হায়দরাবাদ, 27 নভেম্বর: তারকাদের সাজ থেকে ফ্যাশন- অনুসরণ করেন অনেকেই ৷ প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর মতো পোশাকও অনেকে চান নিজের ওয়্যারড্রোবে রাখতে ৷ ফলে সেই ধরনের পোশাক খোঁজার জন্য নজর থাকে নানা ই-কমার্সের সাইটে ৷ আর সেখানেই গিয়েই হচ্ছেন প্রতারণা ৷
এমন প্রতারণার রুখতেই আসরে নেমেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ৷ সম্প্রতি তিনি নিজের সামাজির মাধ্যমে জানিয়েছেন, অনুমতি ছাড়াই একটা নামী পোশাক-সাজ বিপণন কোম্পানী তাঁর ছবি ব্যবহার করেছে ৷ শুধু তাই নয়, অভিনেত্রীর যে পোশাক পরে রয়েছেন তার সঙ্গে ই-কমার্স সংস্থার দাবির কোনও মিল নেই ৷
এদিন ঐন্দ্রিলা লেখেন, "সম্প্রতি আমি জানতে পেরেছি হরি ওম ক্রিয়েশন নামে এক বিক্রেতা নামী ই-কমার্স সংস্থায় আমার ছবি ব্যবহার করেছে অনুমতি ছাড়াই ৷ শুধু তাই নয়, ছবিতে আমি যে শাড়ি পরেছি সেটা কাঞ্জিভরম ৷ আমি নিজে সেটা কিনেছি বিশাখাপত্তনমের এক স্টুডিয়ো থেকে ৷ সেই শাড়ি পরে ছবি সোশাল মিডিয়ায় দিয়েছিলাম ৷ সেই ছবি ব্যবহার করে ই-কমার্স সংস্থায় ওই বিক্রেতা বেনারসি বলে ঠকাচ্ছেন ৷ এই ধরনের বিষয় গ্রাহককে বোকা বানিয়ে সস্তা জিনিস বিক্রির কৌশল মাত্র ৷"
অভিনেত্রী আরও লেখেন, "সেই প্রোডাক্টে আবার নো রিটার্ন ট্যাগ লেখা হয়েছে ৷ ফলে ছবির প্রোডাক্টের সঙ্গে সংস্থার বিক্রি করা প্রোডাক্টের কোনও মিল নেই ৷ সোশাল মিডিয়া থেকে আমির ছবি নিয়ে সেই প্রোডাক্ট জেনুইন বলে বিক্রি করা হচ্ছে ৷" এই ঘটনা সামনে আসার পরেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই জনপ্রিয় ই-কমার্স সংস্থায় অভিযোগ করেছেন ৷ পাশাপাশি কনজিউমার ফোরামেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী ৷ তিনি নিজের সোশাল হ্যান্ডেলে ছবি ও লিংক-সহ সমস্ত রকম তথ্য প্রমান তুলে ধরেছেন ৷