প্যারিস, 30 জুলাই: চলতি অলিম্পিক্সে গোল করেই চলেছেন হরমনপ্রীত সিং ৷ আর অধিনায়কের স্টিকের জাদুতে সুফল মিলছে ভারতের ৷ প্রথম ম্যাচে জয় এসেছিল হরমনপ্রীতের শেষ মুহূর্তের গোলে ৷ গত ম্যাচে সমতায় ফিরিয়েছিলেন অধিনায়ক ৷ মঙ্গলবার পুলের তৃতীয় ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধেও জোড়া গোল করলেন ভারতীয় ড্র্যাগ-ফ্লিকার ৷ অধিনায়কের গোলে আইরিশদের 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে আরেক ধাপ এগিয়ে গেল গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷
এদিন ম্যাচের প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে ভারত ৷ 11 মিনিটে প্রথম গোল আসে পেনাল্টি স্ট্রোক থেকে ৷ দলকে এগিয়ে দেন হরমনপ্রীত ৷ আট মিনিট বাদে পেনাল্টি কর্নার থেকে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ৷ ইনস্যুরেন্স গোল চলে এলেও দ্বিতীয়ার্ধে বিশেষ করে তৃতীয় কোয়ার্টারে ভারতকে যথেষ্ট বেগ পেতে হয় ৷ ভারতীয় রক্ষণে চাপ বাড়িয়ে একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নেয় আইরিশরা ৷ কিন্তু চাপের মুখে অটুট থাকে ভারতীয় রক্ষণ ৷
🇮🇳 𝗦𝗘𝗖𝗢𝗡𝗗 𝗪𝗜𝗡 𝗙𝗢𝗥 𝗜𝗡𝗗𝗜𝗔! The men's hockey team won their third group game against Ireland thanks to two early goals from Harmanpreet Singh that helped India set the momentum early on.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 30, 2024
⏰ India will next take on Belgium on the 01st of August at 01:00 pm IST.
👉… pic.twitter.com/RGLGDPuamS
উল্লেখযোগ্যভাবে এদিন সারা ম্যাচে 10টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় আয়ারল্যান্ড ৷ কিন্তু গোলরক্ষক শ্রীজেশের নেতৃত্বাধীন ভারতীয় রক্ষণের চক্রব্যূহ ভেদ করা সম্ভব হয়নি বিশ্ব ব়্যাংকিংয়ে একাদশ স্থানাধিকারীদের ৷ অন্যদিকে সারা ম্য়াচে 9টি পেনাল্টি কর্নার পেলেও তার থেকে মাত্র একটিই গোলে কনভার্ট করত সক্ষম হয় ভারত ৷ যা পুলের শেষ দু'টো ম্যাচের আগে চিন্তায় রাখবে বিশ্বের পাঁচ নম্বর দলকে ৷
3 ম্যাচ থেকে 7 পয়েন্ট নিয়ে আপাতত পুল বি'র শীর্ষে ভারত ৷ আজ রাতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বেলজিয়ামের ৷ সেই ম্যাচের ফলাফলের পর রদবদল আসবে পয়েন্ট তালিকায় ৷ ভারত গতবারের সোনাজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে চতুর্থ ম্যাচটি খেলবে 1 অগস্ট ৷ পুলের শেষ ম্যাচে 2 অগস্ট অজিব্রিগেডের মোকাবিলা করবে ভারত ৷