে লড়াই তরুণ রোহিত বিগ্রেডের ৷ জোড়া টেস্ট অভিষেক হল টিম ইন্ডিয়ার ৷ সরফরাজ খান ও ধ্রুব জুরেলের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন যথাক্রমে অনিল কুম্বলে ও দীনেশ কার্তিক ৷ এছাড়াও দলে এসেছেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ ৷ ভাইজ্যাগ টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ৷

রোহিত শর্মা বলেন, "দলে চারটি পরিবর্তন হয়েছে ৷ সরফরাজ খান ও ধ্রুব জুরেলের অভিষেক হচ্ছে ৷ এছাড়া দলে ফিরেছে সিরাজও জাদেজা ৷ বাদ পড়েছে অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার ৷ আমরা জানি রাজকোটের পিচ ভালো ৷ আশা করি, প্রথম দুটি টেস্টের মতো বাকি তিনটি ম্যাচও ভীষণ উত্তেজক হবে ৷" সরফরাজ টেস্ট অভিষেকের মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন তাঁর বাবা নওসাদ খান ৷ ছেলের টেস্ট ক্যাপ হাতে আবেগঘন হয়ে পড়েন তিনি ৷

টস জিতে রাজকোটের নতুন নামাঙ্কিত স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ এদিন টস করার পর মাইলস্টোনে পৌঁছন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৷ ইংল্যান্ডের 16তম ও বিশ্বের 76 নম্বর ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার নজির গড়েন স্টোকস ৷ পাশাপাশি নিজের শততম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্বও অর্জন করেন এই ইংরেজ অল-রাউন্ডার ৷ এই টেস্টে আরও একটি নজিরের অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা ৷ টেস্ট ক্রিকেটে 500 উইকেটের মাইলস্টোনের সামনে রবিচন্দ্রন অশ্বিন ৷ এছাড়া 700 উইকেটের মাইলস্টোন থেকে মাত্র পাঁচ কদম দূরে ইংরেজ পেসার জিমি অ্যান্ডারসন ৷

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক),জশস্বী জসওয়াল, শুভমন গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ৷

ইংল্যান্ড দল: জাক ক্রলি, বেন ডাকেট, ওলি পপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, টম হার্টলে, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন ৷

রাজকোট, 15 ফেব্রুয়ারি: নিজামের শহরে লজ্জাজনক হারের পর ভাইজ্যাগে দুরন্ত প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার ৷ পাঁচ ম্যাচের সিরিজে 1-1 অবস্থায় আজ রাজকোটে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ বেন স্টোকসের অভিজ্ঞ দলের বিরুদ্ধে লড়াই তরুণ রোহিত বিগ্রেডের ৷ জোড়া টেস্ট অভিষেক হল টিম ইন্ডিয়ার ৷ সরফরাজ খান ও ধ্রুব জুরেলের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন যথাক্রমে অনিল কুম্বলে ও দীনেশ কার্তিক ৷ এছাড়াও দলে এসেছেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ ৷ ভাইজ্যাগ টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ৷

রোহিত শর্মা বলেন, "দলে চারটি পরিবর্তন হয়েছে ৷ সরফরাজ খান ও ধ্রুব জুরেলের অভিষেক হচ্ছে ৷ এছাড়া দলে ফিরেছে সিরাজও জাদেজা ৷ বাদ পড়েছে অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার ৷ আমরা জানি রাজকোটের পিচ ভালো ৷ আশা করি, প্রথম দুটি টেস্টের মতো বাকি তিনটি ম্যাচও ভীষণ উত্তেজক হবে ৷" সরফরাজ টেস্ট অভিষেকের মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন তাঁর বাবা নওসাদ খান ৷ ছেলের টেস্ট ক্যাপ হাতে আবেগঘন হয়ে পড়েন তিনি ৷

টস জিতে রাজকোটের নতুন নামাঙ্কিত স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ এদিন টস করার পর মাইলস্টোনে পৌঁছন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৷ ইংল্যান্ডের 16তম ও বিশ্বের 76 নম্বর ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার নজির গড়েন স্টোকস ৷ পাশাপাশি নিজের শততম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্বও অর্জন করেন এই ইংরেজ অল-রাউন্ডার ৷ এই টেস্টে আরও একটি নজিরের অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা ৷ টেস্ট ক্রিকেটে 500 উইকেটের মাইলস্টোনের সামনে রবিচন্দ্রন অশ্বিন ৷ এছাড়া 700 উইকেটের মাইলস্টোন থেকে মাত্র পাঁচ কদম দূরে ইংরেজ পেসার জিমি অ্যান্ডারসন ৷

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক),জশস্বী জসওয়াল, শুভমন গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ৷

ইংল্যান্ড দল: জাক ক্রলি, বেন ডাকেট, ওলি পপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, টম হার্টলে, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন ৷

Last Updated : Feb 15, 2024, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.