মুম্বই, 11 জুলাই: শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। জুলাই এবং অগস্টে তিনটি করে টি-টোয়েন্টি এবং পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে ভারতীয় দল। বিসিসিআই জানিয়েছে, জুলাই মাসের শেষে হবে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার পাল্লাকেলে শহরে 26, 27 এবং 29 জুলাই মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা । এরপর অগস্টের 1, 4 এবং 7 তারিখে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে দু'টি দল।
দু'টি দলের মধ্যে এক বিশেষ মিল রয়েছে এবার। দু'দলেরই প্রশিক্ষক বদলেছে সম্প্রতি। ভারতের হেডস্যর হয়েছেন মেন্টর হিসেবে কেকেআরকে আইপিএল দেওয়া গৌতম গম্ভীর । আবার লঙ্কা বাহিনীর দায়িত্বে এসেছেন সনৎ জয়সূর্য । ভারতকে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা করে কোচ হিসেবে ইনিংস শেষ করেছেন রাহুল দ্রাবিড়। আবার ক্রিস সিলভারউডের জায়গায় শ্রীলঙ্কার দায়িত্বে এসেছেন জয়সূর্য । দুই হেডস্যরের মধ্যেও একটি উল্লেখযোগ্য মিল আছে । ক্রিকেট-জীবনে দু'জনেই ব্যাট করতেন বাঁ হাতে । বিস্ফোরক ওপেনার হিসেবে দুনিয়ার তাবড় বোলারদের সমীহ আদায় করে নিয়েছেন দু'জনেই। এবার তাঁরা মুখোমুখি হচ্ছেন প্রশিক্ষক হিসেবে ৷ ক্রিকেটিয় চালে একে অপরকে মাত দিতে চাইবেন দু'জনই ৷
ভারতীয় দল এখনও ঘোষণা হয়নি ৷ তবে সংবাদসংস্থা পিটিআই আগেই জানিয়েছে, রোহিত শর্মা বা বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ আর সেদিক থেকে টি-টোয়েন্টির অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া ৷ পঞ্চাশ ওভারে ম্যাচে নেতৃত্ব দিতে পারেন কে এল রাহুল ।
শ্রীলঙ্কা শিবিরেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন নতুন কেউ ৷ আগের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বৃহস্পতিবার পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন ৷ এর আগে 2021 সালে শ্রীলঙ্কা গিয়েছিল ভারতীয় দল । ফের বছর তিনেক বাদে দ্বীপরাষ্ট্রে যাচ্ছে মেন ইন ব্লু ।