ETV Bharat / sports

ভেজা ফ্লোরিডার মাঠ, বৃষ্টিতে পণ্ড ভারত-কানাডা ম্যাচ - T20 World Cup 2024

India vs Canada Match in Florida Abandoned Due to Wet Outfield: আশঙ্কাই সত্যি হল ৷ বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ ৷ ফ্লোরিডায় গ্রুপের শেষ ম্যাচ খেলতে পারল না ভারত ৷ শনিবার তাদের প্রতিপক্ষ ছিল কানাডা ৷ বৃ্ষ্টিতে ভেজা মাঠের কারণে এদিন ম্য়াচ শুরু করাই সম্ভব হয়নি ৷

India Vs Canada Match
ভারত ও কানাডার ম্যাচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 9:40 PM IST

Updated : Jun 15, 2024, 10:36 PM IST

ফ্লোরিডা, 15 জুন: চলতি টি-20 বিশ্বকাপের 33তম ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি ৷ ভারতীয় সময় অনুযায়ী, শনিবার (রাত আটটায়) ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু নির্ধারিত সময়ে (শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা) টস করা সম্ভব হয়নি ৷ কারণ ফ্লোরিডার মাঠ ভেজা ৷ আম্পায়াররা এক ঘণ্টা অন্তর দু'বার মাঠ পরিদর্শন করেন ৷ তারপর জানিয়ে দেন ভিজে আউটফিল্ডের জন্য ভেস্তে গেল ফ্লোরিডার ভারত-কানাডা ম্যাচ ৷ তবে তাতে কোনও সমস্যা হল না রোহিতদের ৷ সুপার এইটে তাঁরা আগেই পৌঁছে গিয়েছেন ৷ তাই আজকের কানাডার কাছে এই ম্যাচটি ছিল নিছক নিয়ম রক্ষার লড়াই ৷ রোহিতদের পয়েন্ট 7 ৷ 4টি ম্যাচের 3টিতে জয় নিয়ে ভারত গ্রুপ টপার ৷

ফ্লোরিডায় গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে। তার প্রভাব পড়েছে খেলায়। শুক্রবার আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। অনেক চেষ্টা করেও মাঠ শোকাতে পারেননি কর্মীরা। শনিবার ভারত-কানাডা ম্যাচেও সেই একই ছবিই দেখা গেল। এদিন আইসিসি ও বিসিসিআইয়ের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, "ফ্লোরিডায় ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে ৷ ভারত-কানাডা দলকে এক পয়েন্ট করে দেওয়া হয় ৷ এই ম্যাচ কোনও বল গড়ানো ছাড়াই শেষ হয়েছে ৷"

ভারতীয় সময় অনুযায়ী আগামী 19 তারিখ থেকে শুরু হচ্ছে শেষ আটের দলগুলির লড়াই ৷ সেদিন রাত আটটায় আমেরিকার সঙ্গে সাউথ আফ্রিকার লড়াই ও অন্য়দিকে আরও একটি ম্যাচ রয়েছে ৷ তার পরের দিন অর্থাৎ, 20 জুন আফগান 'বধে' নামবে রোহিত অ্যান্ড কোং ৷ রাত আটটা (ভারতীয় সময় অনুযায়ী) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালের মাঠে তারা খেলতে নামবে ৷ তাই ফ্লোরিডা থেকে সোজা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবেন ৷

গ্রুপ-এ থেকে ভারত ও আমেরিকা সুপার এইটে পৌঁছেছে ৷ গ্রুপ-বি থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া শেষ আটে পৌঁছেছে ৷ এই গ্রুপে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে একটি দলের সুপার এইটে পৌঁছেছে ৷ গ্রুপ-সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করেছে শেষ আটে যাওয়ার পথে ৷ গ্রুপ-ডি থেকে সাউথ আফ্রিকা চলে গিয়েছে ৷ বাকি রয়েছে একটি দল ৷ বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডসের মধ্যে কেউ পৌঁছবে ৷

ফ্লোরিডা, 15 জুন: চলতি টি-20 বিশ্বকাপের 33তম ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি ৷ ভারতীয় সময় অনুযায়ী, শনিবার (রাত আটটায়) ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু নির্ধারিত সময়ে (শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা) টস করা সম্ভব হয়নি ৷ কারণ ফ্লোরিডার মাঠ ভেজা ৷ আম্পায়াররা এক ঘণ্টা অন্তর দু'বার মাঠ পরিদর্শন করেন ৷ তারপর জানিয়ে দেন ভিজে আউটফিল্ডের জন্য ভেস্তে গেল ফ্লোরিডার ভারত-কানাডা ম্যাচ ৷ তবে তাতে কোনও সমস্যা হল না রোহিতদের ৷ সুপার এইটে তাঁরা আগেই পৌঁছে গিয়েছেন ৷ তাই আজকের কানাডার কাছে এই ম্যাচটি ছিল নিছক নিয়ম রক্ষার লড়াই ৷ রোহিতদের পয়েন্ট 7 ৷ 4টি ম্যাচের 3টিতে জয় নিয়ে ভারত গ্রুপ টপার ৷

ফ্লোরিডায় গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে। তার প্রভাব পড়েছে খেলায়। শুক্রবার আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। অনেক চেষ্টা করেও মাঠ শোকাতে পারেননি কর্মীরা। শনিবার ভারত-কানাডা ম্যাচেও সেই একই ছবিই দেখা গেল। এদিন আইসিসি ও বিসিসিআইয়ের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, "ফ্লোরিডায় ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে ৷ ভারত-কানাডা দলকে এক পয়েন্ট করে দেওয়া হয় ৷ এই ম্যাচ কোনও বল গড়ানো ছাড়াই শেষ হয়েছে ৷"

ভারতীয় সময় অনুযায়ী আগামী 19 তারিখ থেকে শুরু হচ্ছে শেষ আটের দলগুলির লড়াই ৷ সেদিন রাত আটটায় আমেরিকার সঙ্গে সাউথ আফ্রিকার লড়াই ও অন্য়দিকে আরও একটি ম্যাচ রয়েছে ৷ তার পরের দিন অর্থাৎ, 20 জুন আফগান 'বধে' নামবে রোহিত অ্যান্ড কোং ৷ রাত আটটা (ভারতীয় সময় অনুযায়ী) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালের মাঠে তারা খেলতে নামবে ৷ তাই ফ্লোরিডা থেকে সোজা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবেন ৷

গ্রুপ-এ থেকে ভারত ও আমেরিকা সুপার এইটে পৌঁছেছে ৷ গ্রুপ-বি থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া শেষ আটে পৌঁছেছে ৷ এই গ্রুপে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে একটি দলের সুপার এইটে পৌঁছেছে ৷ গ্রুপ-সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করেছে শেষ আটে যাওয়ার পথে ৷ গ্রুপ-ডি থেকে সাউথ আফ্রিকা চলে গিয়েছে ৷ বাকি রয়েছে একটি দল ৷ বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডসের মধ্যে কেউ পৌঁছবে ৷

Last Updated : Jun 15, 2024, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.