ETV Bharat / state

সাড়ে 13 বছর পর নতুন আলো, খুলছে রানিগঞ্জের বন্ধ চটকল - JUTE MILL REOPENS

হুগলি চটকল খোলার আগে চলছে শ্রমিকদের নাম নথিভুক্ত করার কাজ ৷ নিয়োগের ক্ষেত্রে কারখানার পুরনো শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

Jute Mill Reopens
রানিগঞ্জের মঙ্গলপুরের হুগলি চটকল খোলার বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 5:43 PM IST

আসানসোল, 27 নভেম্বর: খুলতে চলছে রানিগঞ্জের মঙ্গলপুরের হুগলি চটকল ৷ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, আগামী 1 ডিসেম্বর থেকেই চটকল খুলে যাবে ৷ সেই সঙ্গে 4 হাজার মানুষের কর্মসংস্থান হবে ৷ পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ৷ সেই মতো পুরনো কাগজপত্র নিয়ে শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছে ৷ চলছে নাম নথিভুক্ত করার কাজ ৷

বন্ধ এই চটকল প্রায় সাড়ে 13 বছর পর খুলতে চলেছে ৷ তাই শ্রমিক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন সবাই খুব খুশি ৷ তবে, দীর্ঘ সময় বন্ধ থাকায় চটকলের চারপাশে আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছে ৷ পোড়ো বাড়ির চেহারা নিয়েছে 19 নম্বর জাতীয় সড়কের ধারে রানিগঞ্জের মঙ্গলপুরের হুগলি চটকল ৷

সাড়ে 13 বছর পর খুলছে রানিগঞ্জের হুগলি চটকল ৷ (ইটিভি ভারত)

2011 সালে রাজ্যে পালাবদলের পর সে বছরের জুন মাসে বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিনের এই চটকল ৷ আজও চটকলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ ও ভাঙা আসবাবপত্র ৷ টিমটিম করে এক আলো জ্বলছে কারখানার ভিতরে থাকা বিশ্বকর্মার ছবির সামনে ৷

2003 সাল নাগাদ রানিগঞ্জের মঙ্গলপুরে এই চটকল তৈরি হয়েছিল ৷ মোট 1400 শ্রমিক কাজ করতেন এই কারখানায় ৷ কিন্তু, জুটের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে থাকায় এবং বছরের পর পর বছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় 2011 সালের জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ ৷ রাতারাতি কর্মহীন হয়ে পড়েন 1400 শ্রমিক ৷ সেইসময় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ, আন্দোলন, সবই হয়েছিল চটকল খোলার দাবিতে ৷ কিন্তু, কারখানা আর খোলেনি ৷ রাজ্য সরকারের পক্ষ থেকেও বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এ নিয়ে ৷ কিন্তু, কোনও সুরাহা হয়নি ৷

Jute Mill Reopens
দীর্ঘ সময় বন্ধ থাকায় জীর্ণ দশা রানিগঞ্জের হুগলি চটকলের ৷ (নিজস্ব চিত্র)

সম্প্রতি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় ৷ সেখানে চটকলের মালিকপক্ষ, সরকারি প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন ৷ বৈঠকে কর্তৃপক্ষ হুগলি চটকল পুনরায় খোলার ইচ্ছেপ্রকাশ করে ৷ এরপরেই গত দুদিন আগে কারখানার গেটে নোটিশ দেওয়া হয়, আগামী 1 ডিসেম্বর থেকে জুট মিল পুনরায় খোলা হবে ৷

Jute Mill Reopens
রানিগঞ্জের হুগলি চটকল খোলার বিজ্ঞপ্তিতে খুশি শ্রমিকরা ৷ (নিজস্ব চিত্র)

পুরোনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন । সেইমতো প্রাক্তন শ্রমিকদের যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয় । গতকাল থেকেই শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে । স্বভাবতই খুশির হাওয়া শ্রমিক মহলে।

স্থানীয় আইএনটিটিইউসি নেতা নির্মলশঙ্খ পাল জানান, "রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগেই এই কারখানা খুলছে ৷ 13 বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন শ্রমিকরা ৷ কারখানা খুলে গেলে এলাকার আর্থ-সামাজিক উন্নতি হবে ৷ অবশ্যই আগে কারখানার পুরনো শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে ৷ সেই মতো নাম নথিভুক্ত করা হচ্ছে ৷ তারপর আশেপাশের 10 কিলোমিটারের মধ্যে থাকা গ্রামের যুবকরা কাজ পাবেন ৷ প্রায় 4 হাজার নিয়োগ হবে এখানে ৷"

জানা গিয়েছে, পুরনো শ্রমিকদের যাঁরা কাজ করার ক্ষেত্রে শারীরিকভাবে সবল ও পরিশ্রম করতে পারবেন, তাঁদেরই নেওয়া হবে ৷ বয়স হয়ে গিয়েছে বা পরিশ্রম করার ক্ষমতা নেই, সেরকম লোকজনদের নেওয়া হবে না ৷ সেই কারণেই চটকলের বাইরে কর্তৃপক্ষের তরফে ঝোলানো নোটিশে আধার কার্ড, পুরনো ইএসআইয়ের কাগজ-সহ একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে ৷

কারখানার পুরনো শ্রমিক সোমনাথ দে জানান, "কারখানা বন্ধ হওয়ার পর সরকারের কাছ থেকে 1500 টাকা করে ভাতা পেতাম ৷ তা দিয়ে সংসার চলত না ৷ এতদিন পর কারখানা খোলার খবরে তাই আনন্দ হচ্ছে ৷ আমাদের সুদিন ফিরবে এবার ৷" যদিও কারখানার বর্তমান যা অবস্থা, তাতে উৎপাদন কত তাড়াতাড়ি শুরু হবে, তা নিয়ে সন্দিহান শ্রমিকরাই ৷ দ্রুত চটকলের ভিতরে ও বাইরে সংস্কারের কাজ শেষ করে উৎপাদন শুরু হোক, এমনটাই চাইছেন সকলে ৷

