ETV Bharat / sports

জোড়া গোল হরমনপ্রীতের, আইরিশদের হারিয়ে শেষ আটের পথে এগোল ভারত - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 30, 2024, 6:27 PM IST

INDIA BEAT IRELAND IN HOCKEY: আবারও দুরন্ত হরমনপ্রীত সিং ৷ অধিনায়কের জোড়া গোলে আইরিশদের 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে আরেক ধাপ এগিয়ে গেল গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷ এই নিয়ে চলতি অলিম্পিক্সে চারটি গোল করে ফেললেন ভারতীয় ড্র্যাগ-ফ্লিকার ৷

INDIA BEAT IRELAND
আইরিশদের হারাল ভারত (AP Photo)

প্যারিস, 30 জুলাই: চলতি অলিম্পিক্সে গোল করেই চলেছেন হরমনপ্রীত সিং ৷ আর অধিনায়কের স্টিকের জাদুতে সুফল মিলছে ভারতের ৷ প্রথম ম্যাচে জয় এসেছিল হরমনপ্রীতের শেষ মুহূর্তের গোলে ৷ গত ম্যাচে সমতায় ফিরিয়েছিলেন অধিনায়ক ৷ মঙ্গলবার পুলের তৃতীয় ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধেও জোড়া গোল করলেন ভারতীয় ড্র্যাগ-ফ্লিকার ৷ অধিনায়কের গোলে আইরিশদের 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে আরেক ধাপ এগিয়ে গেল গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷

এদিন ম্যাচের প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে ভারত ৷ 11 মিনিটে প্রথম গোল আসে পেনাল্টি স্ট্রোক থেকে ৷ দলকে এগিয়ে দেন হরমনপ্রীত ৷ আট মিনিট বাদে পেনাল্টি কর্নার থেকে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ৷ ইনস্যুরেন্স গোল চলে এলেও দ্বিতীয়ার্ধে বিশেষ করে তৃতীয় কোয়ার্টারে ভারতকে যথেষ্ট বেগ পেতে হয় ৷ ভারতীয় রক্ষণে চাপ বাড়িয়ে একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নেয় আইরিশরা ৷ কিন্তু চাপের মুখে অটুট থাকে ভারতীয় রক্ষণ ৷

উল্লেখযোগ্যভাবে এদিন সারা ম্যাচে 10টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় আয়ারল্যান্ড ৷ কিন্তু গোলরক্ষক শ্রীজেশের নেতৃত্বাধীন ভারতীয় রক্ষণের চক্রব্যূহ ভেদ করা সম্ভব হয়নি বিশ্ব ব়্যাংকিংয়ে একাদশ স্থানাধিকারীদের ৷ অন্যদিকে সারা ম্য়াচে 9টি পেনাল্টি কর্নার পেলেও তার থেকে মাত্র একটিই গোলে কনভার্ট করত সক্ষম হয় ভারত ৷ যা পুলের শেষ দু'টো ম্যাচের আগে চিন্তায় রাখবে বিশ্বের পাঁচ নম্বর দলকে ৷

3 ম্যাচ থেকে 7 পয়েন্ট নিয়ে আপাতত পুল বি'র শীর্ষে ভারত ৷ আজ রাতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বেলজিয়ামের ৷ সেই ম্যাচের ফলাফলের পর রদবদল আসবে পয়েন্ট তালিকায় ৷ ভারত গতবারের সোনাজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে চতুর্থ ম্যাচটি খেলবে 1 অগস্ট ৷ পুলের শেষ ম্যাচে 2 অগস্ট অজিব্রিগেডের মোকাবিলা করবে ভারত ৷

প্যারিস, 30 জুলাই: চলতি অলিম্পিক্সে গোল করেই চলেছেন হরমনপ্রীত সিং ৷ আর অধিনায়কের স্টিকের জাদুতে সুফল মিলছে ভারতের ৷ প্রথম ম্যাচে জয় এসেছিল হরমনপ্রীতের শেষ মুহূর্তের গোলে ৷ গত ম্যাচে সমতায় ফিরিয়েছিলেন অধিনায়ক ৷ মঙ্গলবার পুলের তৃতীয় ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধেও জোড়া গোল করলেন ভারতীয় ড্র্যাগ-ফ্লিকার ৷ অধিনায়কের গোলে আইরিশদের 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে আরেক ধাপ এগিয়ে গেল গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷

এদিন ম্যাচের প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে ভারত ৷ 11 মিনিটে প্রথম গোল আসে পেনাল্টি স্ট্রোক থেকে ৷ দলকে এগিয়ে দেন হরমনপ্রীত ৷ আট মিনিট বাদে পেনাল্টি কর্নার থেকে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ৷ ইনস্যুরেন্স গোল চলে এলেও দ্বিতীয়ার্ধে বিশেষ করে তৃতীয় কোয়ার্টারে ভারতকে যথেষ্ট বেগ পেতে হয় ৷ ভারতীয় রক্ষণে চাপ বাড়িয়ে একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নেয় আইরিশরা ৷ কিন্তু চাপের মুখে অটুট থাকে ভারতীয় রক্ষণ ৷

উল্লেখযোগ্যভাবে এদিন সারা ম্যাচে 10টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় আয়ারল্যান্ড ৷ কিন্তু গোলরক্ষক শ্রীজেশের নেতৃত্বাধীন ভারতীয় রক্ষণের চক্রব্যূহ ভেদ করা সম্ভব হয়নি বিশ্ব ব়্যাংকিংয়ে একাদশ স্থানাধিকারীদের ৷ অন্যদিকে সারা ম্য়াচে 9টি পেনাল্টি কর্নার পেলেও তার থেকে মাত্র একটিই গোলে কনভার্ট করত সক্ষম হয় ভারত ৷ যা পুলের শেষ দু'টো ম্যাচের আগে চিন্তায় রাখবে বিশ্বের পাঁচ নম্বর দলকে ৷

3 ম্যাচ থেকে 7 পয়েন্ট নিয়ে আপাতত পুল বি'র শীর্ষে ভারত ৷ আজ রাতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বেলজিয়ামের ৷ সেই ম্যাচের ফলাফলের পর রদবদল আসবে পয়েন্ট তালিকায় ৷ ভারত গতবারের সোনাজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে চতুর্থ ম্যাচটি খেলবে 1 অগস্ট ৷ পুলের শেষ ম্যাচে 2 অগস্ট অজিব্রিগেডের মোকাবিলা করবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.