ETV Bharat / sports

'অতি ভয়ঙ্কর' ঘূর্ণিঝড়! দেশে এখনই ফিরতে পারছেন না রোহিতরা, জানালেন প্রধানমন্ত্রী - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 8:49 AM IST

Updated : Jul 2, 2024, 9:04 AM IST

India Team: টি-20 বিশ্বকাপ ট্রফি জিতে ক্যারিবিয়ান দ্বীপে আর কতক্ষণ আটকে থাকবেন রোহিতরা, তা বোঝা যাচ্ছে না ৷ তাঁদের ফেরার কথা ছিল রবিবারই রাতে (ভারতীয় সময় অনুয়ায়ী) ৷ তখন খবর আসে ঘূর্ণিঝড় হারিকেন 'বেরিল' আছড়ে পড়ার আশঙ্কায় বন্ধ সেদেশের বিমানবন্দরগুলি ৷ তাই রোহিতরা আটকে থাকবেন সে দেশেই ৷ তারপর কেটেছে আরও একদিন ৷ কিন্তু বিশ্বকাপ নিয়ে কবে দেশে ফিরবে রোহিত অ্যান্ড কোং?

India Team
এখনই ফিরতে পারবেন না রোহিতরা (এক্স)

বার্বাডোজ, 2 জুলাই: ক্রমেই শক্তি বাড়াচ্ছে হারিকেন ঝড় 'বেরিল'। ইতিমধ্যেই অতি শক্তিশালী রূপ ধারণ করেছে। ঝড়ের দাপটে বন্ধ ক্যারিবিয়ান দ্বীপের বিমানবন্দর। ফলে এখনই ঘরে ফেরা হচ্ছে না রোহিত-কোহলিদের। আগে প্রশাসন জানিয়েছিল, সোমবার বিকালের আগে বিমান চলাচল শুরুর সম্ভাবনা কম। তবে এখন যা পরিস্থিতি তাতে মঙ্গলবারের পরেও বিমানবন্দর বন্ধ থাকতে পারে। তাঁরা কখন ফিরবেন তা নিয়ে জানিয়ে দিলেন বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি ৷

মঙ্গলবার সকালে (ভারতীয় সময় অনুয়ায়ী) মিয়া মোটলি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আমরা চেষ্টা করে যাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক করার ৷ আমি আক্ষরিক অর্থে বিমানবন্দর কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি ৷ তাঁরাও অবিরাম চেষ্টা করে চলেছেন ৷ বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ এমন অনেক যাত্রীই রয়েছেন যাঁরা গতকাল রাতে, আজ বা আগামিকাল চলে যাওয়ার কথা ৷ আমরা নিশ্চিত করছি, ওই যাত্রীদের সুবিধা দিতে পারব ৷ তাই আশা করব, আগামী 6 থেকে 12 ঘণ্টার মধ্যে বিমানবন্দর খুলে দেওয়া হবে ৷"

তিনি আরও বলেন, "বার্বাডোজ, এখানে যাঁরা বাস করেন এবং অবশ্যই ক্রিকেট বিশ্বকাপের জন্য যাঁরা এসেছেন, সবাই যাতে নিরাপদে থাকে তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের ভাগ্য ভালো যে এই ঝড় মাটিতে আছড়ে পড়েনি ৷" এই পরিস্থিতিতে সকলকে বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সেদেশে। রোহিত, বিরাটেরাও হোটেলের বাইরে পা-রাখছেন না। ভারতীয় দলকে দেশে ফেরাতে তাড়াহুড়ো করছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।

তবে পরিস্থিতি উন্নত হলে, বিসিসিআইয়ের তরফে একটি চাটার্ড বিমানের ব্য়বস্থা করার চেষ্টা চলছে। যাতে পুরো টিম ও স্টাফদের দ্রুত দেশে নিয়ে আসা হয় ৷ কিন্তু কবে নাগাদ এর ব্যবস্থা হবে তা এখনও নিশ্চিত নয়।

বার্বাডোজ, 2 জুলাই: ক্রমেই শক্তি বাড়াচ্ছে হারিকেন ঝড় 'বেরিল'। ইতিমধ্যেই অতি শক্তিশালী রূপ ধারণ করেছে। ঝড়ের দাপটে বন্ধ ক্যারিবিয়ান দ্বীপের বিমানবন্দর। ফলে এখনই ঘরে ফেরা হচ্ছে না রোহিত-কোহলিদের। আগে প্রশাসন জানিয়েছিল, সোমবার বিকালের আগে বিমান চলাচল শুরুর সম্ভাবনা কম। তবে এখন যা পরিস্থিতি তাতে মঙ্গলবারের পরেও বিমানবন্দর বন্ধ থাকতে পারে। তাঁরা কখন ফিরবেন তা নিয়ে জানিয়ে দিলেন বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি ৷

মঙ্গলবার সকালে (ভারতীয় সময় অনুয়ায়ী) মিয়া মোটলি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আমরা চেষ্টা করে যাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক করার ৷ আমি আক্ষরিক অর্থে বিমানবন্দর কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি ৷ তাঁরাও অবিরাম চেষ্টা করে চলেছেন ৷ বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ এমন অনেক যাত্রীই রয়েছেন যাঁরা গতকাল রাতে, আজ বা আগামিকাল চলে যাওয়ার কথা ৷ আমরা নিশ্চিত করছি, ওই যাত্রীদের সুবিধা দিতে পারব ৷ তাই আশা করব, আগামী 6 থেকে 12 ঘণ্টার মধ্যে বিমানবন্দর খুলে দেওয়া হবে ৷"

তিনি আরও বলেন, "বার্বাডোজ, এখানে যাঁরা বাস করেন এবং অবশ্যই ক্রিকেট বিশ্বকাপের জন্য যাঁরা এসেছেন, সবাই যাতে নিরাপদে থাকে তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের ভাগ্য ভালো যে এই ঝড় মাটিতে আছড়ে পড়েনি ৷" এই পরিস্থিতিতে সকলকে বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সেদেশে। রোহিত, বিরাটেরাও হোটেলের বাইরে পা-রাখছেন না। ভারতীয় দলকে দেশে ফেরাতে তাড়াহুড়ো করছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।

তবে পরিস্থিতি উন্নত হলে, বিসিসিআইয়ের তরফে একটি চাটার্ড বিমানের ব্য়বস্থা করার চেষ্টা চলছে। যাতে পুরো টিম ও স্টাফদের দ্রুত দেশে নিয়ে আসা হয় ৷ কিন্তু কবে নাগাদ এর ব্যবস্থা হবে তা এখনও নিশ্চিত নয়।

Last Updated : Jul 2, 2024, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.