আসানসোল, 27 নভেম্বর: খুলতে চলছে রানিগঞ্জের মঙ্গলপুরের হুগলি চটকল ৷ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, আগামী 1 ডিসেম্বর থেকেই চটকল খুলে যাবে ৷ সেই সঙ্গে 4 হাজার মানুষের কর্মসংস্থান হবে ৷ পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ৷ সেই মতো পুরনো কাগজপত্র নিয়ে শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছে ৷ চলছে নাম নথিভুক্ত করার কাজ ৷

বন্ধ এই চটকল প্রায় সাড়ে 13 বছর পর খুলতে চলেছে ৷ তাই শ্রমিক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন সবাই খুব খুশি ৷ তবে, দীর্ঘ সময় বন্ধ থাকায় চটকলের চারপাশে আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছে ৷ পোড়ো বাড়ির চেহারা নিয়েছে 19 নম্বর জাতীয় সড়কের ধারে রানিগঞ্জের মঙ্গলপুরের হুগলি চটকল ৷

সাড়ে 13 বছর পর খুলছে রানিগঞ্জের হুগলি চটকল ৷ (ইটিভি ভারত)

2011 সালে রাজ্যে পালাবদলের পর সে বছরের জুন মাসে বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিনের এই চটকল ৷ আজও চটকলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ ও ভাঙা আসবাবপত্র ৷ টিমটিম করে এক আলো জ্বলছে কারখানার ভিতরে থাকা বিশ্বকর্মার ছবির সামনে ৷

2003 সাল নাগাদ রানিগঞ্জের মঙ্গলপুরে এই চটকল তৈরি হয়েছিল ৷ মোট 1400 শ্রমিক কাজ করতেন এই কারখানায় ৷ কিন্তু, জুটের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে থাকায় এবং বছরের পর পর বছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় 2011 সালের জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ ৷ রাতারাতি কর্মহীন হয়ে পড়েন 1400 শ্রমিক ৷ সেইসময় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ, আন্দোলন, সবই হয়েছিল চটকল খোলার দাবিতে ৷ কিন্তু, কারখানা আর খোলেনি ৷ রাজ্য সরকারের পক্ষ থেকেও বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এ নিয়ে ৷ কিন্তু, কোনও সুরাহা হয়নি ৷

Jute Mill Reopens
দীর্ঘ সময় বন্ধ থাকায় জীর্ণ দশা রানিগঞ্জের হুগলি চটকলের ৷ (নিজস্ব চিত্র)

সম্প্রতি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় ৷ সেখানে চটকলের মালিকপক্ষ, সরকারি প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন ৷ বৈঠকে কর্তৃপক্ষ হুগলি চটকল পুনরায় খোলার ইচ্ছেপ্রকাশ করে ৷ এরপরেই গত দুদিন আগে কারখানার গেটে নোটিশ দেওয়া হয়, আগামী 1 ডিসেম্বর থেকে জুট মিল পুনরায় খোলা হবে ৷

Jute Mill Reopens
রানিগঞ্জের হুগলি চটকল খোলার বিজ্ঞপ্তিতে খুশি শ্রমিকরা ৷ (নিজস্ব চিত্র)

পুরোনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন । সেইমতো প্রাক্তন শ্রমিকদের যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয় । গতকাল থেকেই শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে । স্বভাবতই খুশির হাওয়া শ্রমিক মহলে।

স্থানীয় আইএনটিটিইউসি নেতা নির্মলশঙ্খ পাল জানান, "রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগেই এই কারখানা খুলছে ৷ 13 বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন শ্রমিকরা ৷ কারখানা খুলে গেলে এলাকার আর্থ-সামাজিক উন্নতি হবে ৷ অবশ্যই আগে কারখানার পুরনো শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে ৷ সেই মতো নাম নথিভুক্ত করা হচ্ছে ৷ তারপর আশেপাশের 10 কিলোমিটারের মধ্যে থাকা গ্রামের যুবকরা কাজ পাবেন ৷ প্রায় 4 হাজার নিয়োগ হবে এখানে ৷"

জানা গিয়েছে, পুরনো শ্রমিকদের যাঁরা কাজ করার ক্ষেত্রে শারীরিকভাবে সবল ও পরিশ্রম করতে পারবেন, তাঁদেরই নেওয়া হবে ৷ বয়স হয়ে গিয়েছে বা পরিশ্রম করার ক্ষমতা নেই, সেরকম লোকজনদের নেওয়া হবে না ৷ সেই কারণেই চটকলের বাইরে কর্তৃপক্ষের তরফে ঝোলানো নোটিশে আধার কার্ড, পুরনো ইএসআইয়ের কাগজ-সহ একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে ৷

কারখানার পুরনো শ্রমিক সোমনাথ দে জানান, "কারখানা বন্ধ হওয়ার পর সরকারের কাছ থেকে 1500 টাকা করে ভাতা পেতাম ৷ তা দিয়ে সংসার চলত না ৷ এতদিন পর কারখানা খোলার খবরে তাই আনন্দ হচ্ছে ৷ আমাদের সুদিন ফিরবে এবার ৷" যদিও কারখানার বর্তমান যা অবস্থা, তাতে উৎপাদন কত তাড়াতাড়ি শুরু হবে, তা নিয়ে সন্দিহান শ্রমিকরাই ৷ দ্রুত চটকলের ভিতরে ও বাইরে সংস্কারের কাজ শেষ করে উৎপাদন শুরু হোক, এমনটাই চাইছেন সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.